Topic: রূপ দেখে তুই ভুলিস না ভাই...
রূপ দেখে তুই ভুলিস না ভাই, করিস না তুই প্রেম,
রূপ নারীদের প্রধান অস্ত্র – এই আমি বললেম।
রূপের কদর আজকে করবি, কালকে করবি না রে,
পরশু দিনকে আমার নিষেধ টের পাবি হারে হারে।
“রূপের চাইতে মন বড়” – এই প্রবাদে আস্থা রাখ,
রূপের মূল্য এক আনা আর মনের একশো লাখ।
সুন্দর মন যেসব নারীর, তাদের সঙ্গে চল,
জীবন যুদ্ধে এগিয়ে যাবার তারাই প্রধান বল।