Topic: মুভি প্রিভিউ : সোর্স কোড

http://ia.media-imdb.com/images/M/MV5BMTY0MTc3MzMzNV5BMl5BanBnXkFtZTcwNDE4MjE0NA@@._V1._SY317_.jpg

আইএমডিবি

পদার্থবিদ্যার খটোমটো সূত্র পড়ার বিষয় হিসেবে অনেকের কাছে বিরক্তিকর হলেও সেসব টাইম-স্পেস, থিওরি অব রিলেটিভিটির বিষয়গুলো যখন চলে আসে বাস্তব জগতের আপাতদৃষ্টিতে অবাস্তব ভবিষ্যৎ চিন্তায়, তখন স্বপ্নগুলো সত্যিই হয়ে ওঠে রোমাঞ্চকর। তেমনি আপেক্ষিকতার সূত্রের কিছু বাস্তবতা আর স্বপ্নবিলাসী কিছু বৈজ্ঞানিক চিন্তাধারাকে মিশিয়ে নির্মিত হল বেন রিপে¬র কাহিনী ও ডানকান জোনসের পরিচালনায় অ্যাকশন সাইফাই ‘সোর্স কোড’।
শিকাগোর শহরতলিগামী একটি কম্যুটার ট্রেনে বোমাতঙ্ক। বোমা হামলার এই সন্ত্রাসী তৎপরতা ঠেকাতেই গোপন মিশন সোর্স কোডের অস্তিত্ব। কিন্তু কিভাবে। মার্কিন সেনাসদস্য ক্যাপ্টেন কোল্টারের জীবনে সেই সকালটা ছিল আর দিনগুলো থেকে একদমই আলাদা। ঘুম থেকে উঠেই নিজেকে আবিষ্কার করলেন নতুন চেহারায়, নতুন পরিচয়ে। একজন মানুষের জীবনে এর চেয়ে অবাক করা আর কি হতে পারে। কিন্তু খালি চেহারা আর নাম পরিচয়ের বেপারটা হলে না হয় মেনে নেয়া যেত। কোল্টার নিজেকে আবিষ্কার করলেন প্রাণঘাতী সরকারি গোপন মিশন ‘সোর্স কোড’-এর কারি হিসেবে। কিন্তু কি সেই সোর্স কোড? কিইবা তার ভিত্তি। এ বিষয়ে ছবির পরিচালক ডানকান জোনস জানান, আইনস্টাইনের থিওরি অনুযায়ী সময়ের স্রোতকে নদীর স্রোতের মতোই নিরবচ্ছিন্ন হলেও তার গতিকে দ্রুততার বিচারে গতিশীল কিংবা ধীর করা যায়। কিন্তু সোর্স কোড-এর বাস্তবতায় শুধু ততটুকুই নয় সময়ের স্রোতকে ইচ্ছে করলেই ঘুরিয়ে দেয়া যায় একাধিক শাখা প্রশাখায়। খালি কি এতটুকুই? পদার্থবিদ্যার যুক্তিতে টাইম ট্রাভেল ভবিষ্যতে কোন দিন সম্ভব হলেও অতীত পরিবর্তন একদমই যুক্তিহীন। কিন্তু সোর্স কোড-এর যুক্তি অনুযায়ী সেটাও সম্ভব। আর সেই যুক্তিকে ধরেই এগিয়ে চলেছে ছবির কাহিনী। কোল্টারের জীবনের শেষ আটটি মিনিটের অস্তিত্বকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ক্যাসেটের ফিতার মতো বারবার রিওয়াইন্ড করে চেষ্টা শুধু একটাই সেই বোমা হামলাকারীকে চিহ্নিত করা। যেন একটি অপরাধ দমন করে, থামিয়ে দেয়া যায় তার পরবর্তী প্রকোপ।
শুধু পদার্থবিদ্যার বৈজ্ঞানিক ভিত্তিই নয়, একটি মানুষের মস্তিষ্কের চেতনা সত্তাকে পুরোই ভিন্ন একটি মানুষের দেহে প্রতিস্থাপনের মতো পরাবাস্তব কিছু তত্ত্বও ব্যবহার হয়েছে ছবিটিতে। পাশাপাশি স্পেশাল ইফেক্ট আর টানটান উত্তেজনা ছবিটিকে করে তুলবে সববয়সী দর্শকের কাছে উপভোগ্য। জেক গিলেনহাল, মিশেল মোনাগান, ভেরা ফামিগা, জেফরি রাইট, রাসেল পিটার্স ও মিশেল আর্ডেন অভিনীত জবরদস্ত ছবি ‘সোর্স কোড’ মুক্তি পাবে আসছে ১ এপ্রিল।

লেখক: পিয়াস রায়
সুত্র

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

দারুন বেপার !!! রিলিজ হয়নাই অথছ রেট দেখে মাথাই হাত -৮,৫।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

তথ্য কিছুই বুঝলাম না তবে ছবিটা দেখলে হয়ত বুঝব  আশাকরি ।



Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

আমার কাছে এই মুভির রেট ৯/১০

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

dr.shamim wrote:

আমার কাছে এই মুভির রেট ৯/১০

দেখেছেন? দেখে থাকলে লিঙ্ক দেন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

দিয়ে দিলাম ,

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

shemul49rmc wrote:

দিয়ে দিলাম ,

কোথায়?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

sawontheboss4 wrote:
shemul49rmc wrote:

দিয়ে দিলাম ,

কোথায়?

এতক্ষণে পাইছো নিশ্চয়

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

Sucker Punch (2011) এর  DVDRip  দিলাম।

http://i836.photobucket.com/albums/zz289/05k21a0551/06-05-2011/SKRPUCH11DD-1.jpg
http://i836.photobucket.com/albums/zz289/05k21a0551/06-05-2011/SKRPUCH11DD-2.jpg

মেডিয়াফায়ার
http://www.mediafire.com/?syk3c5rjw8hwf3f
http://www.mediafire.com/?6eswub2hl47yin7
http://www.mediafire.com/?p8ej11n59aj094j

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

ব্লু রে লিঙ্ক দিলাম:
Source Code (2011) BRRip 400MB

http://www.mediafire.com/?c8194mts3c7q138
http://www.mediafire.com/?vcm9saa1n0rzwac

সাবটাইটেল ছাড়া এই মুভি দেখা মনে হয় উচিত হবে না,
সাবটাইটেল: http://www.mediafire.com/?ake357bi1yuom

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


১১

Re: মুভি প্রিভিউ : সোর্স কোড

ব্লু রে লিঙ্ক দিলাম:
Source Code (2011) BRRip 600mb
[RESOLUTION]:……………….[ 1280*720]
[ASPECT RATIO]:……………..[ 16:9
[FRAME RATE]:……………….[ 29.970 fps
[LANGUAGE ]:………………..[ English
[SUBTITLES]:………………..[ Korean Hardcoded
[ORIGINAL RUNTIME]:………….[ 01:32:00

Download:
http://www.mediafire.com/?36lba98dafua5iq
http://www.mediafire.com/?th5vh2htu28xc9j
http://www.mediafire.com/?647zo2wq5wu7x22

Password : MediafireHBO.COM

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books