Topic: রাজশাহী মেডিকাল কলেজ অডিটরিয়াম এ মেয়র নাট্য উত্সব
রাজশাহী মেডিকাল কলেজ অডিটরিয়াম এ মেয়র নাট্য উত্সব
১৫ থেকে ২২ তারিখ পর্যন্ত চলছে "মেয়র নাট্য উত্সব ২০১১"
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ও রাজশাহী সিটি কার্পোরেশন এর উদ্যোগে প্রতিদিন সন্ধা ৭:০০ টাই নাট্য প্রদর্শনী চলছে। গতকাল আমি রবীন্দ্রনাথের "স্ত্রীর পত্র" নাটক টি দেখলাম, বেশ ভাল লাগলো। সিলেট এর একটি নাট্যগোষ্ঠী নাটক টি মঞ্চস্থ করে।