Topic: ফ্যাব্রেগাস এখন বার্সার মধ্যমণি
আর্সেনালে কাটিয়েছেন আটটি বছর। প্রতিশ্রুতিশীল এক খেলোয়াড় থেকে হয়েছেন প্রতিষ্ঠিত। 'গানার'দের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়, সর্বকনিষ্ঠ গোলদাতা, মাত্র ২১ বছর বয়সে অধিনায়কত্ব_সেস্ক ফ্যাব্রেগাসের ব্যক্তিগত সাফল্য বা অর্জনের কমতি ছিল না। কিন্তু দলীয় সাফল্য যে প্রায় অধরাই রয়ে গিয়েছিল! আট বছরে মাত্র দুটি শিরোপা!
সাফল্য-খরা দূর করতে ফিরে এলেন আঁতুড়ঘর বার্সেলোনায়। সেখানে মাত্র দুই সপ্তাহে দুটি শিরোপা! নিজের খেলাকেও ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন ফ্যাব্রেগাস এবং সেটা এমনভাবে যে সতীর্থরা এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সংশয়বাদীদের সব সন্দেহও যেন কোথায় কর্পূরের মতো উবে গেছে!
সংশয়ের কারণটা যৌক্তিকই ছিল। এটা তো ঠিক যে 'লা মেসিয়া'তে এই মিডফিল্ডারের হাতেখড়ি। কিন্তু আট বছর ধরে তো আর ফ্যাব্রেগাসের জায়গাটা শূন্য থাকেনি। আর জাভি-মেসি-ইনিয়েস্তা-পেদ্রোদের মিছিলে বার্সার যে তারকাকাশ, সেখানে প্রথম একাদশে তাঁর জায়গা নিয়ে সংশয় হওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু মাত্র মাসখানেকেই ফ্যাব্রেগাস বুঝিয়ে দিয়েছেন, ওসব সংশয় অমূলক। প্রথম একাদশে হোক কিংবা বদলি, প্লে-মেকার, ফলস নম্বর নাইন কিংবা ফরোয়ার্ড যে পজিশনেই কোচ তাঁকে খেলিয়েছেন, প্রতিদান দিয়েছেন দারুণভাবে। তাই তো মাত্র ছয় ম্যাচেই ফ্যাব্রেগাসের ৪ গোল। তাঁর পাস থেকে এসেছে আরো ৪ গোল এবং আরো বেশ কয়েকটি গোলের আক্রমণ শুরু তাঁর জাদুকরী পা থেকে। সতীর্থরা কেন ফ্যাব্রেগাসকে প্রশংসায় ভাসাবেন না!
স্প্যানিশ দৈনিক মার্কায় যেমন ডেভিড ভিয়া বলেছেন, 'লা মেসিয়ার ফুটবল শুধু ওর পায়ে নয়, বইছে ওর রক্তেও। আর্সেনালে ও ছিল গ্রেট খেলোয়াড়। এখানে চারপাশে আরো দুর্দান্ত সব ফুটবলার পেয়ে সেস্কের খেলা আরো ভালো হবে। এরই মধ্যে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি।' বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে থিয়াগো আলকানতারার ভাষাও খুব ভিন্ন নয়, 'বার্সায় দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছে সেস্ক। সে অসাধারণ এক ফুটবলার। মার্কারকে যেভাবে ছিটকে ফেলে, সেটি খুব বেশি জন পারে না। আর সেস্কের গোল করার ক্ষমতাও দারুণ।' ফ্যাব্রেগাসের এই দ্রুত খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি আরেকটি ব্যাপার চোখে পড়ছে দারুণভাবে। লিওনেল মেসির সঙ্গে তাঁর বোঝাপড়া। এরই মধ্যে মেসির পাস থেকে ফ্যাব্রেগাস করেছেন ৩ গোল। আর এই স্প্যানিয়ার্ডের পাস থেকে আর্জেন্টাইনের গোল দুটি। এই ব্যাপারটায় আলো ফেলেছেন আলভেজ, 'মাঠে সেস্ক ও লিওর যোগাযোগ দুর্দান্ত। এর প্রতিফলন তো সবাই দেখতেই পাচ্ছে।'
ফ্যাব্রেগাসের এমন বিস্ফোরক পারফরম্যান্স হঠাৎই আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বার্সেলোনার জন্য। ইনজুরির কারণে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। সেই শূন্যতা পূরণের দায় এখন ফ্যাব্রেগাসের কাঁধে। বার্সায় প্রত্যাবর্তনের পর তাঁর যা পারফরম্যান্স, তাতে নিশ্চিন্ত বোধ করার কথা পেপ গার্দিওলার। ফ্যাব্রেগাস নিশ্চয়ই তাঁকে হতাশ করবেন না! ওয়েবসাইটkalerkantho