Topic: বই

আজকের পৃথিবীর সবচেয়ে দামী জিনিসটা বই,
শিক্ষার গাছে ওঠার জন্য দরকার এই মই।

বই মানুষকে জ্ঞান দান করে ঘুচায় অজ্ঞানতা,
বই মানুষের প্রকৃত বন্ধু, করেনা সে শত্রুতা।

হাসাতেও পারে, কাঁদাতেও পারে – এটাই বইয়ের গুণ,
শিক্ষিত জাতি নির্মিত হয় বই পড়ার দরুন।

বই মানুষের আচার-বিচার পরিবর্তন করে,
বই মানুষকে কত কিছু বলে দেয় নির্বাক স্বরে।

তার কারণেই পিপাসু মানুষ জ্ঞানের রাজ্যে ঢোকে,
নিজের মনকে বোঝার জন্য বই পড়ে জ্ঞানী লোকে।

তার পৃষ্ঠায় লেখা থাকে কত রকম অজানা কথা,
মানুষের যত চাওয়া-পাওয়া-সুখ-স্বপ্ন-দুঃখ-ব্যাথা।

তার ছোঁয়ায় এ দেহে প্রাণ আসে, পড়লে প্রাণ জুড়ায়,
“বই পড়া” তাই অবসর শখ হিসেবেও নেয়া যায়।

বই কিনে কিনে জমা করলেই হয়ে যাবে নাকো জ্ঞানী,
ধার করে বই পড়লেও পাবে গুপ্তধনের খনি।

বই তো রয়েছে নানান বিষয়ে, বিভিন্ন তার নাম,
টাকার মূল্যে যায় না তো মাপা বইয়ের প্রকৃত দাম।

“যে বই পড়ে, সে কখনো ঠকে না” – ইহা প্রমানিত সত্য,
আসুন তাহলে বই পড়া হোক মোদের জীবন ব্রত।।



Re: বই

''বই পড়ে কেউ দেউলিয়া হয় না''- প্রমথ চৌধুরী।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: বই

অনেক সুন্দর ,তবে বই পড়ে যে মানুষ মারা যাই এমন বইয়ের প্রসঙ্গ আসা দরকার ছিল।



Re: বই

সুমন পাল wrote:

অনেক সুন্দর ,তবে বই পড়ে যে মানুষ মারা যাই এমন বইয়ের প্রসঙ্গ আসা দরকার ছিল।

বই পড়তে পড়তে মারা যাওয়ার দশা !! rolling eyes