Topic: যেদিন আমি হারিয়ে যাবো

যেদিন আমি হারিয়ে যাবো
হয়তো কেউ পৃথিবীর মানুষের ভীড়ে
আপন করে আমায় খুজবে না।
হয়তো কারও দু’চোখের কোনে
অশ্রুজল ঝরবে না।
হয়তো কেউ ঘোমড়া মুখে
মাদুর পেতে বারান্দার বুকে
উদাস চোখে আকাশ পানে
আনমনেতে কাদবে না।

হয়তো কেউ হাসি খেলে
আনন্দের জোয়ারে নিজেকে ঢেলে
ক্ষনিকের স্বৃতির পাতা থেকে তুলে
আমার কথা ভাববে না।

শেষ বিদায়ের শেষ সময় পর্যন্ত
যাহাদের আমি বেসেছিলাম ভালো
হয়তো তাহাদের দু’চোখের অশ্রুজলে
মুছে যাবে আমার সকল স্বৃতি
নিভে যাবে যখন আমার দু’চোখের আলো।

পৃথিবীর বুকে একদিন বেচেছিলাম
হেসে খেলে তোমাদের সনে
কতো সময় করে দিয়েছি পার
অন্ধকার কবরে রেখে আমায় চলে আসবে
আমার গুনাহগুলো মাফ করবার জন্য
দোয়া করবে কি দাড়িয়ে কবরের পাড়।

যেদিন আমি হারিয়ে যাবো
কেদোনা পৃথিবীর মানুষ
করতে চেয়ো না আমাকে ধন্য
আমি খুবই সামান্য মানুষ,খুবই নগন্য।

তোমাদের কাছে অনুরোধ-
দু’হাত তুলে দু’মিনিটের জন্য
করো আমার গুনাহ মাফের জন্য মোনাজাত
তোমাদের ত্বরে আর কিছুই চাইনা
সকল দোষ-ত্রুটি মাফ করে দিয়ে
করিও কোরআন শরিফ এর একটি পাতা পাঠ।

পূর্বে আড্ডার আসরে এবং এলোমেলোতে পোষ্টানো হয়েছিলো।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


(edited by উপল BD 2010-04-27 14:24:05)

Re: যেদিন আমি হারিয়ে যাবো

পলাশ মাহমুদ wrote:

তোমাদের কাছে অনুরোধ-
দু’হাত তুলে দু’মিনিটের জন্য
করো আমার গুনাহ মাফের জন্য মোনাজাত
তোমাদের ত্বরে আর কিছুই চাইনা
সকল দোষ-ত্রুটি মাফ করে দিয়ে
করিও কোরআন শরিফ এর একটি পাতা পাঠ।


এটা আমারও কামনা। অনেক সুন্দর ও আবেগঘন একটি কবিতা। খুবই ভালো লাগলো।আপনাকে সম্মননা না দিলে নিজেরই খারাপ লাগবে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: যেদিন আমি হারিয়ে যাবো

সেরকম ভাল একটি কবিতা, চালিয়ে যান!  :applause:    :applause:    :applause:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: যেদিন আমি হারিয়ে যাবো

sawontheboss4 wrote:

সেরকম ভাল একটি কবিতা, চালিয়ে যান!  :applause:    :applause:    :applause:

ভাই আমি গাড়ী না ,গাড়ীর ড্রাইভারও না তাই চালাতে পারুম না :innocent:  :innocent:

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: যেদিন আমি হারিয়ে যাবো

পলাশ মাহমুদ wrote:

ভাই আমি গাড়ী না ,গাড়ীর ড্রাইভারও না তাই চালাতে পারুম না :innocent:  :innocent:


খালি কথার উলটা পাল্টা মানে বাইর করে ! happy
তুমারে গাড়ী কে চালাইতে কইসে ?  :bouncy:

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: যেদিন আমি হারিয়ে যাবো

অচেনাকেউ wrote:
পলাশ মাহমুদ wrote:

ভাই আমি গাড়ী না ,গাড়ীর ড্রাইভারও না তাই চালাতে পারুম না :innocent:  :innocent:


খালি কথার উলটা পাল্টা মানে বাইর করে ! happy
তুমারে গাড়ী কে চালাইতে কইসে ?  :bouncy:

ও গাড়ী চালাতে বলে নাই, তাহলে কি চালাতে বলেছে? :optimist:  :optimist: দিন দিন অচেনা ভাই এর মতো বুদ্ধি-শুদ্ধি সব অচেনা হয়ে যাচ্ছে :optimist: বুদ্ধি কী লোপ পাচ্ছে নাকি? :optimist:  :optimist: হবু ডাক্তার-ডাক্তারনীরা কই? :optimist:

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: যেদিন আমি হারিয়ে যাবো

;(  :rolleyes:  ;(