Topic: মানুষের জীবনযাপন সম্পর্কিত তথ্য জানতে ই-তথ্যকোষ এলো
ই-তথ্যকোষ হচ্ছে মানুষের জীবনযাপন সম্পর্কিত তথ্য ও জ্ঞানের ভাণ্ডার।গ্রামীণ জনগণের ক্ষমতায়ন ও আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে ই-তথ্যকোষ কার্যকর ভূমিকা পালন করবে।দুইশরও বেশি সরকারি ও বেসরকারি সংস্থার অংশগ্রহণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং এটুওয়ান যৌথভাবে ই-তথ্যকোষ তৈরি করেছে।
উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি এর উপকারিতা হিসেবে বলেন, ''এখন থেকে জনগণকে কৃষি ও স্বাস্থ্যসম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য লোকজনকে অর্থ খরচ করে জেলা বা উপজেলা শহরে যেতে হবে না। এর বদলে তারা নিকটস্থ ইউনিয়ন পর্যায়ের তথ্য ও সেবাকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে।' প্রধানমন্ত্রী সব মোবাইল ফোন অপারেটরকে তাদের কনটেন্ট বাংলায় তৈরি করার অনুরোধ জানান।
তথ্য কেন্দ্রের বিস্তারিত বিবরণ তুলে ধরে এটুআই প্রকল্পের পরিচালক এম নজরুল ইসলাম খান জানান, ৫০ হাজার পৃষ্ঠার এই তথ্যকোষে চার ঘণ্টার অডিও এবং ২২ ঘণ্টার ভিডিও ফুটেজ রয়েছে। তিনি বলেন, 'আমাদের আরো একশ' পৃষ্ঠার তথ্য-উপাত্ত রয়েছে_যেগুলো সম্পাদনার পর সংযুক্ত করা হবে।'
এই ই-কোষে (http ://infokosh.bangladesh.gov.bd) বাংলাদেশ এবং দেশের জনগণ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, পর্যটন, কর্মসংস্থান, নাগরিক সুযোগ-সুবিধা, নন-ফার্ম এন্টারপ্রাইজেস, পরিবেশ ও দুর্যোগব্যবস্থাপনা, শিল্প-বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রচুর তথ্য রয়েছে। এসব তথ্য ১৪৮টি সরকারি ও ৫০টি স্থানীয় বেসরকারি সংস্থা এবং বিদেশি প্রতিষ্ঠানের গবেষণাকর্ম থেকে নেওয়া হয়েছে।
সূত্র : কালের কণ্ঠ 28/02/11
Medical Guideline Books