Topic: এবার সিলেটে পেঙ্গুইন মেলা (১৫-জুলাই-২০১১)

পাইরেসির কালিমামুক্ত দেশ গড়ার লক্ষ্যে লিনাক্স ও ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ) এর আয়োজনে ও সিলেটের মেট্রোপলিটান ইউনিভার্সিটির সহযোগীতায় লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যার ও সেবাসমূহ নিয়ে জনসচেতনতামূলক আয়োজন ''পেঙ্গুইন মেলা - ২০১১'' অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জুলাই ২০১১ইং, শুক্রবারে।

'পেঙ্গুইন মেলা - ২০১১'র সিলেট বিভাগীয় এ আয়োজন অনুষ্ঠিত হবে সিলেটের জিন্দাবাজারে (আলহামরা) অবস্থিত মেট্রোপলিটান ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে। উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আরো রয়েছে আগত দর্শকদের সাথে মতামত বিনিময় ও আলোচনার সুযোগ। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি সংগ্রহ করা যাবে। এছাড়া ইউএসবি মেমরি কার্ডেও লিনাক্সের সিডির সফটকপি সংগ্রহ করা যাবে। ২০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে অনুষ্ঠানের দিন উক্ত স্থানেই রেজিষ্ট্রেশন করার মাধ্যমে আগ্রহী যে কেউই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
====

অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" সিলেট বিভাগ

আয়োজকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

সহযোগীতায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়, জিন্দাবাজার, সিলেট

তারিখ ও সময়ঃ ১৫ই জুলাই ২০১১, রোজ শুক্রবার। বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট

আয়োজন স্থলঃ মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষ, জিন্দাবাজার, সিলেট

অনুষ্ঠানের বিস্তারিত সূচীঃ

লিনাক্স পরিচিতি, ইনস্টলেশন ও ব্যবহার
   (বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যে ৫:০০ মিনিট)
    => লিনাক্স পরিচিতি                                            -- ৩০ মিনিট               
    => লিনাক্স মিন্ট পরিচিতি                                      -- ৩০ মিনিট
    => লিনাক্স মিন্ট ইন্সটল ও কনফিগার করা                -- ৩০ মিনিট
   
চা-বিরতি                                                              -- ৩০ মিনিট

সমস্যা সমাধান
   (বিকাল ৫:৩০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট)
    => দর্শকের অংশগ্রহনে আলোচনা                            -- ৩০ মিনিট
    => প্রশ্নোত্তর ও বিভিন্ন সমস্যার সমাধান                     -- ৩০ মিনিট

===

দেখা হবে সিলেটে।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: এবার সিলেটে পেঙ্গুইন মেলা (১৫-জুলাই-২০১১)

অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই খবরটা শেয়ার করায়  happy


সিলেট বিভাগের পেঙ্গুইন মেলা আয়োজনের খবর বিভিন্ন দৈনিক পত্রিকা সমূহেঃ
আমাদের সময়,
যুগান্তর,
কালের কন্ঠ,

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: এবার সিলেটে পেঙ্গুইন মেলা (১৫-জুলাই-২০১১)

কি বেপার ইলিয়াস ভাই, ঢাকার প্রোগ্রামে তো আপনাকে দেখা যাই নি।  nerd

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books