Topic: Google chrome এ মজার মজার extensions
আমি ব্রাউজার হিসেবে আগে থেকেই ফায়ারফক্স ব্যবহার বেশি-ই করি। এর কারণ সবার জানা , টা হল addons দিয়ে ভরা । নিজেদের টিকে থাকতে তাদের যা করা দরকার তারা করছে। তবে এক্ষেত্রে গুগল পূর্বে এক্ষেত্রে পিছিয়ে থাকলে-ও ইদানিং এর ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে ও জনপ্রিয়তা বাড়াতে যেভাবে এগচ্ছে , তাতে তো মনে হয় ফায়ারফক্স ফেল করতে যাচ্ছে নাকি রে ?
এরই মধ্যে ক্রোম 11.0.696.12 এর লোগো এর পরিবর্তন কাকতালিও ভাবে ব্যবহারকারীদের কে অভিভূত করে ফেলেছে । এর মধ্যে সাইফ এর পোস্ট দেখেও নতুন ক্রোম ইনস্টল করেছি ।
এর পর গেলাম এর extensions এর দিকে । ইন্সটল করলাম
X-marks
Adblock plus
save as pdf
Refresh monkey
Screen shot
Imgur
Lazarus
তবে একটি ক্ষেত্রে আগে আমি ক্রোম কম ব্যবহার করতাম মানে ফায়ারফক্স এ যেতাম সেটা হচ্ছে web mail notifier এর জন্য । সেটা পূর্বে ক্রোম -এ ইন্সটল করতে পারিনি ।
এবার ক্রোম নিয়ে এসেছে X-Notifier কিন্তু এটি webmail notifier কোম্পানির -ই । এটা শুধু ক্রোম ও opera এর জন্য। তবে এটি ফায়ারফক্স -এ যত Features এর সুবিধা দেই ক্রোম-এ ততটা এখনো সম্পন্ন করেনি । তবে যেহেতু বেশির ভাগ client রা gmail, hotmail ও yahoo ব্যবহার করে এই তিনটি আগে এসেছে।
শেষে বলবো এগিয়ে যাও Google ,আমরা আছি। তবে ফায়ারফক্স ছাড়ছি না । কারণ দুটোই open source ।
যারা ক্রোম ব্যবহার করছেন তারা এই টপিকে কে কী extensions ব্যবহার করেন লিখুন ।
Medical Guideline Books