Topic: Facebook notification application?!?

Is there any facebook notification application by which i will get update of notification instantly with sound as well as will be able to see news feed.But i dont want to open browser!!

***Snaptu যদি PC -তে use করা যেতো!!!



Re: Facebook notification application?!?

আমি ফায়ারফক্স এর addons   ''FireStatus''  ব্যবহার করি। পুরাটাই আপডেট দেখাই।

http://i.imgur.com/Hn1Ig.png

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: Facebook notification application?!?

dr.shamim wrote:

 ''FireStatus'' 

আজ চালিয়ে দেখবো ক্যামন!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: Facebook notification application?!?

দেখি কেমন লাগে



Re: Facebook notification application?!?

আমি চাচ্ছিলাম যাতে Browser খোলা না লাগে



Re: Facebook notification application?!?

তুমি Digsby ব্যাবহার কর তাহলে। প্রতি মুহুর্তে আপডেট।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: Facebook notification application?!?

মোবাইল নোটিফিকেশন চালু করলে প্রায় সব প্রয়োজনীয় নোটিফিকেশনগুলোই পাওয়া যাবে ।



Re: Facebook notification application?!?

সুজন পাল wrote:

মোবাইল নোটিফিকেশন চালু করলে প্রায় সব প্রয়োজনীয় নোটিফিকেশনগুলোই পাওয়া যাবে ।

পাওয়া যায় কিন্তু খুব বেশি একটা না। কারণ আমিও ব্যবহার করছি তো। তবে গরিবের জন্য এটাও মন্দ না। টাকা লাগে নাতো! আর এর পাশাপাশি অন্য কিছুও ব্যবহার করে দেখতে পারেন। আমার জানা নেই। আপনি অন্য soft এর সন্ধান পেলে জানাবেন।

অনেক ইচ্ছে হয় পাখির মত স্বাধীন হয়ে উড়ে যেতে !!!!!!