Topic: রিয়ার পর শাজান
রিয়া সেন অধ্যায় শেষ হয়েছে অনেক দিন। একেবারে বিবৃতি দিয়েই রিয়া দুজনের সম্পর্ক চুকে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু ভারতীয় ক্রিকেটার, তাও আবার শ্রীশান্তের মতো সুদর্শন, তিনি তো আর একা থাকতে পারেন না। এবার শ্রীশান্তের জীবনে ক্যাটওয়াক করছেন শাজান পদ্মশ্রী। দুজনের ছোটিসি প্রেম কাহানি এখন মুম্বাইয়ের বাতাসে ভেসে বেড়াচ্ছে। আইপিএলের ম্যাচে উপস্থিত হচ্ছেন শাজান। ম্যাচের পর দুজন লং ড্রাইভে হারিয়েও যাচ্ছেন। আবার ডিস্কো ক্লাবের আলো-আঁধারিতে ঘনিষ্ঠ হয়ে একে-অপরকে আবিষ্কারে মত্ত হতেও দেখা যাচ্ছে দুজনকে। তবে বরাবরের মতো শাজানের বক্তব্য, 'আমি এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তা ছাড়া আমরা দুজন ভালো বন্ধু। আর যথারীতি শ্রীশান্ত মুখে কুলুপ এঁটে বসে আছেন।
সূত্র