Topic: নতুন ভার্চুয়াল কিবোর্ড

সম্প্রতি টেক জায়ান্ট ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল কিবোর্ডের পেটেন্ট পেতে আবেদন করেছে। জানা গেছে, আইবিএম আবেদনকৃত এই ভার্চুয়াল কিবোর্ডটি সাধারণ কিবোর্ডের চেয়ে অনেকদিক থেকেই আলাদা। খবর গিজম্যাগ-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইবিএম-এর ভার্চুয়াল কিবোর্ডটির ইন্টারফেস স্বয়ংক্রিয়ভাবে আকার বদল করতে পারবে এবং ব্যবহারকারীর কিবোর্ড ব্যবহারের ধরন অনুসারে নিজেই প্রয়োজনীয় কি গুলো যথাস্থানে বসিয়ে নেবে।

http://i.imgur.com/B0ncH.jpg

ভার্চুয়াল কিবোর্ডের পেটেন্টের ক্ষেত্রে ইতোমধ্যে লিকুইড কিবোর্ড এবং মাইক্রোসফট মাল্টিটাচ কিবোর্ড পেটেন্ট-এর আবেদন করা হয়েছে। তবে, এগুলো অনেকটাই পরিচিত কোয়ার্টি কিবোর্ডের মতো। আইবিএম-এর আবেদনকৃত সাম্প্রতিক পেটেন্টটিতে দাবি করা হয়েছে এ কিবোর্ডটি ব্যবহারকারীর আঙ্গুলের আকার, দৈর্ঘ্য এবং গতির সঙ্গে মানিয়ে নিয়ে স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: নতুন ভার্চুয়াল কিবোর্ড

এটাই তো চাই।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: নতুন ভার্চুয়াল কিবোর্ড

ব্যবহারকারীর কিবোর্ড ব্যবহারের ধরন অনুসারে নিজেই প্রয়োজনীয় কি গুলো যথাস্থানে বসিয়ে নেবে।

এটা করলে তো অনেক প্রবলেম !! আরেকজনের পিসি টে টাইপ করতে বসলে মহা গ্যাঞ্জাম লাগবে!!