Topic: মোবাইলে বাংলা ক্যালেন্ডার
সব মোবাইল ফোনে ইংরেজি ক্যালেন্ডার থাকলেও বাংলা ক্যালেন্ডার ডিফল্টভাবে থাকে না। তাই বাংলা মাসের দিন-তারিখের হিসাবও মোবাইল ফোন থেকে বের করা সম্ভব হয় না। তবে সমপ্রতি মোবাইল ফোনেই বাংলা ক্যালেন্ডার দেখার সুবিধা চালু করেছে হ্যান্ডসেট নির্মাতা নকিয়া।
নতুন বছর উপলক্ষে প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে বাংলা ক্যালেন্ডার দেখার বিশেষ একটি অ্যাপ্লিকেশন। এটি মোবাইলে ইনস্টল করে নিলেই ১৪১৮ সনের সব বাংলা দিন-তারিখের হিসাব পাওয়া যাবে। নকিয়া সিমবিয়ান স্মার্টফোনসহ জাভা সমর্থক বেশ কিছু মোবাইলে এটি ইনস্টল করা যাবে। নকিয়া অভি স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যে। মোবাইল ফোন থেকেই সরাসরি এটি www.store.ovi.mobi/content/105486 থেকে ডাউনলোড করা যাবে। কম্পিউটার ব্রাউজার থেকে বিস্তারিত তথ্য নেওয়া এবং সমর্থক মোবাইলের তালিকা দেখা যাবে http://store.ovi.com/content/105486 থেকে।
সুত্র ঃ কালের কন্ঠ
Medical Guideline Books