Topic: যেদিন আমি হারিয়ে যাবো
যেদিন আমি হারিয়ে যাবো
হয়তো কেউ পৃথিবীর মানুষের ভীড়ে
আপন করে আমায় খুজবে না।
হয়তো কারও দু’চোখের কোনে
অশ্রুজল ঝরবে না।
হয়তো কেউ ঘোমড়া মুখে
মাদুর পেতে বারান্দার বুকে
উদাস চোখে আকাশ পানে
আনমনেতে কাদবে না।
হয়তো কেউ হাসি খেলে
আনন্দের জোয়ারে নিজেকে ঢেলে
ক্ষনিকের স্বৃতির পাতা থেকে তুলে
আমার কথা ভাববে না।
শেষ বিদায়ের শেষ সময় পর্যন্ত
যাহাদের আমি বেসেছিলাম ভালো
হয়তো তাহাদের দু’চোখের অশ্রুজলে
মুছে যাবে আমার সকল স্বৃতি
নিভে যাবে যখন আমার দু’চোখের আলো।
পৃথিবীর বুকে একদিন বেচেছিলাম
হেসে খেলে তোমাদের সনে
কতো সময় করে দিয়েছি পার
অন্ধকার কবরে রেখে আমায় চলে আসবে
আমার গুনাহগুলো মাফ করবার জন্য
দোয়া করবে কি দাড়িয়ে কবরের পাড়।
যেদিন আমি হারিয়ে যাবো
কেদোনা পৃথিবীর মানুষ
করতে চেয়ো না আমাকে ধন্য
আমি খুবই সামান্য মানুষ,খুবই নগন্য।
তোমাদের কাছে অনুরোধ-
দু’হাত তুলে দু’মিনিটের জন্য
করো আমার গুনাহ মাফের জন্য মোনাজাত
তোমাদের ত্বরে আর কিছুই চাইনা
সকল দোষ-ত্রুটি মাফ করে দিয়ে
করিও কোরআন শরিফ এর একটি পাতা পাঠ।
পূর্বে আড্ডার আসরে এবং এলোমেলোতে পোষ্টানো হয়েছিলো।
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!
আমাকে পাবেন এলোমেলো-তে!!!