Topic: তুমি ও আমি
নীল আকাশের নীচে,
তুমি, আমি দাড়িয়ে আছি একটু ভালোবেসে।
সময় পেরিয়ে যায়
একটু একটু ভালোবাসা গাড় হতে চাই।
হঠাৎ করে আকাশে মেঘ জমে যায়
তোমার আমার ভালোবাসাও ফিকে হয়ে যায়।
মেঘ জমিয়ে বৃষ্টি নামে
প্রকৃতি হয় সবুজ,
বহুরুপি নারী তুমি
ভালোবাসনি কভু।।
৩০-০৮-১১