Topic: আসছে Harry Potter and the Deathly Hallows - Part 2।
আগামী জুলাই ১৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে Harry Potter and the Deathly Hallows - Part 2।থাকছে আরও একশন,আর থ্রিল।এইবার হ্যারি,রন আর হার্মিয়নি খুজে বের করার চেষ্টা করবে ভল্ডামোরের শেষ horcruxes,তাকে ধ্বংস করার জন্য,কিন্তু টের পেয়ে যায় ভল্ডামোর,শুরু হয় মরণপণ যুদ্ধ।আর তাই এই মুভিটি হচ্ছে- IT ALL ENDS.
ট্রেইলর :-
ট্রেইলর দেখে আমার কাছে দারুন লাগলো,আশা করছি দুর্দান্ত একটা মুভি হবে।