Topic: অ্যাপল পণ্যের নতুন দোকান

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল-৬-এ চালু হয়েছে ‘অ্যাপল পয়েন্ট অব সেল সেন্টার’। অ্যাপলের পুনর্বিকেত্রা অ্যালোহা আইশপ এটি চালু করেছে। এখানে ক্রেতারা আইপড, ম্যাকবুক প্রোসহ অ্যাপলের পণ্য কিনতে পারবেন এবং খুচরা যন্ত্রাংশসহ বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন।

সুত্র

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books