Topic: খাওয়ার আদব।
আমাদের প্রিয় হযরত মুহাম্মাদ (স আমাদেরকে সকল বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন। আমি এখানে খাওয়ার বিষয়ে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন তার সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করেছি।
১। খাওয়ার শুরুতে "বিসমিল্লাহির রাহমানির রহীম বলে খাওয়া শুরু করা।"
২। সর্বদা ডান হাতে খাওয়া।
৩। বরতনের ঐ অংশ থেকে খাওয়ার যা নিকটবর্তী ।
৪। খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রহীম বলতে ভুলে গেলে খাওয়ার মাঝখানে যখনই স্বরণ হবে তখনই "বিসমিল্লাহী আওয়ালাহু ওয়া অখিরাহ" বলা।
৫। বড় বা শ্রদ্ধেও ব্যক্তি আগে খাওয়া শুরু করা।
৬। খাওয়ার শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দুআ করা।
উপরে বর্ণিত আদব ছাড়াও হযরত মুহাম্মাদ (স আমাদেরকে আরও অনেক শিক্ষা দিয়াছেন।
আল্লাহ তাআলা আমাদের সেগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমীন।
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।