Topic: সেলফোন উপযোগী ফায়ারফক্স অবমুক্ত
মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং-এ এতদিন জনপ্রিয় ছিল অপেরা মিনি। এবার এর সঙ্গে যুক্ত হলো জনপ্রিয় মুক্ত সোর্স ব্রাউজার মজিলা ফায়ারফক্স। নোকিয়া ট্যাবলেট অথবা অন্য যে কোনো ব্রান্ডের Maemo অপারেটিং সিস্টেমে চালিত মোবাইলে ৩০টি ভাষাতে এই ব্রাউজার চলবে। খুব শিগগিরই অন্য ডিভাইসগুলোর জন্য আসবে এই ব্রাউজার। ফায়ারফক্স মোবাইল বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন মোজিলার www.mozilla.com/en-US/m ওয়েবসাইট থেকে।
সূত্র : এখানে