Topic: মাইক্রো কৌতুক,কিস্তি-১।
১। বাবা: স্কুলে তোমার কেমন চলছে, খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে: আচ্ছা বাবা, মাঝেমধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি, অফিস তোমার কেমন হচ্ছে?
(পোলাপানরা টেকনিক শিখে রাখো )
২। —কিছু পান করবেন?
—না, ধন্যবাদ।
—চা?
—না, চা খাই না।
—কফি?
—কফিও খাই না।
—সোডাসহ হুইস্কি?
—সোডা খাই না।
(হালায় দেখি বহুত ধান্দাবাজ )
৩। পিচ্চি বিল্লু খুবই ফাঁকিবাজ। প্রায়ই দেরি করে স্কুলে যায় আর এজন্য নিত্যনতুন অজুহাতও তার তৈরিই থাকে! তো, একদিন দেরি করে ক্লাসে যাওয়ার পরে স্যার জিজ্ঞাসা করলেন, বিল্লু , এতো দেরি হলো কেনো?
পিচ্চি বিল্লু : আর বলবেন না স্যার! রাস্তা আজকে এতো পিচ্ছিল ছিলো যে, এক পা এগুলে ২ পা পিছিয়ে যাই এমন অবস্থা তো এ অবস্থায় পড়লে দেরি তো একটু হবেই।
স্যার: এই অবস্থা হলে তো তোমার আজকে স্কুলেই পৌঁছানোর কথা না! স্কুলে আসলে কিভাবে?
পিচ্চি বিল্লু : কেনো স্যার! স্কুলের দিকে পিছন ফিরে হেঁটে হেঁটে এলাম যে!
(পুরা ডিজুস পোলা )
৪। ২ মাতাল মদ খেয়ে গল্প করছে,এই সময় উপর দিয়ে একটি প্লেন উড়ে গেলো-
১ম মাতাল- দোস্ত বলতো এত্ত বড় বিমান রঙ করে কেমনে?
২য় মাতাল-কিছুক্ষণ চিন্তা করে,আরে গাধা এটাও বুঝলি না,বিমান যখন আকাশে উঠে ছোট হয়ে যায় তখন রঙ করে।
(খাইছে রে এতো দেখি বুদ্ধির ঢেকি !! )
৫।শিক্ষক : তোমার বাম চোখে কি হয়েছে?
ছাত্র : কিছু হয়নি স্যার।
শিক্ষক : তবে খামাখা বেঁধে রেখেছ কেন?
ছাত্র : স্যার, আপনি না বলেছেন, ছোট-বড় সবাইকে এক চোখে দেখতে। তাই...
(টাশকিত হইলাম !! )