Topic: মেডিক্যাল কলেজে ভর্তি প্রস্তুতি : সাধারণ জ্ঞান
লেখিকা :ফারহানা খানম মিথিলা শিক্ষার্থী,
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা
বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহীত
বাংলাদেশ প্রসঙ্গ
৩২. 'বনফুল' কাব্য প্রকাশিত হয় বাংলা কোন সালে?
ক. ১৩৮২ খ. ১২৮৭ গ. ১২৮২ ঘ. ১৩০৯
৩৩. চর্যাপদে সবচেয়ে বেশি পদ লিখেছেন কাহ্নপা_ কতটি লিখেছেন?
ক. ১২. খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫
৩৪. কোনটি অসামঞ্জস্যপূর্ণ? বই লেখক
ক. বাংলা নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষ
খ. ব্যাকরণ মঞ্জুরী মুহাম্মদ এনামুল হক
গ. বাংলা সাহিত্যের কথা ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. বাংলা সাহিত্যের কথা ড. সুকুমার সেন
৩৫. নাটকের ক্ষেত্রে বাংলা সাহিত্যে প্রথম কোন তথ্যটি সঠিক?
প্রথম নাটক নাট্যকার
ক. সামাজিক নাটক রাম নারায়ণ তর্করত্ন
খ. বিয়োগান্তক নাটক শরৎচন্দ্র
গ. ট্রাজেডী তারাপদ শিকদার
ঘ. ঐতিহাসিক নাটক মধুসূদন
৩৬. জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে কবে তার স্ত্রী প্রমিলার সমাধির মাটির মিলন ঘটে?
ক. ২৮ ফেব্রুয়ারি, ২০১১ খ. ১ মার্চ, ২০১১ গ. ২ মার্চ, ২০১১ ঘ. ৪ মার্চ, ২০১১
৩৭. ১৫ মার্চ, ২০১১ দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়?
ক. কুয়াকাটা, পটুয়াখালী খ. মংলা, খুলনা গ. তেজগাঁও, ঢাকা ঘ. বৈটপুর, বাগেরহাট
৩৮. কোনটির অবস্থান সঠিক?
চর অবস্থান
ক. উড়িরচর নোয়াখালী খ. চর শাহাবানী হাতিয়া গ. চর গজারিয়া লক্ষ্মীপুর ঘ. সবগুলো
৩৯. সংবিধানের ক্ষেত্রে ভুল?
ভাগ অনুচ্ছেদ সংখ্যা
ক. ১ম ৫ খ. ২য় ১৮ গ. ৬ষ্ঠ ২৩ ঘ. ১০ম ১
৪০. সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে পাস করবেন?
ক. বিলম্ব করতে পারবেন না
খ. ৭ দিন গ. ১ দিন ঘ. ১৫ দিন
৩৮. কোনটির অবস্থান সঠিক?
চর অবস্থান
ক. উরিরচর নোয়াখালী খ. চর শাহাবান হাতিয়া গ. চর গজারিয়া লক্ষ্মীপুর ঘ. সবগুলো
৩৯. সংবিধানের ক্ষেত্রে ভুল?
ভাগ অনুচ্ছেদ সংখ্যা
ক. ১ম ৫ খ. ২য় ১৮ গ. ৬ষ্ঠ ২৩ ঘ. ১০ম ১
৪০. সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে পাস করবেন?
ক. বিলম্ব করতে পারবেন না খ. ৭ দিন গ. ১ দিন ঘ. ১৫ দিন
৪১. বিশিষ্ট সাহিত্যিকদের প্রথম গ্রন্থ সম্পর্কে ভুল?
সাহিত্যিক গ্রন্থ
ক. শরৎচন্দ্র মন্দির খ. আহসান হাবীব রূপের নেশা গ. নীলিমা ইব্রাহীম বিশ শতকের মেয়ে ঘ. আবুল ফজল চৌচির
৪২. প্রাচীনকালে ভারতবর্ষে একটি যুগ হতো কত বছরে?
ক. ৫ খ. ১৫ গ. ৭ ঘ.১২
৪৩. বাংলা কাব্যসাহিত্যের আধুনিকতার জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. মধুসূদন দত্ত গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. সতেন্দ্রনাথ দত্ত
৪৪. বাংলায় বিভিন্ন শাসনামলে রাজধানী_ এক্ষেত্রে ভুল?
শাসনামল রাজধানী
ক. সুলতানী আমল গৌড় খ. মৌর্য ও গুপ্ত বংশ গৌড় গ.খড়গ একডালা ঘ. লক্ষণ সেন নদীয়া
৪৫. বিভিন্ন নদীর মিলিত স্থান হিসেবে সঠিক_
নদীর নাম মিলিত স্থান
ক. পদ্মা-যমুনা শিবালয় (মানিকগঞ্জ) খ. হালদা-কর্ণফুলী বগুড়া গ. রূপসা-ভৈরব খুলনা ঘ. ব্রহ্মপুত্র-তিস্তা চিলমারী, কুড়িগ্রাম
৪৬. ১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ক. শকুন্তলা খ. বর্ণ পরিচয় গ. সীতার বনবাস ঘ. ভ্রান্তিবিলাস
৪৭. প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে?
ক. থানা শিক্ষা কর্মকর্তা খ. জেলা শিক্ষা কর্মকর্তা গ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘ. শিক্ষা মন্ত্রণালয়
৪৮. নিচের কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল?
ক. তিনবিঘা করিডর খ. দহগ্রাম গ. জাফলং ঘ. রৌমারী
৪৯. কোনটি ভুল?
মহাকাব্য রচয়িতা
ক. স্পেন বিজয় -সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী খ. মহাভারত -বাল্মীকি গ. প্রভাস -নবীনচন্দ্র সেন ঘ. পৃথ্বীরাজ- যোগীন্দ্রনাথ বসু
৫০. কোনটি সঠিক?
নাম উপাধি
ক. মালাধার বসু -গুনরাজ খান
খ. মুকুন্দরাম দাস -স্বভাব কবি
গ. শ্রীকর নন্দী -সিথিলার কবি
ঘ. যতীন্দ্রনাথ বাগচি -অনল প্রবাহের কবি
৫১. বাংলাদেশ সংবিধানের কত ধারায় ন্যায়পাল নিয়োগের কথা উল্লেখ আছে?
ক. ৫১ খ. ৪৪ গ. ৭২ ঘ. ৭৭
৫২. শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্যটির নাম_
ক. রূপসী বাংলা খ. শাবাশ বালাদেশ গ. অপরাজেয় বাংলা ঘ. বিজয় বাংলা
৫৩. বিখ্যাত স্থাপনাগুলো নিয়ে মিথ্যা_
স্থান অবস্থান
ক. ধর্মসাগর দিঘি টাঙ্গাইল খ. আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল গ. ধনবাড়ি মসজিদ টাঙ্গাইল ঘ. নবরত্ন ওসমানী উদ্যান
৫৪. সতীদাহ প্রথা বাতিল হয়_
ক. ১৯৪০ খ. ১৮২২ গ. ১৮২৯ ঘ. ১৮৫১
৫৫. 'এডাম স্মিথ' সম্পর্কে সত্য_
ক. শ্রম বিভাজন নীতি দেন
খ. অর্থনীতির জনক বলা হয়
গ. লেইস ফেয়ার নীতি দেন
ঘ. সবগুলো সত্য
৫৬. কোনটি মিথ্যা_
নাম ছদ্মনাম
ক. স্বামী কালীকানন্দ অব ধূত
খ. সমরেশ বসু কালকূট
গ. মীর মশাররফ হোসেন দৃষ্টিহীন
ঘ. শেখ আজিজুর রহমান শওকত ওসমান
৫৭. মোজাম্মেল হককে বলা হয়_
ক. শান্তিপুরের কবি খ. জাতীয় মঙ্গলের কবি গ. ক+খ ঘ. ক্লাসিক কবি
৫৮. কোনটি মিথ্যা_
বই লেখক
ক. মানুষের মানচিত্র রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ. কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. মায়া কাজল জসীম উদ্দীন
ঘ. জননী শওকত ওসমান
৫৯. বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ_
ক. বেদান্ত খ. কপাল কুণ্ডলা গ. কথোপকথন ঘ. দিকদর্শন
৬০. নিচের কোন ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা হয়?
ক. সৈয়দ আলী আহসান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
৬১. সৈয়দ মুজতবা আলী যে ছদ্মনামে লিখতেন_
ক. সত্যপীর
খ. রায়পিথৌরা
গ. টেকচাঁদ
ঘ. সিতারা
৬২. র্যাব কত সালে স্বাধীনতা পুরস্কার পায়?
ক. ২০০৮ খ. ২০১০ গ. ২০১১ ঘ. ২০০৬
৬৩. নজরুল চত্বর কোথায় অবস্থিত_
ক. পশ্চিমবঙ্গ খ. আসানসোল গ. ময়মনসিংহ ঘ. বাংলা একাডেমী
৬৪. পাল বংশ বাংলায় কত বছর রাজত্ব করে?
ক. ১২০০ বছর খ. ৫০০ বছর গ. ৪০০ বছর ঘ. ২০০ বছর
৬৫. এসো হে বৈশাখ_ গানটির রচয়িতা_
ক. সম্রাট আকবর খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. ওস্তাদ আলাউদ্দিন খাঁ ঘ. ফেরদৌসী রহমান
৬৬. 'অশনি সংকেত' চলচ্চিত্রের নায়িকা ববিতার আসল নাম কি?
ক. ফরিদা পারভিন খ. বনানী চৌধুরী গ. ফরিদা আক্তার ঘ. পিয়েরী বেগম
৬৭. বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র_
ক. চিত্রা নদীর পাড়ে খ. আলী বাবা চলি্লশ চোর গ. মুখ ও মুখোশ ঘ. বাদশা
৬৮. কোনটি মিথ্যা?
পঞ্জিকা প্রকাশকাল
ক. দিকদর্শন ১৭৮০ খ. ঝলক ১৮৮৫ গ. তত্ত্ববোধিনী ১৮৪৩ ঘ. ধূমকেতু ১৯২২
৬৯. কোনটি মিথ্যা?
অঞ্চল নৃত্য
ক. যশোর বল খ. খুলনা ধূপ গ. সিলেট মণিপুরী ঘ. ফরিদপুর ঝুমুর
৭০. বাংলা পিডিয়া (বিশ্বকোষ) প্রকল্পের পরিচালক_
ক. অধ্যাপক জোবায়েদা আরা গুলশান খ. ড. সিরাজুল ইসলাম গ. মাহবুবুল আলম চৌধুরী ঘ. রিপ্টি চিন্টনিশ
৭১. 'পুতুল নাচের ইতিকথা' কার উপন্যাস?
ক. এয়াকুব আলী চৌধুরী
খ. বেগম রোকেয়া
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. মোতাহের হোসেন
৭২. কোনটি কাজী নজরুলের কাব্যগন্থ নয়_
ক. ছায়ানট খ. ঝিঙে ফুল গ. প্রলয় শিখা ঘ. হোম শিখা
৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে কোন গ্রন্থ উৎসর্গ করেছেন_
ক. বসন্ত, গীতিনাট্য খ. শেষের কবিতা, উপন্যাস গ. নেমেসিস, কাব্যগ্রন্থ ঘ. বিসর্জন, নাটক
৭৪. কোন ভাষাবিদকে পাকিস্তান সরকার 'প্রাইড অব পারফরম্যান্স' নামের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে?
ক. রামমোহন রায় খ. ড. সুকুমার সেন গ. ড, মুহম্মদ শহীদুল্লাহ ঘ. আবুল ফজল
৭৫. 'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক. মৃত্যুক্ষুধা খ. আলালের ঘরের দুলাল গ, হাজার বছর ধরে ঘ. জোহরা
৭৬. প্রস্তাবিত মগবাজার-মৌচাক-ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
ক. ৮.২৫ মি. খ. ৬.২৫ মি. গ. ৮.২৫ কি. মি. ঘ. ৫.৭৫ কি. মি.
৭৭. ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের জার্সির ডিজাইন করেন কে?
ক. হাবীবুল্লাহ আল ইমরান খ. আল আসাদ মীর গ. কাজী হামিদুল হক ঘ. মীর সোহরাব হোসেন
৭৮. 'ব্রি-৫৫' হচ্ছে উচ্চ ফলনশীল_
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. পাট
৭৯. কোনটি সঠিক?
উপজাতি অবস্থান
ক. চাকমা জৈয়ন্তিকা পাহাড় খ. কুকি রাঙামাটি গ. রাজবংশী রাজশাহী ঘ. ত্রিপুরা শেরপুর
৮০. বাংলাদেশে কিশোরী অপরাধ কেন্দ্র কোথায়?
ক. টঙ্গী খ. উত্তরা গ. কোনাবাড়ী ঘ. কোনোটিই নয়
৮১. বাংলাদেশ সর্বপ্রথম কত সালে অলিম্পিক গেমসে অংশ নেয়?
ক. ১৯৭৩ খ, ১৯৮৪ গ. ১৯৭৯ ঘ. ১৯৮৬
৮২. বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
ক. ভিটামিন-এ খ. ভিটামিন ই গ. ভিটামিন-বি ঘ. কোনো ভিটামিন থাকে না
৮৩. বাংলাদেশের কোন জেলায় 'বাথান' রয়েছে?
ক. পাবনা খ. রাজশাহী গ. কুষ্টিয়া ঘ. সিরাজগঞ্জ
৮৪. কোন তথ্যটি অসামঞ্জস্যপূর্ণ _(পানি শোধনাগারের জন্য)
অবস্থান নির্মাণকাল
ক. চাঁদনী ১৮৭৫ খ. সোনাকান্দা ১৯২৯ গ. গোদানাইল ১৯৮৯ ঘ. সায়েদাবাদ ২০০২
৮৫. বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা_
ক. যমুনা সার কারখানা খ. কাফকো গ. জিয়া সার কারখানা ঘ. কোনোটিই নয়
৮৬. বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা কোথায়?
ক. নরসিংদী খ. গাজীপুর গ. পতেঙ্গা, চট্টগ্রাম ঘ. পাকশী, পাবনা
৮৭. EPZ নিয়ে মিথ্যা?
ক. ১ম- চট্টগ্রাম EPZ খ. ২য়- ঢাকা EPZ গ. ৪র্থ- কুমিল্লা EPZ ঘ. ৭ম- উত্তরা EPZ
৮৮. বাংলাদেশে ডেঙ্গু জ্বরের একমাত্র চিকিৎসা কেন্দ্র_
ক. ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল খ. মিটফোর্ড হাসপাতাল গ. বারডেম হাসপাতাল ঘ. ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল
৮৯. ভৌগলিক উপনামের ক্ষেত্রে ভুল?
ক. খাগড়াছড়ির দুঃখন খরস্রোতা চেঙ্গী খ. বাংলার শস্য ভাণ্ডারন বরিশাল গ. বাংলার ভেনিসন বরিশাল
ঘ. সাগরকন্যা বলা হয় পঞ্চগড় জেলা
৯০. কোনটি মিথ্যা?
বর্তমান নাম পুরাতন নাম
ক. কুষ্টিয়া নদীয়া খ. যশোর খলিফাবাদ গ. ভোলা শাহবাজপুর ঘ. কক্সবাজার পালকিং
৯১. কুলাউড়া পাহাড়ে কী পাওয়া গেছে?
ক. চীনামাটি খ. কয়লা গ. লালমাটি ঘ. ইউরেনিয়াম
৯২. গণপরিষদে, হস্তলিখিত সংবিধানে সদস্যরা স্বাক্ষর করেন কবে?
ক. ১২ অক্টোবর, ১৯৭২ খ. ১০ এপ্রিল, ১৯৭২ গ. ৪ নভেম্বর, ১৯৭২ ঘ. ১৪ ডিসেম্বর, ১৯৭২
৯৮. ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবি_
ক. গঙ্গাযাত্রা খ. মনপুরা গ. বৃত্তির বাইরে ঘ. চাঁদের মতো বউ
৯৯. সার্কভুক্ত কোন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি?
ক. ভারত খ. পাকিস্তান গ. শ্রীলঙ্কা ঘ. নেপাল
১০০. বাংলাদেশের ১ম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নাম_
ক. বঙ্গবন্ধু শেখ মুজিব টেক্সটাইল বিশ্ববিদ্যালয় খ. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
গ. শেখ ফজিলাতুন্নেছা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
ঘ. শহীদ জিয়াউর রহমান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
উত্তরমালা : ৩২.গ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭. ঘ ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ ৪১.খ ৪২.ক ৪৩.খ ৪৪.গ ৪৫.খ ৪৬. খ ৪৭. ক ৪৮.খ ৪৯. খ ৫০.ক ৫১.ঘ ৫২. গ ৫৩. ঘ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.ঘ ৫৭.গ ৫৮.গ উ: (সুফিয়া কামাল) ৫৯.ক ৬০.ক ৬১. কখগ (ঘ-ডাকনাম) ৬২.ঘ ৬৩.ঘ ৬৪.গ ৬৫.খ ৬৬.গ ৬৭.গ ৬৮.ক (উ:১৮১৮) ৬৯.ঘ ৭০.খ ৭১.গ ৭২.ঘ ৭৩.ক ৭৪.গ ৭৫.খ ৭৬.গ ৭৭.ক ৭৮.ক ৭৯.খ ৮০.গ ৮১.খ ৮২.গ ৮৩.ক ঘ ৮৪.ক ৮৫.খ ৮৬. খ ৮৭. ঘ ৮৮. ঘ ৮৯. ঘ (উ: পটুয়াখালী) ৯০.খ (উ: খলিফাবাদ) ৯১.ঘ ৯২.ঘ ৯৩.ক খ গ (অপসারণ) ৯৪.খ ৯৫.গ ৯৬.ক ৯৭.ক ৯৮.খ ৯৯.ক ১০০.খ।