Topic: বিনা মূল্যের ৫ ডাউনলোড ম্যানেজার
ফ্লাশগেট
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার [আইডিএম] এবং ডাউনলোড এঙ্লোরেটর প্লাসসহ [ডিএপি] সব প্রিমিয়াম ডাউনলোড ম্যানেজারের সুবিধা পাওয়া যায় ফ্লাশগেট সফটওয়্যরাটিতে। এটি সিস্টেম রিসোর্সের ওপর তেমন কোনো প্রভাব ফেলে না, প্রতিটা ডাউনলোড শেষে অ্যান্টিভাইরাস দিয়ে ফাইলটি পরীক্ষা করে নেয়, তাতে ভাইরাস আছে কি না। এতে রয়েছে দ্রুতগতির ডাউনলোড, রয়েছে ডাউনলোড রিজিউম করার সুবিধাও। এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও বেশ চমৎকার। www.flashget.com/en/download.htm ঠিকানা থেকে এটি ডাউনলোড করা যাবে।
উইনগেট ডাউনলোড ম্যানেজার
ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোডে রিজিউমসহ অন্যান্য সুবিধা পাওয়ার জন্য কম্পিউটারে ডাউনলোড ম্যানেজার ইনস্টল করে নিতে হয়। তবে যেসব কম্পিউটারে অ্যাডমিন অ্যাঙ্সে থাকে না সে ক্ষেত্রে ওই ব্যবহারকারী কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন না। সাইবার ক্যাফের মতো স্থানে সাধারণত ডাউনলোড ম্যানেজারের ইনস্টল করা থাকে না। এ ক্ষেত্রে সমাধান হচ্ছে পোর্টেবল সফটওয়্যার। ডাউনলোড ম্যানেজারের ক্ষেত্রে পোর্টেবল ডাউনলোড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে। কিন্তু আপনি যদি পোর্টেবল ডউনলোড ম্যানেজার ব্যবহার করেন, তাহলে ফ্লাশ ডিস্ক থেকে সরাসরি তা চলাতে পারবেন। 'উইনগেট ডাউনলোড ম্যানেজার' নামে একটি ওপেনসোর্স-ভিত্তিক পোর্টেবল ডাউনলোড ম্যানেজার রয়েছে। বিনা মূল্যে এই সফটওয়্যাটি http://sourceforge.net/projects/winwget থেকে ডাউনলোড করা যাবে। এতে অনান্য ডাউনলোড ম্যানেজারের প্রায় সব সুবিধাই আছে। এই সফটওয়্যারটি উইন্ডোজের সব সংস্করণে চলবে।
ফ্রি ডাউনলোড ম্যানেজার
ডাউনলোডের জন্য 'ফ্রি ডাউনলোড ম্যানেজার' একটি শক্তিশালী ওপেন সোর্স সফটওয়্যার। এর প্রধান সুবিধা, এতে ফাইল আপলোড করে অন্য ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করা যায়। এটি দিয়ে সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডও করা যায়। এ ছাড়া অডিও বা ভিডিও ফাইল ডাউনলোড করার আগেই অনলাইনে দেখে নেওয়া এবং তা কনভার্ট করে নেওয়া যাবে এর মাধ্যমে। ওয়েবসাইটও এর মাধ্যমে ডাউনলোড করে রাখা যাবে। ডাউনলোড লিংক সামান্য ভুল থাকলেও এটি ডাউনলোড করতে সক্ষম। অর্থাৎ সার্ভারের ফোল্ডার লোকেশন ঠিক থাকলেই এটি ফাইল ডাউনলোড শুরু করে। www.freedownloadmanager.org ঠিকানা থেকে বিনা মূল্যে এটি ডাউনলোড করা যাবে।
অরবিট ডাউনলোডার
অরবিট ডাউনলোডার বর্তমান সময়ের প্রচলিত ডাউনলোড ম্যানেজারের একটি। HTTP, HTTPS, MMS, FTP এবং RTSP প্রটোকলের প্রায় সব ধরনের ফাইল ডাউনলোডে কাজ করে। এমনকি P2P ফাইল শেয়ারিংয়ের জন্যও এটি ব্যবহার করা যায়। এটা মাল্টিপল কানেকশন স্ট্রিম ব্যবহার করে ডাউনলোড প্রসেসকে দ্রুততর করতে পারে। ওয়েবসাইট থেকে এতে ভিডিও এবং অডিও ফাইল ডাউনলোড করা যায়। ডাউনলোডের সময় .swf কিংবা .ভষাসহ বেশ কয়েকটি ফাইল টাইপ নির্বাচন করে দিতে পারবেন। এটি কম্পিউটারের খুব অল্প পরিমাণ জায়গা দখল করে। এটি র্যাপিডশেয়ারও সমর্থন করে। www.orbitdownloader.com থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
ডাউনলোড এক্সেলোরেটর প্লাস
'ডাউনলোড এক্সলোরেটর প্লাস' ইন্টারনেট 'এক্সপ্লোরার ৯', 'মজিলা ফায়ারফক্স ৪' এবং 'গুগল ক্রোম ১০'সহ প্রায় সব আপডেটেড ব্রাউজার সমর্থন করে। ব্রাউজারের সঙ্গে ইন্ট্রিগেশন করে এতে প্রায় ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সব সুবিধাই পাওয়া যায়। ডাউনলোডের সময় এর গতিও থাকে অনেক বেশি। www.speedbit.com থেকে এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
আরো কিছু ডাউনলোড ম্যানেজার
বিটকমেট (www.bitcomet.com),
ডাউনলোড এক্সপ্রোস (www.metaproducts.com), ডাউনলোড থিম অল (www.downthemall.net),
গেট রাইট (www.getright.com),
গোজিলা (www.gozilla.com),
ফ্রেশ ডাউনলোড ম্যানেজার (www.freshdevices.com),
ইন্টারেসি (www.nolobe.com),
ইন্টারনেট ডাউনলোড এঙ্সেলেটর (www.westbyte.com/ida),
লিচগেট (www.leechget.net),
রিগেট ডিলাক্স (www.reget.com),
নেটঅ্যান্টস (www.netants.com),
স্টার্ট ডাউনলোডার (www.stardownloader.com)
সুত্রঃ কালেরকন্ঠ
Medical Guideline Books