Topic: অ্যানড্রয়েডে নতুন ট্রোজান
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর হ্যান্ডসেটগুলোতে নতুন ট্রোজান ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে। ক্ষতিকর এ ট্রোজান ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কথোপকথন রেকর্ড করে তৃতীয় পক্ষের কাছে পাঠাতে পারে বলে জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান সিএ।
সিএর গবেষক দিনেশ ভেনকাটেস্যন জানান, অ্যানড্রয়েড স্মার্টফোনের ভাইরাসটি ব্যবহারকারীর কথোপকথন চলার সময় ব্যবহারকারীকে বিশেষ ধরনের মেসেজ প্রদর্শন করে। মূলত এ মেসেজের মাধ্যমেই এ ট্রোজান ভাইরাস ব্যবহারকারীর কথোপকথনের রেকর্ড করার 'অ্যাঙ্সে' নেয় এবং ফোনের এসডি কার্ডে কথোপকথন রেকর্ড করে থাকে। একই সঙ্গে এটি স্মার্টফোনে একটি কনফিগারেশন ফাইলও ইনস্টল করে, যা রিমোট সার্ভারের সঙ্গে ফোনের যোগাযোগ রক্ষা করতে সহায়তা করে।
অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এর আগেও স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠায় এবং ব্যবহারকারীর টাকা নষ্ট করে এমন এক ক্ষতিকর ট্রোজানের আক্রমণের শিকার হন। আরেক গবেষণা প্রতিষ্ঠান জুনিপার নেটওয়ার্ক জানিয়েছে, ২০১০ সালের চেয়ে বর্তমানে অ্যানড্রয়েড ম্যালওয়ারের সংখ্যা বেড়েছে প্রায় ৪০০ গুণ। একই সঙ্গে এতে ওয়াইফাইয়ের মাধ্যমে আক্রমণের ঘটনাও বেড়েছে।