বিস্তারিত দেখুন কালেরকন্ঠে-
ল্যাপটপ উৎপাদনে জটিলতা
বিল গেটসের জবাবের অপেক্ষায় মন্ত্রণালয়
টেশিসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল শুক্রবার কালের কণ্ঠকে জানান, গত মাস থেকে সীমিত আকারে ল্যাপটপের পরীক্ষামূলক উৎপাদন চলছে। কিন্তু মূল উৎপাদন কবে শুরু হবে তা বলা যাচ্ছে না। ল্যাপটপে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি এখনো মেলেনি।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসের সঙ্গে গতকাল টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার জানা মতে মন্ত্রণালয় থেকে বিল গেটসকে এ বিষয়ে একটি অনুরোধপত্র পাঠানো হয়েছে। তবে তার জবাব পাওয়া গেছে কি না তা বলতে পারছি না।'
অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম জানান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু নিজে বিল গেটসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মাইক্রোসফটের প্রয়োজনীয় সফটওয়্যার বিনা মূল্যে ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, 'মাইক্রোসফট করপোরেশনের অনুমতি ছাড়া তাদের সফটওয়্যার ব্যবহার বে-আইনি হবে। এ জন্যই আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হয়েছে। তবে ওই চিঠির জবাব পাওয়া গেছে বলে এখনো শুনিনি।'
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, উবানটোর (টইটঘঞঙ) মতো অনেক ওপেন সফটওয়্যারও ল্যাপটপে ব্যবহার করা যায়। কিন্তু ওই সব সফটওয়্যার দিয়ে তৈরি ল্যাপটপের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে।
বুঝতেছি না হাসব না কাদব !!!
মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ -
এখানে দেখুনMedical Guideline Books