Topic: বদলে যাচ্ছে আটলান্টিকের রং

সম্প্রতি গবেষকরা স্যাটেলাইটে তোলা ছবি দেখে আটলান্টিক মহাসাগরের পানির রং পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছেন। কী কারণে পানির এই রং পরিবর্তন, সেটি খুঁজে বের করতে চার দেশের গবেষকদের একটি দল গবেষণা শুরু করেছে। খবর টেলিগ্রাফ অনলাইনের।

http://img64.imageshack.us/img64/8256/image32256193.jpg

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে রয়েছে শৈবাল। এই শৈবালকে ঘিরেই থাকে রঞ্জক মেঘমালা যা সূর্যরশ্মি প্রতিফলিত করে। আর এই শৈবালই আটলান্টিকের খাদ্যচক্রের মূল উৎস। গবেষকরা স্যাটেলাইটে তোলা ছবি দেখে রঞ্জক পদার্থের কুয়াশাচ্ছন্ন মেঘ বেড়ে যাওয়ার বিষয়ে গবেষণা করছেন।

গবেষকরা    জানিয়েছেন, মানুষের সৃষ্ট কার্বন ডাই-অক্সাইডের এক-তৃতীয়াংশ সমুদ্রের পানিতে থাকা ক্ষুদ্র শৈবালে শোষিত হয়। এই প্রক্রিয়ায় বেড়ে ওঠা শৈবাল আটলান্টিক মহাসাগরের পানিকে সবুজাভ করে রেখেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে, আটলান্টিকের দক্ষিণাংশে পানির ওপরে বিশাল রঞ্জক পদার্থের তৈরি মেঘ হচ্ছে। আর এই পরিমাণ মেঘের ফলে সূর্যরশ্মি সমুদ্র থেকে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে বেশি। ফলে শৈবালের পরিমাণ কমে এবং পানির রং বদলে যাচ্ছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের গবেষকরা আটলান্টিকের রং ঠিক কী কারণে পরিবর্তন হচ্ছে সেটিই গবেষণা করবেন।

সুত্র

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: বদলে যাচ্ছে আটলান্টিকের রং

আমাদেরও গবেষনায় অংশগ্রহণ করা উচিত।কালকেই আরএমসি ফোরামের পক্ষ থেকে একটি গবেষণা টিম পাঠানোর জোরালো প্রস্তাবনা জানাচ্ছি।  winking

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg