Topic: ৪ ব্যতিক্রমী ব্রাউজার!
রিপন রায়হান
কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য সংযোগের পাশাপাশি ব্রাউজার সফটওয়্যার থাকাও জরুরি। কোনো সফটওয়্যার ছাড়া ওয়েবসাইট দেখা সম্ভব নয়। এটি বেশ সহজলভ্য সফটওয়্যার। সাধারণত অপারেটিং সিস্টেমের সঙ্গে 'ডিফল্ট' একটি ব্রাউজার থাকে। এ ব্রাউজারে কেউ স্বচ্ছন্দ না হলে ইন্টারনেট থেকে পছন্দসই ব্রাউজার ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। ব্রাউজারগুলোর মধ্যে মজিলা ফায়ারফঙ্, ইন্টারনেট এঙ্প্লোরার, গুগল ক্রোম, সাফারি ও অপেরা রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। খুব বেশি প্রচলিত নয় কিন্তু বিশেষ সুবিধার কারণে আলোচিত এমন কিছু ব্যতিক্রমী ব্রাউজারও ইন্টারনেটে পাওয়া যায়।
শিশুদের জন্য কিডরকেট
বিভিন্ন বিষয়ে জানার জন্য ইন্টারনেটে রয়েছে বিশাল তথ্যভাণ্ডার। শিশুদের জানার মতোও অনেক কিছু আছে ইন্টারনেটে। উন্নত দেশগুলোয় তাই শিশুদের খুব কম বয়স থেকেই ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হয়। ইন্টারনেটের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে তাই তাদের উপযোগী স্বতন্ত্র ইন্টারনেট ব্রাউজারও তৈরি করা হয়েছে! এ ব্রাউজারের নাম 'কিডব্রাউজার'। শিশুদের কাছে যাতে আকর্ষণীয় হয়, সেভাবেই ডিজাইন করা হয়েছে এটি। এতে স্থায়ীভাবে যুক্ত করা হয়েছে বিশেষ 'ড্রয়িং টুলস'। শিশুদের কাছে আকর্ষণীয় ওয়েবসাইটগুলোর বিভিন্ন ফিচারও এতে টুলস আকারে যুক্ত করা হয়েছে। নিকেলোডিওন, পিবিএস কিডস ও বারবির মতো ওয়েবসাইট_যেগুলোর নাম শুনতেই শিশুরা আনন্দে আত্মহারা, সেগুলো পড়া যাবে এসব টুলস থেকেই। শিশুরা যদি ব্রাউজারটি ব্যবহার করতে গিয়ে কোনো বিভাগ বন্ধ করে ফেলতে না পারে, সে জন্য এতে রয়েছে 'লক' অপশন। এর মাধ্যমে একটি মাস্টারপাসওয়ার্ডের মাধ্যমে সেটিংসগুলো নিয়ন্ত্রিত হবে। আপনার শিশুকেও এ ব্রাউজার ইনস্টল করে দিতে পারেন। http://bit.ly/kXaurw ওয়েবসাইট থেকে এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
রকমেল্ট
সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে শেয়ার হওয়া তথ্যের এক-চতুর্থাংশই লিংক। মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিংক শেয়ারিংয়ের পরিমাণ প্রায় ৮০ শতাংশ। ওয়েবসাইট ভিজিট করার সময়ই ব্যবহারকারীরা বেশির ভাগ লিংক শেয়ার করে থাকে। সে হিসেবে জনপ্রিয় ব্রাউজারগুলো একেবারেই সোশ্যাল নেটওয়ার্কিং-বান্ধব নয়। আর এ অসুবিধা দূর করতে সোশ্যাল নেটওয়ার্কিং সহায়ক ব্রাউজার হিসেবে 'রকমেল্ট' বেশ কার্যকর। এতে সোশ্যাল নেটওয়ার্কিং-বান্ধব বেশ কিছু ফিচার রয়েছে। ব্রাউজারটি তৈরি করেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রিসেন হরোউইজ। রকমেল্ট ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতা হবে ঠিক ফেইসবুক ব্যবহারের মতোই। এর সেটিংস, বুকমার্কসগুলোও অনলাইনে সংগৃহীত থাকে। www.rockmelt.com ওয়েবসাইট থেকে ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এটি এইচটিএমএল ৫ এবং সিএসএস ৩ সমর্থন করে।
থান্ডারবার্ড!
ই-মেইল পরীক্ষার জন্যও আলাদা ব্রাউজার রয়েছে! অবশ্য একে ব্রাউজার না বলে কেউ কেউ আবার ই-মেইল ক্লায়েন্টও বলেন। সফটওয়্যারটির বড় সুবিধা এতে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একসঙ্গে একাধিক ই-মেইল লগ-ইন রাখা যায়। মেইলগুলোকে লোকাল ড্রাইভে সংরক্ষণ করেও রাখা যায়। রয়েছে এক ক্লিকে অ্যাড্রেসবুকে মেইল অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা। এর অ্যাটাচমেন্ট রিমাইন্ডার ফিচারটি মেইল লেখার সময় অ্যাটাচমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো শব্দ টাইপ করলে ব্যবহারকারীকে অ্যাটাচমেন্ট যুক্ত করার কথা মনে করিয়ে দেবে। এ ছাড়া দ্রুত কাজের সুবিধার্থে এতে রয়েছে কুইক ফিল্টার টুলবার, ট্যাবস, সার্চ, মেসেজ আর্কাইভ, নিত্যনতুন থিম এবং স্ক্রিনে থান্ডারবার্ডকে সাজানোর সুবিধা।
সফটওয়্যারটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর 'অ্যাড-অন্স' ম্যানেজার। এতে পছন্দসই অ্যাড-অন্স যোগ করে থান্ডারবার্ডকে আরো ব্যবহার উপযোগী করে তোলা যাবে। ফায়ারফঙ্রে মতো থান্ডারবার্ডের জন্যও রয়েছে অসংখ্য প্লাগিন্স। এ ছাড়া রয়েছে জাংক মেইল শনাক্ত করা, রোবাস্ট প্রাইভেসি, ফিশিং প্রটেকশন, অটোমেটিক আপডেটসহ নানা সুবিধা। http://bit.ly/ki1fns থেকে এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
প্রতিবন্ধীদের ব্রাউজার!
প্রযুক্তির অগ্রযাত্রার যুগে প্রতিবন্ধীদের সুবিধার্থে রয়েছে 'ব্রেইলসার্ফ ৪' ব্রাউজার। যারা চোখে দেখতে পারে না বা কম দেখে, তাদের কাজে আসবে ব্রাউজারটি। ব্রাউজারটি ওয়েবের তথ্য একটি টেঙ্ট ফর্মে প্রকাশ করে। এরপর সেটি ব্রেইলবারে প্রদর্শিত হয় অথবা প্রয়োজনীয় যন্ত্রের মাধ্যমে পড়ে দেয়। এ ছাড়া প্রয়োজন অনুসারে এটি প্রয়োজনীয় বার্তাকে টেঙ্টকে উপস্থাপন করে। বিশ্বের কয়েকটি ভাষায় ব্রাউজারটি ব্যবহার করা যায়। ব্রাউজারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে
ব্যবহার করা যায়। প্যারিসের 'পিয়েরে অ্যাট মেরি কুরি' বিশ্ববিদ্যালয়ের একদল ডেভেলপার এটি তৈরি করেছেন। http://bit.ly/jbReOt থেকে ব্রাউজারটি ডাউনলোড করা যাবে।
সুত্রঃ কালেরকন্ঠ
Medical Guideline Books