Topic: চিপ কার্ডে এইডস নির্ণয়!
ছোট ক্রেডিট কার্ড আকৃতির একটি চিপ ব্যবহার করে ক্ষণিকের মধ্যেই জানা যাবে ভয়াবহ ব্যাধি এইডসের খবর। ১৫ মিনিটেরও কম সময়ে 'এমচিপ' নামের এ ডিভাইসটি এইচআইভি সংক্রমণের শতভাগ নিখুঁত ফলাফল দিতে পারে।
'এমচিপ' নামের এ ডিভাইসটি উন্নয়নশীল দেশগুলোতে ইতোমধ্যে ব্যবহার শুরু হয়েছে। এ চিপ ব্যবহারে শতভাগ সাফল্য এসেছে আফ্রিকার দেশ রুয়ান্ডায়। এটি উদ্ভাবন করেছিলেন ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার গবেষকরা। প্লাস্টিকের তৈরি ডিভাইসটির দাম মাত্রই ১ ডলার। ডিভাইসটিতে কেবল এক ফোঁটা রক্ত পড়লে এমচিপে থাকা অপটিক সেটাকে বিশ্লেষণ করে ফলাফল জানিয়ে দিতে পারে। এ চিপটিতে রয়েছে ১০টি শনাক্তকরণ এলাকা। রক্ত যখন এসব এলাকায় প্রবেশ করে তখন এইচআইভি বা সিফিলিস রোগ আক্রান্ত হলে এটির রং বদলে যাবে। এক্ষেত্রে ফলাফল পাওয়া যাবে মাত্র ১৫ মিনিটে। চিপটির ফলাফল জানতে কেবল রংগুলোর পরিবর্তন খেয়াল করলেই চলবে। এই পদ্ধতি অনেকটাই গর্ভধারণ নির্ণয় করার মতো। এতেও যদি ফলাফল বুঝতে সমস্যা হয় তবে বিকল্প হিসেবে গবেষকরা আরও একটি 'ল্যাব' নামের শনাক্তকারী যন্ত্র তৈরি করেছেন। এটিই ফলাফল জানিয়ে দেবে।
সূত্র : বিডিনিউজটোয়েন্টিফোরডটকম