Topic: প্রধানমন্ত্রী-মন্ত্রীদের কি এরকম হওয়াই উচিত্ নয়?

হযরত উমর(রাhappy এর মাটিতে বসে অর্ধ দুনিয়া শাসন করার কাহিনী যখন শুনতাম তখন মনে হতো,হায়রে!আমাদের দেশে এমন মন্ত্রী-প্রধানমন্ত্রী কবে আসবে?কবে তারা সত্যিকারের আম-জনতা হতে পারবে।
নিচের সংবাদটি পড়ার পর মনে হলো,আমাদের দেশে না হলেও বিশ্বের কোথাও অন্তত কিছু মন্ত্রী-প্রধানমন্ত্রী আছেন যারা নিজেদের সাধারণ মানুষই মনে করেন।  happy  happy

   

নির্ধারিত সময়ে অনুষ্ঠানে পৌঁছাতে হবে। কিন্তু ব্যস্ত সময়ে সড়কপথে গেলে দেরি হতে পারে। তাই ওয়েস্টমিনস্টার থেকে পাতাল ট্রেনে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ট্রেনে ভারতীয় বংশোদ্ভূত এক মায়ের কোলে ফুটফুটে শিশু দেখে তাঁর খোঁজ নিলেন। বললেন, ‘এটি কি আপনার সন্তান?’ ওই নারী হ্যাঁ সূচক জবাব দিলে তিনি বলেন, ‘আপনার শিশুসন্তান বেশ সুন্দর হয়েছে।’ এরপর তিনি একটু সরে দাঁড়ান।
ওই মায়ের নাম সঙ্গীতা মায়ের (২৭)। তিনি বলিউডের অভিনেত্রী ছিলেন। সম্প্রতি তিনি স্বামী ইয়ানকোর (৩১) সঙ্গে ভারত থেকে ব্রিটেনে চলে যান। সেখানে তিনি ওয়েস্টমিনস্টারে বসবাস করছেন।
সঙ্গীতা বলেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার থেকে ট্রেনে করে শপিংয়ে যাচ্ছিলাম। এমন সময় অপরিচিত এক ব্যক্তি ট্রেনে উঠে আমার কোলে থাকা তিন মাসের সন্তান সম্পর্কে খোঁজ নেন। পরে আমার পাশে সরে দাঁড়ান।’
সঙ্গীতা বলেন, ‘পরে আমি ইয়ানকোর কাছে জানতে চাই, অপরিচিত লোকটি কে? তখন সে আমাকে বলল, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আমি তাঁকে বললাম, আমার সঙ্গে ঠাট্টা কোরো না। কিন্তু আমার স্বামী একই কথা বললেন।’
সঙ্গীতা বলেন, ‘রাজ্যের বিস্ময় নিয়ে আমি ওই ব্যক্তির দিকে এগিয়ে যাই। তাঁকে জিজ্ঞেস করি, মাফ করবেন, আপনি কি ব্রিটিশ প্রধানমন্ত্রী?’
সঙ্গীতা বলেন, ‘জবাবে ক্যামেরন বললেন, ‘হ্যাঁ’। তাঁর কথা শুনে আমি হাসতে শুরু করি এবং প্রশ্ন করার জন্য তাঁর কাছে ক্ষমা চাই।’ তিনি আমাকে জানান, ‘তাঁর বৈঠকের তাড়া আছে এবং সড়কপথের চেয়ে ট্রেনে তিনি দ্রুত সেখানে পৌঁছাতে পারবেন। এ সময় ক্যামেরনের সঙ্গে একজন দেহরক্ষী ছিলেন।
ক্যামেরন সঙ্গীতাকে জানান, তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ট্রেনে চড়েছেন, মুম্বাই ভ্রমণ করেছেন এবং একদা শচীন টেন্ডুলকারের কাছ থেকে ক্রিকেট বলে সই নিয়েছিলেন।

সুত্র

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: প্রধানমন্ত্রী-মন্ত্রীদের কি এরকম হওয়াই উচিত্ নয়?

উচিৎ তো, কিন্তু এদেশে অনুচিৎ কাজই বেশি হয়!



Re: প্রধানমন্ত্রী-মন্ত্রীদের কি এরকম হওয়াই উচিত্ নয়?

সুজন পাল wrote:

উচিৎ তো, কিন্তু এদেশে অনুচিৎ কাজই বেশি হয়!

হে হে কবি তো এখানেই নিরব ।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg