Topic: খাওয়ার আদব।

আমাদের প্রিয় হযরত মুহাম্মাদ (সhappy আমাদেরকে সকল বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন। আমি এখানে খাওয়ার বিষয়ে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন তার সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করেছি।

১। খাওয়ার শুরুতে "বিসমিল্লাহির রাহমানির রহীম বলে খাওয়া শুরু করা।"

২। সর্বদা ডান হাতে খাওয়া।

৩। বরতনের ঐ অংশ থেকে খাওয়ার যা নিকটবর্তী ।

৪। খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রহীম বলতে ভুলে গেলে খাওয়ার মাঝখানে যখনই স্বরণ হবে তখনই "বিসমিল্লাহী আওয়ালাহু ওয়া অখিরাহ" বলা।

৫। বড় বা শ্রদ্ধেও ব্যক্তি আগে খাওয়া শুরু করা।

৬। খাওয়ার শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দুআ করা।

উপরে বর্ণিত আদব ছাড়াও হযরত মুহাম্মাদ (সhappy আমাদেরকে আরও অনেক শিক্ষা দিয়াছেন।
আল্লাহ তাআলা আমাদের সেগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমীন।

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: খাওয়ার আদব।

খাওয়ার আদব জানানোর জন্য ধন্যবাদ।  :applause:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: খাওয়ার আদব।

ইনশাল্লাহ আমরা সবাই খাওয়ার আদব মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ ফহিম ভাইকে সুন্দর একটি পোস্টের জন্য।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: খাওয়ার আদব।

fahim49 wrote:

আল্লাহ তাআলা আমাদের সেগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমীন।


সুম্মা আমীন,
ধন্যবাদ ফাহিম; সুন্দর সুন্দর বিষয়াদি নিয়ে পোষ্ট করার জন্য।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।