Topic: দীর্ঘদিনপর সামিনা চৌধুরী
অনকদিন ধরেই সামিনা চৌধুরীর নতুন কোনো গান রিলিজ হচ্ছে না। এরই মধ্যে শিল্পীর নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি নিজের সন্তানদের দেখাশোনা করছেন নিয়মিত। চ্যানেল আইতে ‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানটির প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি। এর পাশাপাশি সম্প্রতি পার্থ বড়ুয়ার সাথে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। অডিও বাজারের এই মন্দা অবস্থার কারণে অনেকটা অভিমান করেই অ্যালবাম করছেন না বলে তিনি জানান।
সামিনা চৌধুরী বলেন, ‘নিয়মিত স্টেজ শো-তে গাইছি। আর ক্ষুদে গানরাজের কারণে বাচ্চাদের সাথে এত সময় কাটে যে ওদেরকে গ্রুমিং করতেই সময় চলে যায়। এরপরও বিচ্ছিন্নভাবে বেশ কিছু অ্যালবামের কাজ করেছি। আশা করি আমার এই অ্যালবামগুলো খুব শিগগিরই বাজারে মুক্তি পাবে।’