Topic: স্বাস্থ্য রক্ষায় রসুন

স্বাস্থ্য রক্ষায় রসুন
http://www.chobimohol.com/image-7FF6_4BD43A6E.jpg
ডা. ফারজানা চৌধুরী
চিকিৎসা বিজ্ঞানের জনক বলে পরিচিত হিপোক্রিটাস মানবদেহের ক্যান্সার, ঘা, কুষ্ঠ সারাতে; রোগ সংক্রমণ প্রতিরোধ ও পরিপাকতন্ত্রের হজমজনিত সমস্যা দূর করতে রোগীদের রসুন খাওয়ার পরামর্শ দিতেন। শুধু তা-ই নয়, আধুনিক ভেষজ চিকিৎসকরাও সর্দি, কাশি, জ্বর, ফ্লু, ব্রঙ্কাইটিস, কৃমি, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, খাদ্য পরিপাকের সমস্যাসহ লিভার ও পিত্তথলির নানা উপসর্গ দূর করতে রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এক গবেষণায় দেখা গেছে, একটি মাঝারি সাইজের রসুনে এক লাখ ইউনিট পেনিসিলিনের সমান অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা রয়েছে। শুধু তা-ই নয়, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার মাধ্যমে সৃষ্ট অ্যামিবিক ডিসেনট্রি নির্মূলের ক্ষেত্রে রসুন বেশ কার্যকর। আর তাই শরীরের রোগ সংক্রমণ দূর করার জন্য একসাথে তিন কোয়া রসুন দিনে তিন থেকে চারবার চিবিয়ে খান। রক্তের চাপ ও রক্তের কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য প্রতিদিন তিন থেকে দশ কোয়া রসুন খেতে পারেন। তা ছাড়া রসুনের জল সেবন করতে হলে ছয় কোয়া রসুন পিষে এক কাপ ঠাণ্ডা পানিতে ছয় ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর ভালোভাবে ছেঁকে রসুন পানি সেবন করুন।
উচ্চ রক্তচাপ ও রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধে রসুনের ভূমিকা অপরিসীম। এটি প্রমাণের জন্য বিজ্ঞানীরা একদল লোকের প্রত্যেককে দৈনিক চার আউন্স পরিমাণ মাখন খেতে দিয়েছিলেন। মাখন খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া স্বাভাবিক। তার পর এ দলের অর্ধেককে একটি নির্দিষ্ট মাত্রায় রসুন খাওয়ানো হলো। রসুন খাওয়ার পর মাখন গ্রহণকারীদের রক্তের কোলেস্টেরল পরীক্ষা করা হলো। ফলে দেখা গেল, রসুন সেবনকারীদের রক্তের কোলেস্টেরলের মাত্রা অন্যদের চেয়ে শতকরা সাত ভাগ কম। পাশাপাশি হৃদরোগ কমানোর জন্য রসুন রক্তনালীতে রক্ত জমাট বাঁধা প্রতিরোধে সাহায্য করে। আর তাই তো গবেষকদের অভিমত, রসুন রক্ত জমাট নিরোধী অ্যাসপিরিনের মতোই শক্তিশালী।

রসুন কিভাবে খাবেন?
রসুন খেতে হলে কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে। কারণ চিবিয়ে না খেলে রসুনের রাসায়নিক উপাদান এলিসিন নির্গত হবে না। কারণ এই এলিসিনই হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক। রসুনের এই অ্যান্টিবায়োটিক ক্ষমতা কাজে লাগানোর জন্য কাঁচা রসুন চিবিয়ে খাওয়াই উত্তম।

সাবধানতা
যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক। কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে। ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। তা ছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন। শিশুকে দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো। কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে।
লেখিকাঃ মেডিক্যাল অফিসার, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। ফোনঃ ০১৬৭২২৭৪৪৩০

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: স্বাস্থ্য রক্ষায় রসুন

ধন্যবাদ তৌফিক ভাই,শিক্ষণীয় একটি পোস্ট।  :thumbsup:   :thumbsup:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: স্বাস্থ্য রক্ষায় রসুন

গতকাল বিকেলে হোষ্টেল সংলগ্ন হোটেলে এক লোক আমাকে এই রসুনের উপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল
তাকে অল্পবিস্তর ধারণা দিতে পেরেছিলাম। ইস, সেখানে যাওয়ার আগে যদি একবার পোস্টটি পড়ে যেতাম !!

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: স্বাস্থ্য রক্ষায় রসুন

রসুনের গন্ধ শুনলেই আমার খাবার দাবার বন্ধ হয়ে যায়। আবার এটা কাচা খাবো ভাবতেই গা কি রকম যেন গুলিয়ে আসতেছে।
সকল অপছন্দনীয় বস্তুর মাঝেই কেন যে এতো উপকারিতা তা বুঝি না। আইসক্রিমের মাঝে কোন কোন উপকরন বিদ্যমান, কি উপকার তা যদি বাতাইতেন, ভালো হতো।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: স্বাস্থ্য রক্ষায় রসুন

আইসক্রীম এর টা আপাতত জানা নাই, তবে রসুনের আইসক্রীম এর উপকারিতা বলতে পারি॥  :jaw-dropping:    :jaw-dropping:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: স্বাস্থ্য রক্ষায় রসুন

sawontheboss4 wrote:

তবে রসুনের আইসক্রীম এর উপকারিতা বলতে পারি॥


:crackup:   :crackup:   :crackup: পলাশ ভাই আপনের জন্য এটা পার্ফেক্ট।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: স্বাস্থ্য রক্ষায় রসুন

ধন্যবাদ শাওন, দারুন উপকারী একটা তথ্য শেয়ার করার জন্য।

পলাশ মাহমুদ wrote:

রসুনের গন্ধ শুনলেই আমার খাবার দাবার বন্ধ হয়ে যায়। আবার এটা কাচা খাবো ভাবতেই গা কি রকম যেন গুলিয়ে আসতেছে।
সকল অপছন্দনীয় বস্তুর মাঝেই কেন যে এতো উপকারিতা তা বুঝি না।


ঠ্যালায় পড়লে একদিন ঠিকই খাইবা !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।