Topic: Rango (2011) Bluray

http://img.doridro.com/files/22435.jpg


পরিচালক : গোর ভারবিনস্কি
ছবির ধরন : অ্যানিমেশন
ছবির দৈর্ঘ্য : ১০৭ মিনিট
কোন দেশের ছবি : যুক্তরাষ্ট্র
কণ্ঠ : জনি ডেপ (র‌্যাঙ্গো), ইজলা ফিশার (বিনস), অ্যালফেড মনিলা (রোডকিল), নেড বেটি (মেয়র জন) প্রমুখ।

র‌্যাঙ্গো একটি পোষা গিরগিটি; অন্য গিরগিটির মতো রংও বদলাতে পারে। একাকী জীবনটা ভালোই কেটে যাচ্ছিল তার। একদিন দুর্ঘটনাক্রমে সে হাজির হয় যুক্তরাষ্ট্রের মোহাভি মরুভূমিতে। কী করবে ভেবে পায় না র‌্যাঙ্গো। এমন সময় দেখা হয়ে যায় রোডকিল নামের এক আর্মাডিলার সঙ্গে। রোডকিল তাকে জানায়, এভাবে পশ্চিমে তার আসার পেছনে বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে। পরের দিন দারুণ এক বিপদের মুখে পড়ে র‌্যাঙ্গো। লাল লেজওয়ালা এক বাজপাখি আক্রমণ করে তাকে। অনেক কষ্টে সে যাত্রায় পার পায় সে। এবার দেখা হয় বিনস নামের এক ইগুয়ানার (গোসাপ জাতীয় বড় বৃক্ষচর সরীসৃপ) সঙ্গে। র‌্যাঙ্গোকে সে নিয়ে যায় পুরনো ওয়েস্টার্ন শহর (যুক্তরাষ্ট্রের পশ্চিমের শহরগুলোকে তাই বলে) ডার্চে। আর এ শহরে থাকে মরুভূমির বিভিন্ন পশু-পাখি। শহরবাসী এখন দারুণ এক সমস্যার মধ্যে আছে। আর সেটা হলো পানি সমস্যা। খাবার পানির উৎস ধীরে ধীরে কমে আসছে। পানি সে শহরে সবচেয়ে দামি বস্তু। আর সে দামি বস্তু রাখা হয় ব্যাংকে, কড়া পাহারার মধ্যে। ডার্ট শহরে পেঁৗছে আবার ঝামেলায় পড়ে র‌্যাঙ্গো। মিথ্যা গল্প বলতে গিয়ে দাগি আসামি ব্যাড বিলের সঙ্গে বন্দুকযুদ্ধে নামতে হয়। পিস্তল চালনায় অজ্ঞ র‌্যাঙ্গো বুঝতে পারে, এবার তাকে গুলি খেয়েই মরতে হবে। কিন্তু গোলাগুলি শুরু হওয়ার আগেই হাজির সেই বাজপাখিটা। ব্যাড বিল তো আগেই পালাল। র‌্যাঙ্গোও প্রাণ ভয়ে ছুটল। ছোটাছুটির এক ফাঁকে তার পিস্তলের গুলিতে দুর্ঘটনাক্রমে মারা পড়ে বাজপাখিটা। শহরের সবাই মনে করে, র‌্যাঙ্গোর গুলিতেই বোধ হয় মারা গেছে পাখিটা। এই সাহসী কাজের জন্য শহরের মেয়র কচ্ছপ জন তাকে বানিয়ে দেয় শেরিফ (একাংশের পুলিশ বলতে পার)। সেই রাতেই ব্যাংকে রাখা পানিটুকু চুরি করতে আসে একদল ছুঁচো। ঘুষের বিনিময়ে র‌্যাঙ্গো তাদের জানিয়ে দেয়, কোথায় পানি লুকিয়ে রাখা হয়েছে।
পরের দিন সকালে শহরবাসী জানতে পারে, চুরি গেছে তাদের মহামূল্যবান পানি। সবাই র‌্যাঙ্গোর কাছে জানতে চায়, এবার তারা কী করবে? উত্তরে সে জানায়, যেভাবেই হোক উদ্ধার করা হবে চুরি হওয়া পানি। এ জন্য বাছাই করা একদল শহরবাসী নিয়ে র‌্যাঙ্গো বের হয় অপরাধীদের ধরতে। উঁচু-নিচু পাহাড় পেরিয়ে, মরুভূমি পেরিয়ে অবশেষে অপরাধীদের দেখা পায় র‌্যাঙ্গোর দল। সার্কার্স দলের ছদ্মবেশ নিয়ে অপরাধীদের গ্রেপ্তার করতে যায় তারা। কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল বড় রকমের বিস্ময়। কেননা ছুঁচোদের বিশাল দল হঠাৎ তাদের ঘিরে ফেলে। এ অবস্থায়ই র‌্যাঙ্গো ও বিন চুরি করা পানি নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে শত শত ছুঁচো। বেঁধে যায় ধুন্ধুমার লড়াই। একবার মনে হয়, ছুঁচোদের জিত হচ্ছে আবার মনে হয়, জিত র‌্যাঙ্গোদেরই হবে। শেষ পর্যন্ত ছুঁচোদেরই হার মানতে হয়। কিন্তু যা নিয়ে এত ঝামেলা, সেই পানি দেখতে পায় না র‌্যাঙ্গোরা। ছুঁচোরা জানায়, তাদের আগেই অন্য কেউ পানি চুরি করেছে। তারা ভুল করে শুধু পানির পাত্রটি নিয়ে এসেছে। ভাঙা মন নিয়ে ডার্চ শহরে ফিরে আসে র‌্যাঙ্গো বাহিনী। এ পরিস্থিতির জন্য র‌্যাঙ্গো এবার সন্দেহ করে বসে স্বয়ং মেয়রকে। আর সেটা মেয়রও বুঝতে পারে। তাই সে র‌্যাঙ্গোকে শায়েস্তা করতে ডেকে পাঠায় ভয়ংকর বন্দুকবাজ র‌্যাটেল স্নেক (মরুভূমির সাপ) জেককে। সে শহরে এসে বুঝতে পারে, র‌্যাঙ্গো এত দিন নিজের সম্পর্কে যা বলেছে সব মিথ্যা কথা। র‌্যাঙ্গো ভয়ংকর কোনো বন্দুকবাজ নয়। সাধারণ এক গিরগিটি মাত্র। তাকে অপমান করে শহর থেকে তাড়িয়ে দেয় জেক।
অপমানিত র‌্যাঙ্গোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় পশ্চিমের আত্মার। সে র‌্যাঙ্গোকে বোঝায়, 'নিজের গল্প থেকে কেউ পালিয়ে যেতে পারে না। নিজেকে ভুল প্রমাণিত করতে র‌্যাঙ্গোকেই শেষ চেষ্টা করতে হবে।' পশ্চিমের আত্মার কথামতো সে এক সিদ্ধান্ত নেয়। কী সেই সিদ্ধান্ত? তা আর বলছি না। তাহলে ছবি দেখার মজাটা থাকল কোথায়!


Download:
http://www.mediafire.com/?ck6ico64gyf01l9
http://www.mediafire.com/?wavuhcbh1u761ty
http://www.mediafire.com/?pzpmt18g562h352
http://www.mediafire.com/?tlyfs285lj23pox

Filesonic link

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: Rango (2011) Bluray

গতকাল পড়া বাদ দিয়ে দেখলাম,চরম মুভি,জনি ডেপের পাইরেটস অব দি ক্যারবিয়ান এর মত ডায়লগ আর সাথে ওয়েস্টার্ন ধাচ,এক কথায় দুর্দান্ত।  thumbs up  thumbs up
ব্যক্তিগত রেটিং:- 8.5/10।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: Rango (2011) Bluray

উপল BD wrote:

গতকাল পড়া বাদ দিয়ে দেখলাম,চরম মুভি,জনি ডেপের পাইরেটস অব দি ক্যারবিয়ান এর মত ডায়লগ আর সাথে ওয়েস্টার্ন ধাচ,এক কথায় দুর্দান্ত।  thumbs up  thumbs up
ব্যক্তিগত রেটিং:- 8.5/10।

একেবারে সহমত। দারুণ একখান মুভি।  party   thumbs up  thumbs up  thumbs up

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: Rango (2011) Bluray

আমি আজ দেখব।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books