Topic: লিনাক্স ব্যবহারকারীরা কম্পিউটারকে নির্দিষ্ট সময়ে বন্ধ করুন
কম্পিউটারকে নির্দিষ্ট সময়ে বন্ধকরতে জিশাটডাউন ব্যবহার করতে পারেন। ইনস্টল করলে টার্মিন্যালে নিচের কমান্ডটি রান করুন
sudo apt-get install gshutdown
একটি ছবি দিয়ে দিলাম-
কোনও সফটওয়্যার ছাড়াই শাট ডাউন করার জন্য টার্মিনাল কমান্ড ব্যবহার করতে পারেন
যদি এখনই বন্ধ করতে চান তাহলে টার্মিনালে লিখুন
sudo shutdown -h now
যদি ১ মিনিট পর বন্ধ করতে চান তাহলে লিখুন
sudo shutdown -h 1
যদি ১ ঘন্টা পর বন্ধ করতে চান তাহলে লিখুন
sudo shutdown -h 60
অর্থাৎ -h এর পর যে সংখ্যাটা দিচ্ছেন সেটা হচ্ছে কত মিনিট পর বন্ধ হবে সেই সময়টা। সময়টা অবশ্যই মিনিটে দিতে হবে, যদি ২ ঘন্টা পর বন্ধ করতে চান তাহলে লিখবেন 120। ঠিক একই ভাবে প্রথম কমান্ডে যেখানে now লিখেছিলেন সেখানে now এর পরিবর্তে 0 (শূন্য) দিলেও সাথে সাথে বন্ধ হয়ে যাবে।
এবার ধরুন আপনি সকাল ৮:৪৫ মিনিটে আপনার পিসি বন্ধ করতে চান তাহলে টার্মিনালে লিখুন
sudo shutdown -h 8:45
যদি দুপুর ১:৩০ মিনিটে লিখতে চান তাহলে লিখুন
sudo shutdown -h 13:30
এখানে -h এর পর নির্দিষ্ট সময়টা ২৪ ঘন্টা ফর্ম্যাটে উল্লেখ করে দিন। ২৪ ঘন্টা ফর্ম্যাটে দুপুর ১২ টার পর দুপুর ১ টা না হয়ে হয় দুপুর ১৩ টা, দুপুর ২টার পরিবর্তে হয় দুপুর ১৪ টা, এভাবে রাত ১২ টার পরিবর্তে হয় রাত ০০ টা!
শাটডাউন কমান্ড দেবার পর টার্মিনাল বন্ধ করলেও কিন্তু কাজ চলতে থাকবে, অর্থাৎ ঠিকই নির্দিষ্ট সময় পর পিসি বন্ধ হয়ে যাবে। যদি শাট ডাউন কমান্ড দেবার পর সেটাকে ক্যান্সেল করতে চান তবে টার্মিনাল চালু থাকা অবস্থায় Ctrl+c চাপুন, শাটডাউন ক্যান্সেল হয়ে যাবে। আর যদি কোন কারনে টার্মিনাল বন্ধ করে ফেলেন তবে নতুন করে ওপেন করে নীচের কমান্ডটি লিখুন
sudo shutdown -c
শিখে নিলাম সুফিয়ান আহমেদ ভাই এর কাছ থেকে
Medical Guideline Books