(edited by sfk505 2011-08-31 22:47:44)

Topic: অমর একুশে বইমেলায় বেষ্টসেলার কাব্যগ্রন্থ-"তবুও বৃষ্টি আসুক"

http://www.prothom-aloblog.com/images/view/220/120/false///img/uploads/3979f3b8f7003d121a8a554cd227e878.jpg
গ্রন্থ পর্যালোচনা “তবুও বৃষ্টি আসুক”
--ডঃ আশরাফ সিদ্দিকী
সাবেক মহাপরিচালক
বাংলা একাডেমী।

গ্রন্থের নাম-"তবুও বৃষ্টি আসুক"- এটি কবির চতুর্থ কাব্যগ্রন্থ । তার কবিতা আমি ইতিপূর্বে পড়েছি । ভাষা বর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। “তবুও বৃষ্টি আসুক” গ্রন্থে মোট ৪১ টি কবিতা রচিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থ পাঠ করে পূর্বেই বলেছি, মন অনাবিল তৃপ্তিতে ভরে যায় ।

প্রকৃতি .প্রেম,নারী ,মুক্তিযোদ্ধা, মা এবং সুলতা নামের এক নারী তার হৃদয় ভরে রেখেছে । তাকে কিছুতেই ভূলা যায়না । মা তার কাছে অত্যন্ত আদরের ধন । মাকে তার বার বার মনে পড়ে । মনে পড়ে সুন্দরী সুলতাকে যে তার হৃদয়ে দোলা দিয়ে ছিল । বেচারা তার জীবন, মৃত্যুহীন মৃত্যু । তাই তিনি এখনও সুলতাকে খুঁজেন । যার জন্য তিনি অনন্তকাল প্রতীক্ষায় আছেন । এই প্রিয়তমা তার হৃদয় মন ভরে আছে। নদীর জল ও তীরের মত এক হয়ে মিশে আছে । এই প্রেম বড়ই স্বর্গীয় ,বড়ই সুন্দর । এক ভুলা যায়না । প্রকৃতি আর সুলতা কখন একাকার হয়ে যায় হৃদয়ে।

কাব্য গ্রন্থটি পড়ে আমার খুব ভাল লেগেছে । বইটির ছাপা অত্যন্ত সুন্দর । ধ্রুব এষের প্রচছদ চিত্রটি অত্যন্ত প্রশংসনীয় ।

গ্রন্থের নাম-"তবুও বৃষ্টি আসুক" লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- ধ্রুব এষ। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।

প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের উপসচিব। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505