Topic: নিঃশব্দ
নিঃশব্দ
শেষ বিকেল
ইদানিং তোমার মুখটা
ঝাপসা লাগে,
ঘন কুয়াশার মত।
চারদিকে শুধু মরিচিকা ময়
ভেজা ভেজা উড়ন্ত
জলীয় বাষ্প।
যেন.......
ভিজিয়ে দিয়ে যায় সবাঙ্গ
মাকড়শার জালের মত।
ঠিক তেমন__
ভিজে যায়
চেয়ে থাকা পদ্ম
ও আস্তরনে ঢাকা
নরম স্থানটাকে।
মাঝে মাঝে
শৈত প্রবাহ
দুর বনে বাশের পাতা
থর থর কম্পিত
ঝিরি ঝিরি কান্নার শব্দ।
অস্থির এ মন
হাতড়িয়ে চলে
ঘসে পড়া স্মৃতির ফুল
অষ্ট হস্তে,
নীল অক্টোপাসের মত
জংলা কাটবনে।
হঠ্যাৎ-----
কম্পিত ডাহুকের ডাক।
ঘুটঘুটে অন্ধকার স্তব্দ।
টুপটাপ ঘসে পড়া
প্রতিক্ষার পাতা বেয়ে
ঊষ্ণ শিশিরের
নিঃশব্দ।
০৫/০৯/০৫ইং
বারান্দী,যশোর