Topic: "বিদায়"
"বিদায়"
শেষ বিকাল
বিদায় বেলা, এ অবেলাই
দেব তোমাই বলো্?
হৃদয়ে আজ, মরুভুমি সাজ
ফুরিয়েছে অশ্রু জলো।
পুস্প রাগে, হৃদয় বাগে
ফোটেনি কোন গোলাপ
সেখানেও আজ, কাটারি রাজ
বিদায়েরী করুন বিলাপ।
টগর শেফালী, জুই চ্যামেলী
গেছে দূর পর-বাস
শিমুল-বকুল, ব্যাথায় ব্যাকুল
দুঃক্ষ সেখানে একরাশ।
ভেঙ্গে যায় বুক, কেদে উঠে সুখ
যাতনাই পাহাড় সম
শরির নিথর, হৃদয় পাথর
কাদিতে পারিনা মম।
বিদায় বিদায়, তাকাই যেথাই
ধ্বনিত কলরব
থমকিত পবন, চমকিত গগন
করিতে একি জপ।
তবুও বিদায়, বড় নির্দয়
নিতে হবে তাকে মেনে
আজ এ ভবে, তোমারী তরে
গেছি মোরা সবে জেনে।
১২/০২/০৪ইং
উপশহর ৭ সেক্টর,যশোর