Topic: তুমিই পারবে

তুমিই পারবে

- সুজন পাল


তুমিই পারবে
এক অন্ধকে তার পথ চলায় সহায়তা করতে
যে তোমাকে প্রাণ ভরে দোয়া করবে,

তুমিই পারবে
এক শ্রমিকের কপালের ঘাম মুছে দিতে
যে অবিশ্রান্ত পরিশ্রম করবে।

তুমিই পারবে
এক নিরক্ষর ব্যক্তিকে শিক্ষার আলো দেখাতে
যার মধ্যে আছে প্রতিভার ভাণ্ডার,

তুমিই পারবে
এক দুঃখিনী বিধবার মুখে অন্ন তুলে দিতে
ছিল না যার কাছে ক্ষুধার খাবার।

তুমিই পারবে
শোষকের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানাতে
যে কেড়েছে অনেক গরীবের অর্থ,

তুমিই পারবে
এক দরিদ্র ছাত্রকে আর্থিক সহায়তা করতে
লেখাপড়া ছাড়া যার জীবন ব্যর্থ।

তুমিই পারবে
এক ভিক্ষুকের থালায় দুইটা টাকা রাখতে
যা তার কাছে মূল্যবান সম্পদ,

তুমিই পারবে
এক পিপাসুকে একটু ঠাণ্ডা পানি দিতে
তপ্ত রোদ্রে পুড়েছে যার পদ।

তুমিই পারবে
এক কঙ্কালসার কৃষকের মাথায় ছাতা ধরতে
রোদ-বৃষ্টি যার মাথার উপর,

তুমিই পারবে
বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করাতে
যদি থাকে একটু ইচ্ছা - করার।