Topic: মেডিকেল প্রেম
মেডিকেল প্রেম
- সুজন পাল
কলেজ জীবনে প্রবেশ করেই পাই আমি তার দেখা,
হৃদয়ের মাঝে একে নেই আমি প্রেমের সরলরেখা।
ঘুম থেকে উঠে টয়লেটে গিয়ে তার কথা আমি ভাবি,
ঘন্টাখানেক পরে মনে পড়ে, নিইনি রুমের চাবি।
তাড়াতাড়ি করে এসে দেখি নেই রুমের দরজা খোলা,
দরজায় তার ঝুলছে একটা বিশাল আকার তালা।
রুমমেটগণ চলে গেছে সব আগেভাগে ক্লাসরুমে,
আমি পড়ে যাই অথৈ সাগরে – ঢুকবো কীভাবে রুমে?
পাশের রুমের এক বড়ভাই (নামটা গোপন থাক!)
ঘুমায় সকাল ৯টা অবধি – জোরে জোরে ডাকে নাক!
তার এপ্রন ধার চেয়ে এনে দৌঁড়ে কলেজে যাই,
ঘড়িতে তখন নয়টা পনের, অবশেষে পৌঁছাই।
এনাটমী এর টিচার বলেন, “এত তাড়াতাড়ি এলে!
ঘন্টাখানেক পরে এলেও তো চলতো, বাঁদর ছেলে!”
ব্যাচের সকল ছাত্রছাত্রী মোর পানে চেয়ে হাসে,
কেউ কেউ বলে, “কয়দিন হলো এরকম এই মাসে?”
বুঝিনা তো আমি, মোর এই হাল কেন হয় প্রতিদিন?
টয়লেটে গেলে প্রেমিকা আমার হৃদয়ে বাজায় বীণ!
লেকচার ক্লাসে সামনে বসে সে শোনে পুরো লেকচার,
মোর সে সময় ঘুম ধরে, তাই লেকচার করা ভার!
পেছন বেঞ্চে বসে বসে আমি ঘুমাই মনের সুখে,
স্বপ্নে আমার প্রেমিকা আমায় চুমু দেয় মোর মুখে।
ঘুমের ঘোরেই চুমু দিই আমি প্রিয়ার নরম গালে,
খোঁচা খোঁচা দাড়ি অনুভব করি – জড়ালাম কোন জালে!?
জেগে দেখি রেগে দোস্ত আমার মুখটা সরিয়ে বলে,
“আর কতবার পড়বি আমার গালের উপর ঢলে?”
লেকচার শেষে ঢুলু ঢুলু চোখে ক্যান্টিনে খেতে যাই,
সে যখন আসে, তার পাণে আমি এক চোখ খুলে চাই।
বোঝেনা তো প্রিয়া চোখের এ ভাষা – কতখানি চাই তারে,
তারে ছাড়া মোর জীবন কাটবে একাকী অন্ধকারে।
ঝিমুতে ঝিমুতে এরপর আমি টিউটোরিয়ালে যাই,
স্যার কী পড়ায় – আল্লা মালুম, আমি পেছনে ঘুমাই!
স্বপ্নে আমার প্রেমিকা দৌঁড়ে দুহাত বাড়িয়ে আসে,
আমাকে জড়িয়ে বলে, সে কেবল আমাকেই ভালোবাসে।
আনন্দে আমি আটখানা হয়ে চিত্কার করে উঠি,
উঠে দেখি মোর সামনে টিচার, হাতে তার এক লাঠি।
বাকীটা সময় টুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি,
কেন যে আমাকে এত জ্বালা দেয় রুপসী সেই মানবী?
বিকালে যখন মর্কেটে যাই, খুঁজে ফিরি শুধু তারে,
লেখাপড়া মোর হয়না কিছুই তার পিছে পিছে ঘুরে।
সন্ধ্যাবেলায় বই নিয়ে বসে হাই তুলি বার বার,
বইয়ের পাতায় লেখার বদলে ছবি দেখি প্রেমিকার।
অবশেষে রাত ১০টা হলেই ঘুমের রাজ্যে ঢুকি,
যেথা সে রমণী আমার মনের জানালায় দেয় উঁকি।
মেডিকেলে পড়ে হব ডাক্তার – ছিল বাবা-মা’র আশা,
নেশা-রাজনীতি করি না কিন্তু ছাড়েনিকো ভালোবাসা।
ভালোবেসে আমি ফতুর আজকে তবু ভালোবেসে যাই,
তবু আশা করি – যদি কোনদিন তার ভালোবাসা পাই।
প্রেম একবার করেছি যখন, কভু মানবো না হার,
করবো তারেই জীবনসঙ্গী – লক্ষ্য এই আমার!!!!!!!
[কবিতাটি ফার্স্ট ইয়ারে লেখা!]