(edited by সুজন পাল 2011-09-17 06:56:53)

Topic: এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পেছাল, পরীক্ষা হবে ৩০ সেপ্টেম্বর।

সারা দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার রাতে সরকার এ সিদ্ধান্ত নেয়। আজ শুক্রবার স্বাস্থ্য, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক শাহ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর সরকারি প্রেস থেকে শাহেনশাহ ঠাকুর নামের এক শ্রমিক পোশাকের ভেতরে লুকিয়ে প্রশ্নপত্র বাইরে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। মূলত এ কারণেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত শাহেনশাহ বর্তমানে গুলশান থানা পুলিশের জিম্মায় আছেন।

গুলশান থানার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাহেনশাহ ঠাকুরকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে কেউ জড়িত আছে কি না, এখন পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়েছে, শাহেনশাহর অক্ষরজ্ঞান নেই।
স্বাস্থ্য অধিদপ্তর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গুলশান থানায় একটি এজাহার দায়ের করেছে। ওই এজাহারে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০১১-১২ সালের এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার মুদ্রণকাজ ১০ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর সরকারি প্রেসে শুরু হয়। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দৈনিক ভিত্তিতে নিযুক্ত শ্রমিক শাহেনশাহ ঠাকুর কারখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রেসম্যান মো. সালাম তাঁর পোশাকের ভেতর থেকে প্রশ্নপত্রের একটি অনুলিপি উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি র্যাব ও পুলিশকে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ধারণা করছে, প্রশ্নপত্র পাচারকারী ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে। এ বিষয়ে র্যাবের মহাপরিচালক বরাবর লিখিত এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) শাহ আবদুল লতিফ বলেন, কুচক্রী মহল, প্রতারক ও দুর্নীতিবাজ ব্যক্তিরা কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে ছাত্র ভর্তি করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে অভিভাবকদের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেন করছে। তাই গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা টহল বাড়াতে র্যাবের কাছে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্রঃ প্রথম আলো