Topic: মোবাইলে বাংলা ক্যালেন্ডার

http://www.dailykalerkantho.com/admin/news_images/489/image_489_145490.jpg


সব মোবাইল ফোনে ইংরেজি ক্যালেন্ডার থাকলেও বাংলা ক্যালেন্ডার ডিফল্টভাবে থাকে না। তাই বাংলা মাসের দিন-তারিখের হিসাবও মোবাইল ফোন থেকে বের করা সম্ভব হয় না। তবে সমপ্রতি মোবাইল ফোনেই বাংলা ক্যালেন্ডার দেখার সুবিধা চালু করেছে হ্যান্ডসেট নির্মাতা নকিয়া।
নতুন বছর উপলক্ষে প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে বাংলা ক্যালেন্ডার দেখার বিশেষ একটি অ্যাপ্লিকেশন। এটি মোবাইলে ইনস্টল করে নিলেই ১৪১৮ সনের সব বাংলা দিন-তারিখের হিসাব পাওয়া যাবে। নকিয়া সিমবিয়ান স্মার্টফোনসহ জাভা সমর্থক বেশ কিছু মোবাইলে এটি ইনস্টল করা যাবে। নকিয়া অভি স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যে। মোবাইল ফোন থেকেই সরাসরি এটি www.store.ovi.mobi/content/105486 থেকে ডাউনলোড করা যাবে। কম্পিউটার ব্রাউজার থেকে বিস্তারিত তথ্য নেওয়া এবং সমর্থক মোবাইলের তালিকা দেখা যাবে http://store.ovi.com/content/105486 থেকে।

সুত্র ঃ কালের কন্ঠ

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মোবাইলে বাংলা ক্যালেন্ডার

ধন্যবাদ শামীম ভাই। ব্যবহার করছি। ক্যালেন্ডারটি বতর্মান বছরের জন্য। দীর্ঘ মেয়াদের জন্য হলে ভাল হত।



Re: মোবাইলে বাংলা ক্যালেন্ডার

salam nin bay symphony FT10 ar support korba ki? korla akta sora sori link diben please.

অনেক ইচ্ছে হয় পাখির মত স্বাধীন হয়ে উড়ে যেতে !!!!!!


Re: মোবাইলে বাংলা ক্যালেন্ডার

sumon8488 wrote:

salam nin bay symphony FT10 ar support korba ki? korla akta sora sori link diben please.

দুঃখিত আপনার ফোন সেটে সাপোর্ট করবেনা।  বাংলা ক্যালেন্ডারটি শুধু নোকিয়া ফোন সেটের জন্য প্রযোজ্য। ধন্যবাদ