Topic: গুটি বসন্ত এখনও বিশ্ব থেকে নির্মূল করা যায় নি
ভারতের ঝাড়খণ্ডের একটি জেলায় গুটি বসন্ত দেখা দিয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার সেখানে চিকিত্সকদের একটি দল পাঠানো হয়েছে।
স্থানীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে, ঝাড়খণ্ডের গুমলা জেলায় গুটি বসন্তে তিনজন মারা গেছে এবং পাঁচজন এখনও এ রোগে ভুগছেন। গুমলা জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে চিকিত্সকদের একটি দলকে প্রেরণ করেছে বলে জানিয়েছে ভারতের বেসরকারি টিভি চ্যানেল জি-নিউজ। তবে ঝাড়খণ্ডের স্বাস্থ্যসচিব একে সরকার এই খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। মারাত্মক সংক্রামক ব্যাধি গুটি বসন্ত এক দশক আগেই বিশ্ব থেকে নির্মূল হয়ে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই ১৯৭২ সাল থেকে গুটি বসন্তের টিকা দেয়া বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া ১৯৭৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বের সব দেশে গুটি বসন্তের টিকা দেয়া বন্ধের আহ্বান জানায় এবং ১৯৮৬ সাল থেকে এ টিকা দেয়া বন্ধ হয়ে যায়।