Topic: নিড ফর স্পিড : শিফট
কম্পিউটার গেমারদের কাছে অত্যন্ত জনপ্রিয় নিড ফর স্পিড সিরিজ। ইলেকট্রনিক আর্টসের ব্যানারে রিলিজকৃত সিরিজটির প্রতিটি ভার্সনই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর মাঝে অন্যতম হলো শিফট ভার্সনটি। এর ডেভেলপার প্রতিষ্ঠান স্মাইটলি ম্যাড স্টুডিও।
অসাধারণ এ গেমটিতে পাওয়া যাবে রেসিং মোডের দারুণ ড্রাইভিং অভিজ্ঞতা। স্টিয়ারিং হুইল এবং গিয়ারের যথাযথ সমন্বয়তা পুরো গেমটিতে ভিন্ন আমেজ যুক্ত করেছে। হাইএন্ড পারফরমেন্সের গেমটিকে বলা হচ্ছে রেসারদের জন্য রেসিং গেম। ফাস্ট পারসন ককপিটের জন্য ক্যামেরা ইমেজ কিংবা এন্টিক্রাশিং রয়েছে ভার্সনটিতে। ডেভেলপার প্রতিষ্ঠান স্টাইটলি ম্যাড স্টুডিও বিশেষভাবে ককপিটটিকে ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে থ্রিঅ্যাঙ্গেল মোডে রূপান্তরিত করেছে, যার ফলে গেমার যে কোনো দিক থেকেই পুরো সিকোয়েন্সগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এর বিভিন্ন সিকোয়েন্সে বাস্তবধর্মী ক্রাশগুলো একেবারে রেসিং অনুভূতি মনে করিয়ে দেয়। গেমটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ভালো। বিশেষ করে এর সেন্স অব স্পিডের বিষয়টি। বিভিন্ন ক্ষেত্রে হাইস্পিড চলার সময়ে গেমার গিয়ার, কন্ট্রোলিং সিস্টেম, ককপিট মুভমেন্ট থেকে বেশ ভালো সাপোর্ট পাবেন। পাশাপাশি অনান্য প্রতিদ্বন্দ্বীর আচরণও প্রফেশনাল। গেমটির কন্ট্রোলিং সিস্টেম আরেকটি বিশেষ দিক। গেমারের জন্য রয়েছে ইউএসবি স্টিয়ারিং হুইল কিংবা ডুয়েল এনালগ গেমপ্যাড ব্যবহারের সুবিধা। দারুণ গ্রাফিক্স কোয়ালিটিসম্পন্ন গেমটিতে রয়েছে ত্রি-মাত্রিক মোডের এইচইউডি, যার ফলে গেমারের বিভিন্ন ধরনের মুভমেন্ট, জড়তা কিংবা অ্যাকশন ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে। তাছাড়া রেসের ক্ষেত্রে উচ্চগতিতে চলার সময়ে গাড়ির বিভিন্ন দিকের পরিবর্তন বোঝা যাবে। গেমার পারফরমেন্স বোঝার জন্য রয়েছে ড্রাইভিং প্রোফাইল, যা থেকে সহজেই বোঝা যাবে গেমার কতখানি দক্ষ চালক। এটি ইভেন্ট থেকে ইভেন্টে পরিবর্তন হবে। সিস্টেমটি ট্রাকে গেমারের ব্যক্তিত্ব, সফলতার ধরন, প্রোফাইল পয়েন্ট কিংবা পদমর্যাদা থেকে নির্ধারণ করা হবে। প্রোফাইলটি ক্যারিয়ার এবং অনলাইন দুটো মোডেই পাওয়া যাবে। প্রোফাইল পয়েন্ট দিয়ে গেমার চাইলে অবশ্য গাড়ির যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন। তাছাড়া গেমার প্রতিটি ইভেন্টে স্থান ধরে রাখতে পারলে স্টার অর্জন করতে পারবেন এবং প্রতিটি ইভেন্টের ক্ষেত্রে সীমা রয়েছে যা পূর্ণ করতে পারলে ক্যারিয়ার অবস্থান বাড়ানো যাবে। তাছাড়া এর সাহায্যে গেমার ইভেন্ট কিংবা নতুন গাড়ি আনলক করা যাবে বা কেনা যাবে। গেমার ভিজ্যুয়াল কাস্টমাইজ সিস্টেমের সাহায্যে প্রয়োজন মোতাবেক বিভিন্ন বিষয় পরিবর্তন করতে পারবেন। চমত্কার এ গেমটিতে রয়েছে বিভিন্ন মডেলের প্রায় ৭০টি লাইসেন্সড গাড়ি। এর মধ্যে আধুনিক মডেলের বিএমডব্লিউ এম৩, নিশান, ওপেল, অ্যাস্টন মার্টিন, মার্সিডিজ বেঞ্জ প্রভৃতি গাড়ি ছাড়াও আরও উল্লেখযোগ্য হলো পানাগি জোনডা এফ, অডি আরএস৪ কিংবা পোরশে ৯১১ জিটি৩। রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাস্তবিক উইলো স্প্রিং, নারবার্গিং কিংবা লেগুনা সেকা ছাড়াও কল্পিত সার্কিট লন্ডন এবং টোকিও প্রভৃতি লোকেশন। এর অডিও সিস্টেমটি বেশ ভালো। ডিফল্ট হিসেবে যদিও অডিও বন্ধ করা থাকে তবুও গেমার প্রয়োজনমাফিক শুনতে পারবেন।