Topic: মৌ-মিতা
মৌ-মিতা
শেষ বিকেল
জানিনা কোন ষোড়শী তণ্বী
ধরালো হৃদয়ে একি বহ্নি।
স্বপ্নে তাহার লুকোচুরি খেলা
বেদুঈন মনে দিয়ে যায় দোলা।
বদনে তাহার পুষ্পের হাসি
কাকনে বাজে যেন বেনু বাশি।
এলোকেশ যেন কাল বারিবাহ
যতন করিয়া বুনিয়াছে কেহ।
আখিতে তাহার মেঘের কাজল
উত্তরীয় তব মায়ার আচল।
যৌবনে সে নয়া সরসী
দেখিয়া তবু মেটেনা তিয়াসী।
চাহনীতে তাহার যেন অনুক্ষন
কাড়িয়া লয়ে যায় এ তনু মন।
খুলে দিই মম হৃদয় তোরন
ভূলে গিয়ে সব শাসন ত্রাসন।
ছায়া ফেল তব দাও গো ধরা
তোমা ব্যাতিত মম দিশাহারা।
এমন করি বাড়িওনা ব্যাধা
স্বপ্নের রাণী ওগো মৌ-মিতা।
০৫/১২/০৪
বারান্দীপাড়া