Topic: তিন্নি আর হিল্লোলের সংসার তাহলে ভেঙেই গেল?
অবশেষে সত্যি হলো গুঞ্জন? তিন্নি আর হিল্লোলের সংসার তাহলে ভেঙেই গেল? গত ১৮ এপ্রিল তিন্নি হিল্লোলকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন বলে শোনা গেছে। বিষয়টি নিয়ে তিন্নির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। হিল্লোলকে ডিভোর্স লেটারের বিষয়ে ফোন করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। যেহেতু তিনি কোনো মন্তব্য করতে চাননি সেহেতু তার কাছে ডিভোর্স লেটার পৌঁছে গেছে বলে ধারণা করা যায়। এদিকে তিন্নি হিল্লোলের সংসার ছেড়ে দীর্ঘদিন ধরে গুলশানে যার ফ্ল্যাটে থাকছেন এবং যাকে বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন রটেছে সেই আদনানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও যা শুনছেন তা পুরোপুরি সত্যি নয়। তিন্নি আমার ফ্ল্যাটে থাকছেন এমন খবর ঠিক নয়। আপনারা কি বিয়ে করতে যাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে আদনান বলেন, সময়ই সব বলে দেবে। এখন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। যে গুঞ্জন আপনাকে আর তিন্নিকে নিয়ে রটেছে তা কি মিথ্যে? এমন প্রশ্নের উত্তরে আদনান বলেন, অপেক্ষা করুন, সময়ই সব বলে দেবে। তবে বিয়ের সম্ভাবনা যে একেবারেই নেই তা নয়।
সূত্র: এখানে