Topic: হেপাটাইটিস বি তে ভোগছি :
কেমন আছেন সবাই। এটা আমার প্রথম পোষ্ট এই ফোরামে।
আমি গত মাস পাঁচেক আগে একজন কে রক্ত দিতে গিয়েছিলাম। তখন ব্লাড ব্যাংক(কোয়ান্টাম ফাউন্ডেশন, শান্তিনগর, ঢাকা।) আমার রক্তে প্রায় ৫টি টেষ্ট করেছিল। সবগুলোই(৪টিতে) নেগেটিভ ছিল। কিন্তু একটিতে পজিটিভ ছিল। আর সেটি হচ্ছে হেপাটাইটিস বি পজেটিভ।
আমি কিছুটা চিন্তিত হয়ে যাই। তখন আমি ধানমন্ডিতে মডার্ন ডায়াগষ্টিক সেন্টারে আবার হেপাটাইটিস বি (এলিসা) টেষ্ট করাই। সেখানেও রিপোর্ট পজিটিভ আসে।
তারপর আমি সেন্ট্রাল হসপিটাল, ধানন্ডিতে একজন ডাক্তার এর পরামর্শে ল্যাব এইড হসপিটাল এর ড. সেলিমুর রহমান এর সাথে দেখা করি। যিনি
লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ
অধ্যাপক, লিভার বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল, ঢাকা
তিনি আমাকে অনেক গুলো টেষ্ট করার জন্য লিখে দেন। টেষ্ট গুলো হচ্ছে...
Hb%
Platelet Count
SGPT (S.ALT)
Prothrombin Time (PT)
Anti-HBc IgM (ELISA)
HBe Ag (ELISA)
HBV DNA (PCR)
USG - Whole Abdomen, HBS - 2D
এই টেষ্টগুলো আমি ল্যাব এইড থেকেই করাই যাতে আমার প্রায় 11000 টাকা খরচ হয়েছে। রিপোর্ট করানোর পর সব রিপোর্টই ভাল হয়েছে। তাই ডাক্তার সাহেব আমাকে তিন মাস XincB খেতে বললেন। তারপর আবার দেখা করতে বললেন। আমি যথারীতি দেখা করার পর তিনি আমাকে বললেন যে, এটা কোন সিরিয়াস ধরনের সমস্যা নয়। তাই তিনি আবারও আমাকে Aristovit-M তিন মাস খেতে বললেন। যেটা প্রায় দুই মাস যাবত আমি খাচ্ছি। আর এক মাস পরে SGPT টেষ্ট করার পর ডাক্তার সাহেবের সাথে দেখা করতে যাব।
*** ডাক্তার সাহেব খুবই ব্যাস্ত থাকে তাই বিস্তারিত কথা বলারও সময় পাওয়া যায় না। যেহেতু তিনি অভিজ্ঞ তাই আমিও আর বেশী কিছু জিজ্ঞাসা করি নি। কিন্তু আমি এখন আসলেই চিন্তিত যে, কতদিন পর্যন্ত ট্রিটমেন্ট করতে হতে পারে। আর কতটুকুই বা এটি ক্ষতিকর
আপনাদের তথ্য সমৃদ্ধ উত্তরের আশায় রইলাম।