Topic: কৌতুক কিছু

পুটু আর সাকির মধ্যে কথা হচ্ছে।
পুটু :কী রে, অফিসে না গিয়ে এভাবে বসে আছিস যে?
সাকি :আর বলিস না। বড়কর্তা অফিসে আসতে বারণ করে দিয়েছেন। বস আমার ওপর খুব ক্ষেপা।
পুটু :কেন?
সাকি :অফিসে কাজ করার সময় একটা মশা মেরেছিলাম। এ কারণে হবে হয়তো।
পুটু :শুধু একটা মশা মারার কারণে এত বড় শাস্তি! তোর বস তো লোক ভালো না।
সাকি :আরে বোকা, রেগেছেন কী সাধে! মশাটা যে ওনার গালের ওপরই বসে ছিল।

এক লোক ভাইদের ওপর বিরক্ত হয়ে আদালতে মামলা করতে চাচ্ছেন। পরামর্শের জন্য গেলেন এক উকিলের কাছে।
উকিল :আচ্ছা, আপন ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন কেন, খুলে বলুন তো?
বাদী :আর বলবেন না। আমার বড় ভাই তার ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই তার ঘরে দুইটা গরু পালে, সেজো ভাই পালে চার ভেড়া। এতগুলো প্রাণীর পায়খানা-প্রস্রাবে ঘরে টিকতে পারি না।
উকিল :আপনার ঘরের জানালা খুলে রাখলেই তো পারেন।
বাদী :পাগল হয়েছেন! জানালা খুলে রাখি আর আমার পালা বাদুড়গুলো উড়ে যাক।

ক্লিনিকে এক রোগীর অপারেশন হয়েছে ডাক্তার কয়েকদিন পর তাকে আসতে বললেন। কিন্তু দুদিন পরই রোগীকে ডাক্তারের চেম্বারে দেখে_
ডাক্তার :আরে আপনি! কী খবর? এখন কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো?
রোগী :না, কোনো সমস্যা হচ্ছে না। তবে হয়েছি কি, এখন দম নেওয়ার সময় আর ছাড়ার সময় বুকের ভেতরটায় টিকটিক শব্দ করে।
ডাক্তার :[বেশ আনন্দের সঙ্গে] তাই তো বলি, আমার এত দামি ব্র্যান্ডের হাত ঘড়িটা গেল কই?

প্রেমিকা :তুমি কি আমায় ভালোবাস?
প্রেমিক :বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পার।
প্রেমিকা :ধরো তোমার শার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনেরো টাকা চাইলাম, তুমি দিতে পারবে?
জরুরি টাকাটায় প্রেমিকার চোখ পড়েছে দেখে বিব্রত নিজেকে কিছুটা সামলে নিয়ে_
প্রেমিক :কেন পারব না, একশবার পারব। তবে পরীক্ষার তারিখটা একটু পিছিায়ে দিলে ভালো হয়!

দীর্ঘদিন প্রেম করার পর একদিন খুব সকালে প্রেমিক ফোন করল প্রেমিকাকে।
প্রেমিক :মনে হয় তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
প্রেমিকা :এতদিন পর হঠাৎ এ কথা বলার মানে কী শুনি? কী হয়েছে বলো তো?
প্রেমিক :না, তেমন কিছু না। আমার বাসা থেকে এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।
প্রেমিকা :তা তোমার বাসায় কে কে আছেন?
প্রেমিক :তেমন কেউ নেই। স্ত্রী আর তিন সন্তান!

ডেন্টিস্ট : সর্বনাশ! আপনার দাঁতের মাঝে বিরাট একটা গর্ত হয়েছে, বিরাট একটা গর্ত হয়েছে।
রোগী : দু'বার বলার দরকার নেই, একবারেই বুঝতে পেরেছি।
ডেন্টিস্ট : দু'বার বলিনি, একবারই বলেছি।
রোগী : আমি তো দু'বারই শুনলাম।
ডেন্টিস্ট : আপনার দাঁতের গর্তটা এতবড় যে, সেখান থেকে প্রতিধ্বনি হয়ে দু'বার শোনা...

স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে দুই ইতিহাসবিদের মধ্যে কথা হচ্ছে।
প্রথম চিন্তাবিদ :ভাই, এটা কোন স্টেশন?
দ্বিতীয় চিন্তাবিদ বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করে বলল, এটা মনে হয় রেলস্টেশন।

এক শিক্ষক ভীষণ রেগে মেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটা ফেরত দিয়ে বললেন, আমার টাকা ফেরত দিন! নিয়ে যান এই খেলনা।
বিক্রেতা বললেন, কেন, কী হয়েছে স্যার? এটা তো খুবই ভালো খেলনা।
শিক্ষক বললেন, এটা ভাঙে না, কিন্তু এই খেলনা দিয়ে বাড়ি দিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কৌতুক কিছু

কয়েকটা বাদে অনেকগুলোই আগে পড়েছিলাম। ভালো লাগলো। big grin



Re: কৌতুক কিছু

হা হা হা



Re: কৌতুক কিছু

Good,very good.