Topic: Mozilla Firefox 5 Final এসেছে।

মোজিলা কর্পোরেশন অতি তাড়াতাড়ি তাদের নতুন ভার্শন ৫ (ফাইনাল) নিয়ে এসেছে খুব কম সময়ের ব্যবধানে।
এটা নিয়ে আসার আগে তারা ৭ টি বেটা ভারশন রিলিজ করেছিল। কিন্তু ভার্শন ৪ নিয়ে আসতে তারা ১২ টি বেটা ও ২টি RC রিলিজ করেছিল।

http://img844.imageshack.us/img844/9468/full07537f1d56864b61b47.jpg

মোজিলা চেয়েছিল ২১ জুনের মধ্যে ৫ ফাইনাল রিলিজ করতে, তা তারা পেরেছে। ভার্শন ৫ এ ভার্শন এ ৪ এর GUI  এর কোন রদ-বদল না করে তারা শুধু মাত্র Interface বদলাচ্ছে। খারাপ খবর সব প্লাগিন ৫ এ কাজ করবে না। 

http://img88.imageshack.us/img88/9695/fullac59e807edbf4c739cb.jpg

৫ ভার্শন আগের বেশি Stable And Improvements নিয়ে এসেছে। ডাউনলোড ও আপগ্রেড করতে FTP server থেকে নিয়ে নিন।
Download English version of Firefox 5.0 for Windows

Download English version of Firefox 5.0 for Mac

Download English version of Firefox 5.0 for Linux

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: Mozilla Firefox 5 Final এসেছে।

আমি বেটা গুলো নামাতে নামাতে বিরক্ত। ২ দিন পর পর আপডেট করে। যাক, এবার আসল টা নামাব। thumbs up