পরিবর্তিত রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারনে এই আয়োজন স্থগিত করা হয়েছিল ।
আমাদের এই আয়োজনের পরবর্তী তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ২১শে মে ২০১২ইং সোমবার,
স্থান এবং সময়সূচী অপরিবর্তিত রয়েছে।

http://ubuntuone.com/4GXCkNcBWPLVgecXGixarb

আপনি আগ্রহী হলে এখানে নিবন্ধন করুন। (নিবন্ধন করলে অগ্রাধীকার ভিত্তিতে সেবা দেওয়া হবে)

ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সোসাইটি'র যৌথ উদ্যোগে আগামী ৭ই এপ্রিল ২০১২ইং শনিবার টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে "পেঙ্গুইন মেলা - ২০১২"।

আয়োজনের মূল উদ্দেশ্য -- উন্মুক্ত সফটওয়্যার এবং প্রযুক্তির প্রসার ও ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী সকল ছাত্র-শিক্ষক-জনতা এবং প্রযুক্তিপ্রেমীকে সচেতন করে তোলা। আয়োজনের প্রথম পর্ব সকাল ১০টা থেকে শুরু হয়ে আলোচনা অনুষ্ঠান, মত বিনিময় এবং দর্শকদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে দুপুর ১টা অবদি চলবে।

দ্বিতীয় পর্বে বিকাল ৩টা থেকে শুরু হবে "জিএনইউ/লিনাক্স ইনস্টল ও ব্যবহার সহযোগীতা সেবা - ২০১২”। বিকাল সাড়ে ৫টা অবদি আয়োজনে আগ্রহীদের পছন্দ মতো জিএনইউ/লিনাক্স ডিস্ট্রো তাদের নেটবুক, ল্যাপটপ ও ডেস্কটপ এ বিনামূল্যে ইনস্টল করে দেয়া হবে। একই সাথে জিএনইউ/লিনাক্স ডিস্ট্রো ব্যবহার সংক্রান্ত কোন সমস্যার সমাধান দেয়া হবে।

এছাড়াও থাকবে লিনাক্স মিন্ট ১০(জুলিয়া), ১১(ক্যাটিয়া) ও ১২(লিসা) এবং উবুন্টু ১০.১০(ম্যাভেরিক মিরক্যাট), ১১.০৪(ন্যাটি নারহোয়েল), ১১.১০(অনেরিক অসেলট) এবং নপিক্স ৬.৭ ইত্যাদি আগ্রহীদের নিজের পছন্দের মিডিয়া/সিডি/ডিভিডিতে নেবার সুযোগ।

আপনি লিনাক্সের নাম শুনতে শুনতে ত্যক্ত, কিন্তু এখন আপনার মুল্যবান পিসিতে তা ইন্সটল করে দেখেন নাই অথবা কোন বন্ধু বান্ধব বা যে কোন উপায়ে লিনাক্স চালিয়ে আপনি মজা পেয়েছেন, কিন্তু ইনস্টল করেন নাই, করতে পারছেন না বা ভয় পাচ্ছেন কি হয়ে যায় বলে, অথবা লিনাক্স এর খালি নামই শুনেছেন কিন্তু কোন দিন দেখেন নাই।

হ্যাঁ আপনাকেই বলছি

আপনার জন্য FOSS Bangladesh আয়োজন করতে যাচ্ছে লিনাক্স ইনস্টলেশন ফেস্ট ২০১২।  যেখানে আপনার পছন্দ মতন লিনাক্স ডিস্ট্রো আপনার নেটবুক, নোটবুক, ডেস্কটপ এ ইনস্টল করিয়ে নিতে পারবেন।

আরও থাকবে আপনার পছন্দের লিনাক্স ডিস্ট্রো আপনার পছন্দের মিডিয়াতে নেওয়ার সুযোগ। থাকবে সাপোর্ট বুথ, আপনার কোন সমস্যা থাকলে আমরা তা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আয়োজনের বিস্তারিত

তারিখ: ১৮ই মার্চ ২০১২, রবিবার
স্থান: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি, ঢাকা
সময়: সকাল ১০:০০ টা হতে বিকাল ৬:০০ টা


বিঃদ্রঃ আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন তাহলেও আমন্ত্রিত। আপনাদের সাথে পেলে আমাদের আয়োজন আরো ভালো হবে ইনশাআল্লাহ।

আপনি সবান্ধব এবং সপরিবারে আমন্ত্রিত।

আপনি আয়োজনে অংশগ্রহন করতে চাইলে এখানে আপনার তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন।
দেখা হবে আপনাদের সাথে। happy

sawontheboss4 wrote:

এরকম উদ্যোগ নেবার জন্য ধন্যবাদ! মানুষকে না শেখালে তো হবে না, আগে বুঝতে হবে যে alternate কিছু ও আছে! এগিয়ে যাক ওপেন সোর্স।

ধন্যবাদ বস চমৎকার মন্তব্যের জন্য happy

এবার সিলেবাসটি বিস্তারিত জানিয়ে রাখি:

সকাল ১০:০০ - দুপুর ১২:৩০
LibreOffice Writer: ভূমিকা: লিব্রে অফিস কী?; সংক্ষিপ্ত ইতিহাস; ডাউনলোড এবং সেটআপ। প্রাথমিক প্রস্তুতি: সফটওয়্যারের গতি বাড়িয়ে নিন; লেখার খসড়া কাঠামো তৈরী করা; সঠিক নিয়মে শিরোনাম দেয়া; নথির বিভিন্ন অংশ (কভার বা ফার্স্ট পেজ, ইনডেক্স পেজ, ডিফল্ট); একসাথে উলম্ব এবং আনুভূমিক পৃষ্ঠা; পছন্দসই পৃষ্ঠা সজ্জা; হেডার ফুটার; পৃষ্ঠার নম্বর দেয়া; প্রতি পৃষ্ঠায় অধ্যায়ের নাম দেখানো। মূল লেখালেখি: নেভিগেশন; কপি বা অনুলিপি নিয়ে আসা; ছবি যোগ করা; ছবির অবস্থান নিয়ন্ত্রণ; ছবি মেরামত; ফর্মূলা বা সূত্র লেখা; টেবল তৈরী; ট্যাবের ব্যবহার। নথির পেশাদার চেহারা: লেখার বৈশিষ্ট নিয়ন্ত্রণ (পেজ ব্রেক, ফন্ট, প্যারাগ্রাফ, আউটলাইন নাম্বারিং, স্পেসিং,  শিরোনাম বা হেডিং); সূচীপত্র তৈরী করা; সূচীপত্রের বৈশিষ্ট নিয়ন্ত্রণ; ছবি এবং টেবলের সূচীপত্র বানানো; প্রতিবিম্ব পৃষ্ঠা বৈশিষ্ট; যে কোন প্রিন্টারে প্রিন্ট উপযোগী পিডিএফ তৈরী। বাংলা নথি লেখার জন্য করণীয়সমূহ: বাংলা সেট করা; ফন্ট সেট করা; আউটলাইন নাম্বারে বাংলা সংখ্যা; পৃষ্ঠা নাম্বারে বাংলা সংখ্যা; সূচীপত্রে বাংলা সংখ্যা;  বাংলা মেনু। উদাহরণ: ধাপে ধাপে নিজে করি; ভিজিটিং কার্ড তৈরী করা; অফিসের প্যাড তৈরী করা; ক্যাশ মেমো তৈরী করা;  গবেষণা সাময়িকি'র ফরম্যাট মেনে লেখা ঠিক করা; সম্পুর্ন রিপোর্ট বই তৈরী
LibreOffice Calc: (হিসাব নিকাশ) মেনু ও ফাংশন পরিচিতি; ফর্মূলা দেয়া; গ্রাফ প্রস্তুত করা; ডেটা থেকে প্রস্তুতকৃত গ্রাফের ইকুয়েশন বানানো; প্রিন্ট অপশন ঠিক করা; ফর্ম দিয়ে ডেটা এন্ট্রি; ড্রপ ডাউন ডেটামেনু; ডেটা ভ্যালিডিটি; গ্রেডশীট বানানো; ব্যালেন্স শীট বানানো, অন্য সফটওয়্যার/ডেটালগারের ডেটাকে ক্যালকে খোলা এবং সেখান থেকে বিশ্লেষন উপযোগী ডেটা বের করে আনা
LibreOffice Impress: (প্রেজেন্টেশন তৈরী করা) প্রেজেন্টেশন তৈরীর সাধারণ নিয়মাবলী; বিভিন্ন রকম মাস্টার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা; সাধারণ এবং ব্যাখ্যামূলক এনিমেশন যুক্ত করার কৌশল; বাইরের ফাইল, ছবি ইত্যাদির লিংক তৈরী করা; প্রেজেন্টেশনের মধ্যেই বিশেষ কোন পৃষ্ঠায় যাওয়ার লিংক তৈরী

দুপুর ১২:৩০ - দুপুর ২:০০
মধ্যাহ্ন বিরতি (লাঞ্চ ব্রেক)

দুপুর ২:০০ - বিকাল ৪:৩০
GIMP: গিম্প দিয়ে সহজ ছবি এডিটিং: মেনু ও ফাংশনগুলোর পরিচিতি; ছবির উজ্জ্বলতা ঠিক করা; নেটে আপলোড করার আগে ছবির সাইজ কমানো; স্ক্যান করা ছবি থেকে অনাকাঙ্খিত ব্যাকগ্রাউন্ড (রং) বাদ দেয়া; ছবি থেকে অনাকাঙ্খিত বস্তু বাদ দেয়া; স্ক্রীনশট নেয়া; ছবি কাটাকুটি করে নতুন ছবি বানানো; সাদাকালো ছবিকে রঙিন করা; খুব সাধারণ এনিমেশন বানানো, ডকুমেন্টে ব্যবহারের জন্য ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছবি বানানো
LibreCAD (2D ইঞ্জিনিয়ারিং ড্রইং): লিব্রে ক্যাড পরিচিতি, ইতিহাস; বেসিক ড্রইং মেনু পরিচিতি; লাইন, বৃত্ত, প্যারাবোলা, অংকন; লেয়ার; লাইনের পুরুত্ব, প্যাটার্ন; প্রিন্টিং; যে কোন জায়গা থেকে প্রিন্ট উপযোগী পিডিএফ ডকুমেন্ট তৈরী করা; মাপজোক সহ বাড়ির ড্রইং; স্ট্রাকচারাল ড্রইং; অটোক্যাডের ড্রইং লিব্রে ক্যাডে দেখা ও এডিট করা

বিকাল ৪:৩০ - বিকাল ৪:৫০
চা-বিরতি

বিকাল ৪:৫০ - বিকাল ৫:২০
প্রশ্নোত্তর পর্ব

বিকাল ৫:২০ - বিকাল ৫:৫০
মানযাচাই পরীক্ষা

কোর্সে অংশগ্রহণেচ্ছুদেরকে নিবন্ধন করতে হবে, নিবন্ধনের জন্য তথ্যগুলো দিলে সেই তথ্য প্রেসিডেন্সীর ম্যানেজমেন্ট সফটওয়্যারে প্রবেশ করাতে হবে। এতে সিস্টেম থেকে একটা অটো জেনারেটেড আইডি দেবে এবং সেই আইডি থেকে টাকা জমা দিতে হবে একাউন্টসে। এই দুই বা তিন স্টেপের ঝামেলা এড়াতে চাইলে আগেই গুলশান ক্যাম্পাসে শামীম ভাই কিংবা ECE ডিপার্টমেন্টের অফিস সহকারী ইকবাল হোসেনকে (বনানী ক্যাম্পাসে, প্রশিক্ষণ সেখানেই হবে) টাকা আর ফর্ম জমা দিলে সেগুলো সিস্টেমে এন্ট্রি করে, টাকা জমা দিয়ে রিসিট নিয়ে রাখা যাবে যা প্রশিক্ষণের সময় সংগ্রহ করতে পারবেন।

বিস্ময়কর ফ্রী এবং মুক্তসোর্স অফিস সফটওয়্যার ওপেন অফিস দিয়ে অন্য বাণিজ্যিক অফিস সফটওয়্যারের সমস্ত কাজই সহজে করা যায়। পাইরেসি এড়িয়ে খরচ বাঁচানোর জন্য এখন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসগুলোও ওপেন অফিস ব্যবহারে আগ্রহী হচ্ছে এবং দক্ষ কর্মী খুঁজছে। ব্যক্তিগত বা বাণিজ্যিক ব্যবহারের জন্য সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের উপযোগী ইনস্টলার ফাইল আকারে ডাউনলোড করা যায়।

প্রশিক্ষণের স্থান: প্রেসিডেন্সী ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাস (কম্পিউটার ল্যাব), ১০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা - ১২১৩

প্রশিক্ষণের বিষয়: লিব্রে অফিস রাইটার (ডকুমেন্ট), লিব্রে অফিস ক্যাল্ক (স্প্রেডশীট), লিব্রে অফিস ইমপ্রেস (প্রেজেন্টেশন),লিব্রে ক্যাড (ডিজাইন), গিম্প (ছবি সম্পাদনা)।

প্রশিক্ষণ ফী:
৮০০ টাকা। (প্রশিক্ষণ, লাঞ্চ, রিফ্রেশমেন্ট, হ্যান্ডনোট, পরীক্ষা ও সার্টিফিকেট)।

সময়সূচী:
০৩-মার্চ-২০১২, শনিবার (সকাল ১০:০০টা - বিকাল ৪:০০টা)।

প্রশিক্ষক: ড. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান (শামীম)
সহযোগী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রেসিডেন্সী ইউনিভার্সিটি
এবং, তথ্য ও গবেষণা সচিব, ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন বাংলাদেশ

বিস্তারিত তথ্য: ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (www.fossbd.org)
লোমানী জেবী জোয়ারদার, প্রশিক্ষণ সমন্বয়কারী: ০২-৯০১ ৫৮১৬, ০১৬৭৮ ৬১৩ ৩৭১
জেড এম মেহেদী হাসান (মেহেদী), সভাপতি: ০১৬৭৮ ৭০২ ৫৩৩

==============================================================================
[ মাইক্রোসফট অফিস প্রফেশনাল ভার্সনের দাম ৫০০ ডলার, যার ফ্রী বিকল্প ওপেন/লিব্রে অফিস। ফ্রী গিম্প দিয়ে সাধারণ ব্যবহারকারীর ফটোশপের (দামঃ ৬৯৯ ডলার) প্রায় সব কাজই করা যায়। লিব্রে ক্যাড/কিউ ক্যাড (2D) দিয়ে অটোক্যাডের (দামঃ ৩৯৯৫ ডলার) মত কাজ করা যায়।]   Microsoft Office 2010 Price List India
[২০১৩ সাল হতে TRIPS চুক্তির আওতায় সফটওয়্যার আইনসংগতভাবে কিনে ব্যবহার করতে আরও কড়াকড়ি আরোপ করা হবে।]
[বনানী ক্যাম্পাসের ECE অফিসে জনাব, মোঃ ইকবাল হোসেন-এর সাথে যোগাযোগ কররেও প্রাথমিক নিবন্ধন করা যবে।]

নিবন্ধন করার জন্য নিম্নলিখিত তথ্যগুলো সহ টাকা জমা দিতে হবে:
(সবগুলো ফিল্ডই যে দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই)
1. Name:
2. Date of Birth:
3. Sex: Male/Female
4. Address:
5. Country:
6. Email:
7. Phone:
8. Mobile:
9. SMS Number:
10. Education:
11. Computer Skills:
12. Designation:
13. Organization:
14. Presidency ID: (শুধুমাত্র যদি প্রেসিডেন্সীর ছাত্র হয় তাহলে এটা দিতে হবে, নতুবা এটা দেয়ার দরকার নাই)

এই প্রশিক্ষণ চাহিদার পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ পর শুক্র কিংবা শনিবারে আবার আয়োজন করা যাবে।

অনেক ধন্যবাদ সুজন ভাই  happy

পাইরেসির কালিমামুক্ত দেশ গড়ার লক্ষ্যে লিনাক্স ও ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ) এর আয়োজনে লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যার ও সেবাসমূহ নিয়ে জনসচেতনতামূলক আয়োজন "পেঙ্গুইন মেলা - ২০১১" অনুষ্ঠিত হবে আগামীকাল ২৭শে জুলাই ২০১১ইং, বুধবার, দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, ঢাকার উত্তরায় অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র  আয়েশা মিলনায়তন কক্ষে। আয়োজনে সহযোগীতা করছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'এর এশিয়ান ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব।

উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আরো রয়েছে অংশগ্রহনকারী দর্শকদের সাথে মতামত বিনিময় ও সরাসরি আলোচনার সুযোগ। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি এবং লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহ করা যাবে। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে আগ্রহী যে কেউই অংশগ্রহণ করতে পারবেন।

====

অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" - এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
আয়োজকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সহযোগীতায়ঃ এশিয়ান ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব,এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা
তারিখ ও সময়ঃ ২৭শে জুলাই ২০১১, রোজ বুধবার। বিকাল ২:০০মিনিট থেকে সন্ধ্যে ৫:০০ মিনিট
আয়োজন স্থলঃ  আয়েশা মিলনায়তন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা, ঢাকা।

===

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে যোগদানে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
দেখা হবে আপনাদের সাথে।

পাইরেসির কালিমামুক্ত দেশ গড়ার লক্ষ্যে লিনাক্স ও ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ) এর আয়োজনে লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যার ও সেবাসমূহ নিয়ে জনসচেতনতামূলক আয়োজন ''পেঙ্গুইন মেলা - ২০১১'' অনুষ্ঠিত হবে আগামীকাল ২০শে জুলাই ২০১১ইং, বুধবার, দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। আয়োজনে সহযোগীতা করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব।

উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আরো রয়েছে অংশগ্রহনকারী দর্শকদের সাথে মতামত বিনিময় ও সরাসরি আলোচনার সুযোগ। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি এবং লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহ করা যাবে। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে আগ্রহী যে কেউই অংশগ্রহণ করতে পারবেন।

====

অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" - ব্র্যাক বিশ্ববিদ্যালয়
আয়োজকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সহযোগীতায়ঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা
তারিখ ও সময়ঃ ২০শে জুলাই ২০১১, রোজ বুধবার। বিকাল ২:০০মিনিট থেকে সন্ধ্যে ৫:৩০ মিনিট
আয়োজন স্থলঃ  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন, মহাখালী, ঢাকা

অনুষ্ঠানের বিস্তারিত সূচীঃ

লিনাক্স পরিচিতি, ইনস্টলেশন ও ব্যবহার
   (বিকাল ২:০০মিনিট থেকে সন্ধ্যে ৩:৩০ মিনিট)
    => লিনাক্স পরিচিতি                                            -- ৩০ মিনিট               
    => লিনাক্স মিন্ট পরিচিতি                                      -- ৩০ মিনিট
    => লিনাক্স মিন্ট ইন্সটল ও কনফিগার করা                   -- ৩০ মিনিট
   
চা-বিরতি                                                    -- ১০ মিনিট

সমস্যা সমাধান
   (বিকাল ৩:৪০মিনিট থেকে সন্ধ্যে ৫:০০ মিনিট)
    => দর্শকের অংশগ্রহনে আলোচনা                            -- ৪০ মিনিট
    => প্রশ্নোত্তর ও বিভিন্ন সমস্যার সমাধান                     -- ৪০ মিনিট

===

শুরু হয়ে গেল জেলা ভিত্তিক আয়োজন   happy
ঢাকা জেলার প্রথম আয়োজনে
এফ ও এস এস'র পক্ষ থেকে অনুষ্ঠানে থাকছি ইনশা'আল্লাহ ।

এসো গাই তারুণ্যের জয়গান।


এই স্লোগানকে নিয়ে ২০০৮ সালে যাত্র শুরু করে রংমহল নামক একটি বাংলা ফোরাম। হাটি হাটি পা পা করে রংমহল আজ প্রায় ৩ বছরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই সু দীর্ঘ পথে সহযাত্রী হয়ে ছিলেন অনেকে। তাদের মধ্যে এখনো অনেকে আছেন আবার কেউ সময়ের স্রোতে হারিয়ে গিয়েছেন। কিন্তু রয়ে গেছে তাদের অনেক অনেক ভালবাসা এবং অনেক অনেক পোস্ট। ইচ্ছা থাকা স্বত্বেও নানাবিধ কারণে এই ৩ বছরে এখন পর্যন্ত কোন অফিসিয়াল গেট টুগেদার করা হয়ে উঠেনি।  এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমরা আয়োজন করতে যাচ্ছি রংমহল গেটটুগেদার ২০১১। যারা আমাদের অতীতে সহযোদ্ধা ছিলেন তারা তো থাকবেনই সেই সাথে আপনারা যারা নতুন হয়ত আজই রেজিস্ট্রেশন করেছেন তারাও আসতে পারবেন। আপনাদের সুচিন্তিত মতামত এবং জ্ঞানগর্ভ আলোচনা রংমহলকে আরো উচ্চতর পৌঁছে দিতে সাহায্য করবে।  আসুন সবাই মিলে গাই তারুণ্যের জয়গান এবং ছড়িয়ে দেই বাংলা ভাষাকে সারা পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে। আবারো আবদ্ধ হই ভ্রাতৃত্বের বন্ধনে। রংমহল পরিবারের সকলের সাথে পরিচিত হই। চিনে নেই সব ভাই, বোনদের। মজবুত করি রংমহল পরিবারের ভিত।

এই অনুষ্ঠানে আপনার অংশগ্রহন নিশ্চিত করতে নীচের ফর্মটি পূরন করুন।

রেজিস্ট্রেশন ফর্মঃ রংমহল গেটটুগেদার ২০১১

অনুষ্ঠানের তারিখ : ২৯ জুলাই ২০১১ (রোজ শুক্রবার)
সময়: দুপুর ৩টা।
স্থান : শর্মা প্যালেস, মোহাম্মদপুর রিংরোড, মোহাম্মদপুর, ঢাকা।
জনপ্রতি ১২০ টাকা। তবে সম্পূর্ন কিংবা টাকা দিতে যদি সমস্যা থাকে থাকলে সেটি শেষ প্রান্তর কিংবা বেঙ্গল বয় যে কোন কারো সাথে যোগাযোগ করুন। ( টাকা অনুষ্ঠানের দিন উপস্থিত হয়ে জমা দিতে হবে)
রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ২৭ জুলাই ২০১১ রাত ১১:৫৯মিনিট পর্যন্ত।

আপনি যদি সাথে কোন অতিথি রাখতে চান, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্মের সংশ্লিষ্ট ঘরে সেটি উল্লেখ করুন। অতিথিদের জন্য জনপ্রতি ১২০টাকা করেই প্রযোজ্য হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবে শহরতলী ব্যন্ডের সকল কলাকুশলী এবং অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার রেডিও গুনগুন।

অনুষ্ঠান নিয়ে কোন মতামত চাইলে শেয়ার করতে পারেন শেষ প্রান্তর/ বেঙ্গল ভাইয়ের সাথে গোপন বার্তার মাধ্যমে।

লোকেশন দেখতে এখানে ক্লিক করুন।

এর পরও লোকেশন নিচের ছবিতে দেয়া আছে। রিং রোডের ডাচ বাংলা ব্যাংকের পাশেই এটি অবস্থিত।

http://i.imgur.com/Z3c9U.jpg

সূত্রঃ এখানে

অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই খবরটা শেয়ার করায়  happy


সিলেট বিভাগের পেঙ্গুইন মেলা আয়োজনের খবর বিভিন্ন দৈনিক পত্রিকা সমূহেঃ
আমাদের সময়,
যুগান্তর,
কালের কন্ঠ,

উপল BD wrote:

আমি রেজিস্ট্রেশন করেছি,ধন্যবাদ মাসুদ ভাই।

আপনাকেও ধন্যবাদ,
আপনার চেনা জানা লিনাক্স ইউজার যারা আছে তাদেরকেও বলুন (মনে করিয়ে দিন)  happy

দূর্নীতির গ্লানিমুক্ত, উন্মুক্ত সোর্স ও মুক্ত প্রযুক্তি নির্ভর, সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর ও সম্মানজনক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুরু হয়েছে 'লিনাক্স ব্যবহারকারী জরিপ - ২০১১'। এই জরিপে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে তথ্য প্রদান এবং সংগ্রহে সহযোগীতা করছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ), বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স (বিএলইউএ) এর সহযোগী সংগঠন উবুন্টু বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ সহ বাংলাদেশের আপামর সাধারন লিনাক্স ব্যবহারকারীরা।


আপনি যদি বাংলাদেশী হোন এবং একই সাথে একজন লিনাক্সপ্রেমী এবং ব্যবহারকারী হোন তো আর দেরী না করে আজই অনলাইনে আসুন আর ব্রাউজ করুন: http://bit.ly/lubd11। আর প্রাপ্ত ফর্মটিতে আপনার তথ্য দিয়ে এই জরিপে অংশ নিন। আপনার এই সকল তথ্য প্রদানের মাধ্যমে বাংলাদেশে বর্তমান লিনাক্স ব্যবহারকারীদের সঠিক সংখ্যা নির্ণয়ে আমাদের সহায়তা করুন। বিগত ১৩ই মে ২০১১ইং রোজ শুক্রবার থেকে শুরু হওয়া এই জরিপ চলবে আগামী ৩০শে জুন পর্যন্ত। ব্যক্তিগত তথ্যের পরিপূর্ন নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে তথ্যগুলো উন্মুক্ত করা হবে আগামী ১লা জুলাই ২০১১তে। আর এই জরিপকৃত তথ্যের মাধ্যমেই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ জানতে পারবেন বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীরা ''সফটওয়্যার পাইরেসী'' নয় বরংচ এগিয়ে চলেছে সফটওয়্যার স্বনির্ভরতার লক্ষ্যে, উন্মুক্ত প্রযুক্তির ব্যবহারে মুক্তি, সমৃদ্ধি আর উন্নয়নের পথে ।


ইন্টারনেট সুবিধাবঞ্চিত ব্যবহারকারীরা জরিপে অংশ নিতে চাইলে প্রতি শুক্রবারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যে ৭টা অবধি সরাসরি ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর প্রধান কার্যালয় বাসা নং-১, এভিনিউ-৩, ব্লক -সি, কমার্স কলেজ রোড, মিরপুর, ঢাকা -১২১৬ তে যোগাযোগ করতে পারেন।


ফরমঃলিনাক্স ব্যবহারকারী জরিপ, ২০১১

পুনশ্চঃ
আমাদের এই সংবাদ কালের কন্ঠ,
  সংবাদ এ প্রচারিত হয়েছে। গত ৩০ মে, ২০১১  সকালের খবরে ও এসেছে প্রচারনটা।
কারা কারা ব্যবহার করে সেটা জানতে চাইলে লিনাক্স ব্যবহারকারী জরিপ, ২০১১ এ এখন পর্যন্ত নিবন্ধিতদের ফলাফল দেখুনঃ এখানে ক্লিক করে
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঠিকানা, ইমেইল এবং ফোননং প্রকাশ করা হয়নি।
ইমেইল ঠিকানাতে কোনরকম স্প্যাম করা হবে না। শুধুমাত্র এক বা দুইবার মেইল করে কোন গ্রুপ মেইলে যোগদানের আহবান জানানো যেতে পারে।

এই ডেটাবেস এখন প্রজন্মের শামীম ভাই এবং শিপলু ভাই দেখভাল করছেন।

খবরের কাগজে অন্যরকম একটা নিউজ পড়লামঃ মানুষের মতো ভালোবাসা প্রাণীজগতের মধ্যেও রয়েছে। সঙ্গিনী হারানোর ব্যথাও তারা অনুভব করে। সেটা তার আচার-আচরণে স্পষ্ট হয়ে ওঠে। বিস্তারিতঃ

মন ভোলানো সুর আর ভালোবাসায় মুগ্ধ হয়ে শাকিব খানের ঘরে চলে গেছে ময়ূরী। আর ময়ূরীকে হারানোর বেদনায় পাগলপ্রায় শাকিল খান। খাওয়া-দাওয়া ছেড়ে নীরব-নিস্তব্ধ হয়ে পড়েছে শাকিল। এরা তিনজনই রংপুর চিড়িয়াখানার বাসিন্দা।
ময়ূরী হচ্ছে স্ত্রী ময়ূর।
শাকিব খান হচ্ছে ডিমোসিলক্রেন নামের অস্ট্রেলিয়ান পাখি। আর
শাকিল খান হচ্ছে পুরুষ ময়ূর।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বছর দশেক আগে ঢাকা চিড়িয়াখানা থেকে রংপুর চিড়িয়াখানায় আনা হয় এক জোড়া ময়ূর-ময়ূরীকে। এক খাঁচায় রাখা হয় তাদের। প্রাণী তত্ত্বাবধায়ক (অ্যানিমেল কেয়ারটেকার) আনোয়ার হোসেন শখ করে ময়ূরের নাম রাখেন শাকিল খান। স্ত্রী ময়ূরটির নাম রাখেন ময়ূরী। সুখেই দিন কাটছিল তাদের। ময়ূরীকে ছাড়া এক মুহূর্ত একা থাকত না শাকিল। কিন্তু বছর চারেক আগে পাশের খাঁচায় আনা হয় এক কিশোর পাখিকে। দিনে দিনে বড় হতে থাকে ডিমোসিলক্রেন নামের পাখিটি। এটি অস্ট্রেলিয়ান পাখি।

সুদর্শন ডিমোসিলক্রেন টগবগে যুবকের বয়সী হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণী তত্ত্বাবধায়ক আনোয়ার তার নাম রাখেন শাকিব খান। সারাক্ষণ মিষ্টি সুরে গান গায় শাকিব। পাশের খাঁচা থেকে সেই মিষ্টি সুর কান পেতে শোনে ময়ূরী। বিমোহিত হয় ময়ূরী। শাকিল যখন ঘুমিয়ে পড়ে ময়ূরী তখন শাকিবের গান শোনার জন্য ছুটে যায় তার খাঁচার ধারে। আস্তে আস্তে ময়ূরীর প্রতি দুর্বল হয়ে পড়ে শাকিব। সুযোগ পেলেই খাঁচার নেটের ফাঁক দিয়ে ময়ূরীকে আদর করে শাকিব। ময়ূরী তার ভালোবাসায় সাড়া দেয়। শাকিলের কাছ থেকে সরে যেতে শুরু করে ময়ূরী। বিষয়টি আঁচ করতে পেরে ময়ূরীর সঙ্গে ঝগড়া-বিবাদ শুরু করে শাকিল। এতে ক্ষুব্ধ হয়ে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় ময়ূরী। সারাক্ষণ শাকিবের খাঁচার ধারে পড়ে থাকে।
http://i51.tinypic.com/d4j01.jpg
অবস্থা বেগতিক দেখে গত ১ মে ময়ূরীকে শাকিবের খাঁচায় রাখা হয়। একে অপরকে একান্ত কাছে পেয়ে যেন নতুন জীবন ফিরে পায় শাকিব-ময়ূরী। স্বাভাবিক খাবার খাওয়া শুরু করে তারা। অপরদিকে জর্জরিত হৃদয় নিয়ে দুঃখের সাগরে ভাসছে ময়ূর শাকিল খান। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আবুল কাশেম জানান, মানুষের মতো ভালোবাসা প্রাণীজগতের মধ্যেও রয়েছে। সঙ্গিনী হারানোর ব্যথাও তারা অনুভব করে। সেটা তার আচার-আচরণে স্পষ্ট হয়ে ওঠে। শাকিলের বেলায়ও তাই হয়েছে। তাকে সুস্থ রাখতে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি খাওয়ানো হচ্ছে।

সূত্রঃ শাহজাদা মিয়া আজাদ, রংপুর

উপল BD wrote:

ছবির কোয়ালিটি তো দেখছি মারাত্মক!! tongue

আর বুইলেন না সাইদুজ্জামান ভাই  big grin

অনুষ্ঠানের খবর আবার পত্রিকাতেও  happy
প্রথম আলোঃ দিনাজপুরে হলো পেঙ্গুইন মেলা

কালের কন্ঠঃ শেষ হলো পেঙ্গুইন মেলা

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সফল ভাবে শেষ হয়েছে।
http://i51.tinypic.com/20s8eg.jpg

http://i52.tinypic.com/2liu4d3.jpg

http://i53.tinypic.com/8xlvsi.jpg

http://i52.tinypic.com/notsh4.jpg

http://i56.tinypic.com/12386y9.jpg

http://i53.tinypic.com/29wl5rn.jpg


"পেঙ্গুইন মেলা - ২০১১" রংপুর বিভাগ - এর ছবি সমূহ

dr.shamim wrote:

আমি রিং ভাই কে বলব হেডলাইন বদলান হোক।

ভাই দ্যাখেন তো এবার ঠিক আছে কি-না !

dr.shamim wrote:

বারি ভাই , দিনাজপুর কবে রংপুর  হইল ????

বিভাগ বলে কথা  happy

শিরোনামটা এভাবে পড়ুনঃ রংপুর বিভাগীয় পেঙ্গুইন মেলা ২২ শে এপ্রিল ২০১১ 

দেশকে সফটওয়্যার পাইরেসীর কলংক থেকে মুক্তি দিতে ও গ্লানি মুক্ত করে মাথা উঁচু করে দাঁড়াতে হলে দামী সফটওয়্যার চুরির মনোবাসনা পরিত্যাগ করতে হবে। বাংলাদেশের বর্তমান অর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সকল ছাত্র-জনতার পক্ষে দামী সফটওয়্যার ক্রয় করে ব্যবহার করা সম্ভব নয়। তাই এর বিকল্প হল ওপেন সোর্স এবং ফ্রী সফটওয়্যারগুলো। উন্মুক্ত বা ওপেনসোর্স সফটওয়্যারের সুবিধা হল এর উৎসের কোডগুলো সকলে দেখতে পারে, ফলে লুকিয়ে কোন ক্ষতিকারক প্রোগ্রাম এতে দেয়া আছে কি না তা সহজেই বের করা যায়, যা নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সোর্সকোড উন্মুক্ত বলে আগ্রহী শিক্ষার্থীগণও এ থেকে উপকৃত হতে পারে। উন্মুক্ত সফটওয়্যার বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ মানোন্নয়ন করতে পারেন আর এজন্য এগুলো খুব দ্রুত উন্নত আর ব্যবহারবান্ধব হয়ে ওঠে। দেশকে পাইরেসীর গ্লানি ও কলংক মুক্ত করার একটা ক্ষুদ্র প্রয়াস হিসেবে FOSS Bangladesh দেশে মুক্ত সফটওয়্যার প্রসারে স্বেচ্ছাসেবা দেয়ার জন্য একটা প্লাটফরম।

এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মধ্য নিয়মিত ভাবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। খুলনা, রাজশাহী, ঢাকা'র পরে এবার এরই ধারাবাহিকতায় রংপুরে আয়োজন করা হয়েছে পেঙ্গুইন মেলা। এর বিস্তারিত:

=========x---x---x=========

অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" রংপুর বিভাগ

তারিখঃ
২২ শে এপ্রিল ২০১১, রোজ শুক্রবার।
বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট

স্থানঃ
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তন-২

আয়োজকঃ
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

সহযোগীতায়ঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, রংপুর

অনুষ্ঠানসূচীঃ (মোট ৩ ঘন্টা)

    * লিনাক্স পরিচিতি, ইনস্টলেশন ও ব্যবহার
      (বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যে ৫:০০ মিনিট)
          o লিনাক্স পরিচিতি                                    -- ৩০ মিনিট
          o লিনাক্স মিন্ট পরিচিতি                             -- ৩০ মিনিট
          o লিনাক্স মিন্ট ইন্সটল ও কনফিগার করা      -- ৩০ মিনিট
    * চা-বিরতি                                                     -- ৩০ মিনিট
    * সমস্যা সমাধান
      (বিকাল ৫:৩০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট)
          o প্রশ্নোত্তর ও বিভিন্ন সমস্যার সমাধান          -- ৩০ মিনিট
          o দর্শকের অংশগ্রহনে আলোচনা                  -- ৩০ মিনিট

ডিভিডি সংগ্রহ
অনুষ্ঠানস্থল থেকে স্বল্পমূল্যে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া’র সংকলিত ডিভিডি সংগ্রহ করা যাবে।

=========x---x---x=========

অফটপিক: (শামীম ভাই কর্তৃক টেকটিউনসে বিচার মানি, তবে তালগাছ আমার !

আর আমি  কপিপেস্ট মারলাম সাজেদুর রহিম জোয়ারদার (রিং) এর টা । happy

দূর্নীতির গ্লানিমুক্ত সম্মানজনক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (FOSS Bangladesh) ৮ই এপ্রিল ২০১১ইং, শুক্রবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে (লেকচার থিয়েটার ভবন) উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার ও পাইরেসী প্রতিরোধ বিষয় নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান 'পেঙ্গুইন মেলা - ২০১১'র আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে ওপেনসোর্স ও লিনাক্স, পাইরেসি প্রতিরোধে লিনাক্স ও ওপেনসোর্সের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনার পাশাপাশি আগত দর্শকদের সাথে মতামত বিনিময় ও আলোচনার সুযোগ রাখা হয়েছিলো।

এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি ও সরবরাহ করা হয়। বিকাল ৩টায় শুরু হয়ে এ আয়োজন দর্শক-শ্রোতাদের সক্রিয় অংশগ্রহনে চলে সন্ধ্যে ৭:৩৫ মিনিট পর্যন্ত।

অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি দর্শকদেরকে সংকলিত ডিভিডি এবং পেন ড্রাইভ থেকে লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র ইনস্টলেশন এবং ডিস্ক পার্টিশনিং বিষয়ে লাইভ ডেমো দেয়া হয়। পাশাপাশি লিনাক্স ব্যবহারকারীদের ব্যবহার ও ইনস্টলেশন জনিত নানা সমস্যার সমাধান সরাসরি জানিয়ে/বুঝিয়ে এবং ডেমোর মাধ্যমে দেখিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানের ছবি ও লেখার সূত্রঃ পেঙ্গুইন মেলা - ২০১১ ঢাকা বিভাগ

২১

(৬ replies, posted in ভিন্ন জগত)

অনেক মুল্যবান উপলব্ধি   (y) thumbs up
এরকম আত্ম-সচেতনতা /
উপলব্ধি যদি আমাদের দেশের প্রতিটি নারীর মধ্যে আসতো !

ছবি-Chhobi wrote:

আসুন রুচিশীল ফ্যাশনে আকৃষ্ট হয়ে নিজেদের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে ফুটিয় তোলার চেষ্টা করি এবং সবাই যার যার আব্রু বাঁচিয়ে চলি । এতে জীবনে শান্তি নেমে আসবে ।

অবশ্যই
জীবনে শান্তি নেমে আসবে !
কাG ফাTeমা ছB'কে অনেক ধন্যবাদ।

আমার ফোরামের জীবন শুরু প্রজন্ম থেকে,
তারপর রংমহল
আড্ডার আসর
আইটেক বাংলা
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম
আরো কত কি !

কিন্তু গতকাল প্রথম আলোতে বিজ্ঞপ্তি আকারেঃ

প্রজন্ম ফোরামের চার বছর

চার বছর পার করেছে ইন্টারনেটে বাংলা ফোরাম প্রজন্ম ফোরাম (www.forum.projanmo.com)। এ উপলক্ষে ২৮ জানুয়ারি ঢাকায় পুনর্মিলনী ও দিনব্যাপী আড্ডার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে রাইট ব্রেন সলিউশনস ও লিভিও। প্রজন্ম ফোরামের এ আয়োজনে সদস্যসহ যে কেউ যোগ দিতে পারবে। একই দিন ২০১০ সালের সেরা লেখকদের পুরস্কৃত করা হবে। নিবন্ধন করা যাবে http://forum.projanmo.com/topic22244.html ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি

দেখে যার পর নাই ভাল লেগেছে। আমি তখন ট্রেনে, চট্টগ্রাম থেকে ঢাকা ফিরছিলাম। ব্যস্ততার কারণে আফিস, আড্ডার আসরের পরে সময় খুব একটা পাইনা অন্য কোথাও যাবার। আসলে সত্যি কথা বলতে কি তেমন একটা তাগিদও অনুভব করি না বিভিন্ন কারনে ।
আজকে অফিসে এসেই ঢু মারলাম প্রজন্মে, এ দেখি এলাহি কান্ড কারখানাঃ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা লেখা নির্বাচিন/লেখক/সেরা ফোরামিক ইত্যাদি। এতকিছু কখন কোথা দিয়ে ঘটে যাচ্ছে অথচ জরিপে তেমন করে অংশ গ্রহণ করিনি, করতে পারিনি । যাহোক সে দুঃখ ঘোচাতে গেট টুগাদারে আমি অংশ নেবোই নেবো ইনশা'আল্লাহ।
পরিচিত অনেকেই থাকছেন, খুব মজা হবে; না হয়ে যায়ই না। তারপরে এটুকু নিশ্চয়তা অন্ততঃ আমি দিতে পারি/ দিচ্ছিঃ তা হলো আমরা সবাই মিলে মজা করবো, আনন্দ করবো ।
আমি চাইবো রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম থেকেও সবাই যাবেন !
[যারা যারা প্রজন্মে'র সদস্য না তারাও অংশ নিতে পারবেন]

পরিশেষে বলতে চাই, আমরা মিলন মেলা করেছিলাম ছোট্ট পরিসরে;
কিন্তু প্রজন্মে !!
না গেলে খুব মিস তো করবেনই
সেই সাথে আফসোসও   happy

তো দেখা হচ্ছে বন্ধুরা
প্রজন্ম গেট টুগেদার ২০১১ ও ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে

২৩

(৩ replies, posted in বিনোদন পাতা)

আপনাকে ধন্যবাদ ।
আমার প্রিয় হুমায়ুন আহমেদের নাটকটাই প্রথমে ডালো দিয়েছি,
মাত্র ১৭% হয়েছে; একটা সম্মাননা আপনাকে ইতিমধ্যে দেয়াতে আর মনে হয় দিতে পারবো না আজকে।
এই পোষ্টের জন্য একটা পাওনা রইলেন, ইনশা'আল্লাহ যথাসময়ে দিয়ে দেব ক্ষন।

dr.shamim wrote:

আর ফরজ নামাযে অবস্শয় একামত দিতে হবে।

আপনাকে ধন্যবাদ।
শামীম ভাই, আমি যতটুকু জানি সেটা হচ্ছে,
একাকী ফরজ নামাজ আদায় করার সময় একামত বা জামাতের ন্যায় উচ্চস্বরে সূরা/ক্বেরাত তেলাওয়াত করলে অশেষ সওয়াব, কিন্তু সেটা অতি অবশ্যক বা একান্ত জরুরী নয়।

sawontheboss4 wrote:

যারা প্রোফাইল এ ছবি ad করতে চান কিন্তু সময় এর অভাব বা সাইজ করতে না পারাই আপলোড করতে পারছেন না ...

আমি কিন্তু প্রথমেই পেরেছিলাম,
এবং তা বর্তমান আছে।