Topic: নিঃসঙ্কোচ

‘‘হরন করেছি বাক্
চিরকাল চুপ্ থাক্
ওরে হতভাগার দল-
স্বেচ্ছা অন্ধ সাজিতে চোখে ঠুলি দিয়ে রাখ’’।
এই যদি হয় তোর কর্ম
পালন করিবে কে তবে মনুষ্য ধর্ম
রে মূক-
বুঝবিনা কি সৃষ্টিসেরা হওয়ার মর্ম?

চেয়ে দেখ-
অচেতন-জড় যেইখানে আছে যত
ইট বালি পাথরের মত
কখনই করিবেনা ’’উঁহ্’’ আঘাত কর যত শত ।
মন নাই মুখ নাই যেথা
প্রকাশ ক্ষমতা বড় অনুপসিতে সেথা
রে বধির-
ক্লীবের বড় হওয়ার আশা বড়ই বৃথা।

ভেবে দেখ-
ছোট শিশু দুঃখে কাঁদে,সুখে হাসে
ভয়ের ভেতর চমকিয়া ওঠে ত্রাসে
পশু অশ্ব-
খোশ মেজাজে যাহাকে লয়ে ছোটে
বিরক্তিতে লাথি মারে তাহারই পেটে।

আর মানুষ!
আশরাফুল মাখলুখাত নামে হয়ে ভূষিত
সজ্ঞানে অজ্ঞানে করিছে আপন মহিমা ভূলুন্ঠিত
আপন স্বার্থের জন্যে
মিথ্যাকে তারা সত্য বলে মানে
রে অধম-
চলবিনা কি পথ হৃদয়ের টানে?

মনের ভিতর আছে যাহা
সত্বর প্রকাশ কর তাহা
ওরে পথভ্রষ্ট-
সত্যের বাঁধন করি আল্গা বলিস্নে মিথ্যে ডাহা।
জানি কঠিন সত্য বলার দায়ে হবে তোর শাস্তি
তিরষ্কার,লাঞ্ছনা-গঞ্জনা হবে নিত্য প্রাপ্তি
তবুও চেয়ে দেখ
মোহাম্মদ হয়েছে মনুষ্য শ্রেষ্ঠ ব্যাক্তি।

মন হতে ঝেড়ে ফেল আছে যত হীনতা
হৃদয় রাজ্যে ফোটা অসীম পুষ্প কোমল উদারতা
ওরে সুকুমার পরাভূত কর সকল ব্যর্থতা ।

হুংকারে লাফায়ে
তরবারি হাতে লয়ে
রচনা কর অত্যাচারীর দেহের মর্গ
ওরে বিপ্লবী দেখবি তবে
খোদা বানায়াছে তোর লাগি সসুজ্জিত স্বর্গ।।

                                           এফ এইচ রিগ্যান



Re: নিঃসঙ্কোচ

বর্তমান মানুষের সত্যিকারের পরিচয়,নিজেকে আড়াল করে রাখে-সকল সত্য থেকে।দারুন কবিতা।  thumbs up

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: নিঃসঙ্কোচ

সুন্দর কবিতা... অপরূপ....মনমুগ্ধকর!!
(না পড়ে কমেন্ট করলাম... কবিতা পড়তে অলসতা লাগে)



Re: নিঃসঙ্কোচ

উৎসাহিত হলাম



Re: নিঃসঙ্কোচ

রিগ্যান wrote:

ওরে সুকুমার পরাভূত কর সকল ব্যর্থতা ।

এই লাইন টার মানে কী?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: নিঃসঙ্কোচ

sawontheboss4 wrote:
রিগ্যান wrote:

ওরে সুকুমার পরাভূত কর সকল ব্যর্থতা ।

এই লাইন টার মানে কী?

সুকুমার-ভাল গুণাবলীর অধিকারী/চিন্তাকারী
ব্যর্থতা- এখানে ব্যক্তিগত এবং সামাজিক অসঙ্গতিকে বুঝাতে চেয়েছি