Topic: গ্রামীণফোনে মোবাইল ব্যাকআপ
কোনো কারণে মোবাইল ফোন খোয়া গেলে বড় ঝামেলা হলো_এতে সংগৃহীত ফোন নম্বর, ছবি ও শর্ট ম্যাসেজের মতো তথ্যও খোয়া যায়। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য কম্পিউটারে ব্যাকআপ নিয়ে রাখা জরুরি। যাঁরা কম্পিউটারে ব্যাকআপ রাখার ঝামেলায় যেতে চান না তাঁরা অপারেটরের দেওয়া 'তথ্য ব্যাকআপ সেবা' ব্যবহার করতে পারেন।
গ্রামীণফোন গ্রাহকরা মোবাইলের এসএমএস, ফটো, ভিডিও, মিউজিক, ক্যালেন্ডার, ইভেন্ট, টাস্ক ইত্যাদি গ্রামীণফোন সার্ভারে ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন। মোবাইল থেকে তথ্য খোয়া গেলে ব্যাকআপ ফাইলগুলো রিস্টোর করে নেওয়া যায়। মোবাইল ব্যাকআপ চালু করতে backup লিখে গ্রামীণফোনের ৬০০০ নম্বরে ঝগঝ করতে হবে অথবা *১১১*২# ডায়াল করে মোবাইল ব্যাকআপ অপশনে যেতে হবে। এরপর ব্যাকআপ সেবাটি চালু হলে হ্যান্ডসেটের তথ্য গ্রামীণফোনের সার্ভারে আপলোড করতে পারবেন।
এসএমএসেই গ্রামীণফোন থেকে বিস্তারিত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। এজ (EDGE) সক্রিয় হ্যান্ডসেটের ফোন নম্বর, এসএমএস ফটো, ভিডিও, মিউজিক, ইভেন্ট, টাস্ক ইত্যাদি ব্যাকআপ রাখার জন্য মাসিক সাবস্ক্রিপশন চার্জ ৫০ টাকা। আর এজ ব্যতীত অন্য হ্যান্ডসেটের ফোন নম্বর ব্যাকআপ রাখার জন্য মাসিক সাবস্ক্রিপশন চার্জ দিতে হয় ২০ টাকা।
কোন কোন হ্যান্ডসেট মোবাইল ব্যাকআপ সার্ভিসটি সাপোর্ট করে তা webserv.grammenphone.com/ mobilebackup-এ লগইন করে জেনে নেওয়া যাবে।
এ সেবাটি আনসাবস্ক্রাইব করতে unsub লিখে ৬০০০ নম্বরে sms করলেই হবে।
সুত্রঃ কালেরকন্ঠ
Medical Guideline Books