Topic: গুগলের আয়োজনে প্রতিযোগিতা

http://img829.imageshack.us/img829/6388/image637141514.jpg

চলতি মার্চের ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে গুগল সামার অব কোডের ওপেন সোর্সভিত্তিক ডেভেলপমেন্ট প্রতিযোগিতা। এটি ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের ওপেন সোর্স ডেভেলপমেন্টে উৎসাহিত করার জন্য একটি বাৎসরিক আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ওপেন সোর্স অর্গানাইজেশনে কাজ করার জন্য প্রজেক্ট প্রস্তাবনা জমা দিতে হয়। প্রস্তবনা নির্বাচিত হলে পরবর্তী তিন মাস সেই প্রতিষ্ঠানে গুগলের অর্থায়নে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যায়। সম্পূর্ণ কাজটি করতে হয় ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে। ভারত ও শ্রীলংকা থেকে সাম্প্রতিক বছরগুলোয় প্রায় দেড় শতাধিক ছাত্র অংশ নিলেও বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা নগণ্য। ২০০৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের মাহফুজুর রহমান এবং আবু জাহের আর ২০১০ সালে একই বিভাগের শুভ্র সরকার, ওয়াসিক মুরসালিন এবং আবু জাহের সফলভাবে এতে অংশ নেন। গুগলের এ প্রতিযোগিতা শুভ্র সরকার বলেন, আমার প্রজেক্টটিতে আমি ইয়াফারে প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছি। আমার কাজটা ছিল ত্রিমাত্রিক অ্যানিমেশন সফটওয়্যার ব্লেন্ডারের সর্বশেষ ভার্সনের জন্য এর ইয়াফারে এক্সপোর্টার তৈরি করা। খুব সহজভাবে বলতে গেলে ব্লেন্ডারে মডেলিং ডাটা নিয়ে এবং ইয়াফারে এর অন্যান্য দরকারি ডাটা ইনপুট নিয়ে একটা বাস্তবসম্মত ত্রিমাত্রিক ছবি আউটপুট দেওয়া ছিল কাজটির মূল লক্ষ্য। ভবিষ্যতে গেমস প্রোগ্রামিং, অ্যানিমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ওপেন সোর্সকে উৎসাহিত করার জন্য গুগল প্রতি বছর এটি আয়োজন করে থাকে। চলতি বছর ৮ এপ্রিল প্রজেক্ট প্রস্তাবনা জমাদানের শেষ দিন। প্রতিযোগীদের গুগলের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। বিস্তারিত socghop.appspot.com থেকে জানা যাবে।
সুত্র

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: গুগলের আয়োজনে প্রতিযোগিতা

আমার এখতিয়ারের বাইরে।  sad  sad

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg