Topic: মাথায় কত প্রশ্ন আসে পিত্তথলিতে পাথর হয় কেন

http://img805.imageshack.us/img805/2082/image474141334.jpg

* কোলেস্টেরল, ক্যালসিয়াম, বাইলসল্ট দিয়ে পিত্তথলিতে পাথর হয়। কাজেই রক্তে এগুলোর মাত্রা বেড়ে গেলে পাথর হয়।
* পিত্তথলিতে মহিলাদের বেশি হয়। কারণ তাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেশি। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনসংবলিত ওষুধ বেশি দিন খেলেও পিত্তথলিতে পাথর হয়।
* চর্বিজাতীয় খাবার, অ্যালকোহল, মেশিনে অতিরিক্ত মসৃণ করা শর্করাজাতীয় (ট্রান্সফ্যাট) খাদ্য ও উচ্চ ক্যালরিযুক্ত খাবার বেশি খেলে।
* পিত্তথলিতে অতিরিক্ত সময় পিত্ত জমে থাকলে।
* পিত্তথলিতে ইনফেকশন হলে এক বা একাধিক পাথরের সৃষ্টি হতে পারে।
* আঁশজাতীয় খাবার কম খেলে। শরীরের ওজন বেশি হলে।
পিত্তথলিতে পাথরের লক্ষণ
* বদহজম, বমি বমি ভাব বা বমি হতে পারে।
* পেটে তীব্র ব্যথা হঠাৎ শুরু হয় এবং এই ব্যথা পেটের ডান পাশে ওপরের দিকে বুকের খাঁচার নিচে অনুভূত হয়। ব্যথা ডান হাতে ছড়িয়ে পড়তে পারে। কয়েক মিনিট থেকে তিন ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এই ব্যথা।
* চর্বিজাতীয় খাবার খেলে খারাপ লাগা।
* জন্ডিস।
* সাধারণত অল্প জ্বর হয়ে থাকে। তবে গলব্লাডারে পুঁজের সৃষ্টি হলে বেশি জ্বর হতে পারে।
পিত্তপাথর যদি ছোট হয় এবং কোনো অসুবিধার সৃষ্টি না করে, তাহলে এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। পাথরের আকার বড় হলে অপারেশনের মাধ্যমে পিত্তথলিসহ পাথর ফেলে দেওয়া হয়।


ডা. জিয়াউল হক, বিএসএমএমইউ, ঢাকা

সুত্র

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মাথায় কত প্রশ্ন আসে পিত্তথলিতে পাথর হয় কেন

গুরুত্বপূর্ণ টপিক।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: মাথায় কত প্রশ্ন আসে পিত্তথলিতে পাথর হয় কেন

Chronic Infection এ তো পিত্ত থলি ছোট হতে পারে কিন্তু এটাও তো খারাপ । এখান থেকে Carcinoma হতে পারে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books