শুভ জন্মদিন ডা: শামিম

You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by আশিকুর_নূর
শুভ জন্মদিন ডা: শামিম
মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে। ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসের কোন একদিনে রিচার্ড স্টলম্যান নামের সফটওয়্যারের যাদুকর এক বদ্ধ উন্মাদ নিজের মোটা মাইনের চাকুরী ছেড়ে দিয়ে শুরু করেছিলেন মানবতার জন্য সফটওয়্যার উন্মুক্ত করার কাজ - “প্রজেক্ট গ্নু (GNU)”। সেই ব্যক্তিগত পাগলামো মার্কা উদ্যোগটাই আজ পৌঁছে গেছে সামগ্রিক ''সফটওয়্যার মুক্তি''র আন্দোলনে। প্রতিষ্ঠা পেয়েছে ''মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশন'' (Free Software Foundation বা FSF)। বিশ্বের বাঘা বাঘা সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান যোগ দিয়েছে এই সংগঠনের সহযোগী হিসেবে। উদাহরন স্বরূপ বলা যায় - ক্যানোনিক্যাল, গুগল, লিনাক্স ফাউন্ডেশনের নাম। ২০০৪ সাল থেকে এই আন্দোলনের শুরুর দিনটি উদযাপন করা হচ্ছে সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবারে।
আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন – http://wiki.softwarefreedomday.org থেকে। সারা পৃথিবীতে কারা কারা এই দিনটি উদযাপন করছে তা দেখতে হলে এখানে ঘুরে আসুন http://wiki.softwarefreedomday.org/CategoryTeam2012 থেকে।
বাংলাদেশে এই আন্দোলনের কিছু ঐতিহাসিক গুরুত্ব আর প্রযুক্তিখাতে এই আন্দোলনের অবদান সবার সামনে তুলে ধরার লক্ষ্যে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions Bangladesh) বা সংক্ষেপে এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) আগামী ১৫ই সেপ্টেম্বর শনিবারে এ বছর সকল উন্মুক্ত সফটওয়্যারপ্রেমীকে সাথে নিয়ে ”সফটওয়্যার মুক্তি দিবস – ২০১২” পালন করতে যাচ্ছে।
আয়োজনের তারিখ: ১৫ই সেপ্টেম্বর ২০১২ইং, শনিবার।
আয়োজন স্থল-১: প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়, সড়ক নং-৯২, গুলশান-২, ঢাকা। [সকাল ১০টা থেকে বিকাল ৬টা ৩০মিনিট]
আয়োজন স্থল-২: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সড়ক নং-৮/এ, ধানমন্ডি, ঢাকা। [সকাল ১০টা ৩০মিনিট থেকে দুপুর ১টা]
আয়োজন স্থল-৩: রবীন্দ্র ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। [বিকাল ৪টা থেকে বিকাল ৬টা ৩০মিনিট]
আয়োজনের বিস্তারিত সূচী:
১। আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করা হবে এবং সাথে কিছু স্বাগত বক্তব্য দেবেন আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
২। আয়োজনে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার ও লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে।
৩। আরো থাকছে ”সফটওয়্যার মুক্তি আন্দোলন” নিয়ে তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী।
৪। থাকছে "জিএনইউ/লিনাক্স ইন্সটলেশন ও ব্যবহারিক সহায়তা সেবা" বুথ। যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী নিত্য প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। (অনলাইনে ফর্মপূরনকারীরা অগ্রাধিকার পাবেন।)
৫। এছাড়াও আয়োজনস্থলে থাকবে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভে, পছন্দের মিডিয়াতে এবং সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা।
জিএনইউ/লিনাক্স বিষয়ক ব্যবহারিক সাপোর্ট/সহায়তা সেবাটুকু নিশ্চিত করতে অগ্রীম রেজিষ্ট্রেশন করুন – http://goo.gl/1Tnhm লিংক থেকে।
আয়োজনের বিস্তারিত ও বিশ্ব মানচিত্রে আমাদের আয়োজনের অবস্থান দেখে/খুঁজে নিতে পারেন http://wiki.softwarefreedomday.org/2012/...Bangladesh ও http://wiki.softwarefreedomday.org/2012/...Bangladesh এবং জি+ আয়োজন পৃষ্ঠা থেকে।
–
“সফটওয়্যার মুক্তি দিবস – ২০১২” উদযাপন পরিষদ
জিএনইউ/লিনাক্স ডিস্ট্রোগুলোর মধ্যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় "লিনাক্স মিন্ট"। বিগত ২৩শে মে ২০১২ইং শনিবার রাত্রে লিনাক্স মিন্টের ১৩ তম সংস্করন "মায়া" প্রকাশিত হয়েছে। এবারই প্রথম লিনাক্স মিন্টের মূল সংস্করনে দুইটি ভিন্নভিন্ন দৃশ্যপট ব্যবস্থাপনা সহকারে দুইটি পৃথক আইএসও প্রকাশ করেছে লিনাক্স মিন্ট পরিবার। আমরা, বাংলাদেশের লিনাক্স মিন্ট পরিবার বাংলাদেশের সকল জিএনইউ/লিনাক্স প্রেমীদের সাথে নিয়ে, লিনাক্স মিন্ট ১৩ "মায়া" এর প্রকাশনা উদযাপন করতে যাচ্ছি আসন্ন ৮ই জুন ২০১২ ইং রোজ শুক্রবার।
আয়োজনের সূচী
স্থান: ৮ই জুন ২০১২ ইং, রোজ শুক্রবার।
সময়: বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট।
স্থান: ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়।
আয়োজনে থাকছে
# লিনাক্স মিন্ট বিষয়ে আলোচনা
# লিনাক্স মিন্ট "মায়া"র নতুন বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা।
# বাংলাদেশে এঁর ব্যবহারকারীদের সাথে আড্ডা ও পরামর্শ সেবা।
# নতুন ব্যবহারকারী/আগ্রহীদের জন্য বিনামুল্যে ইন্সটল করে নেবার ব্যবস্থা।
# লিনাক্স মিন্ট ১৩ "মায়া"র আইএসও পেনড্রাইভে/ডিভিডি তে সংগ্রহের ব্যবস্থা
--
আয়োজনে: লিনাক্স মিন্ট বাংলাদেশ
সার্বিক সহযোগীতায়: ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রয়োজনে
প্রয়োজনে:
ইমরান তুষার মুঠোফোন: +৮৮০১৬৮২৬৯৭৬৯০
শরীফ আহম্মেদ মল্লিক মুঠোফোন: +৮৮০১৯২২৮০২৭২৪
আশিকুর রহমান নূর (আশিকুর_নূর) মুঠোফোন: +৮৮০১১৯৯১৫১৫৫০, +৮৮০১৬১১১৫১৫৫০
যারা আয়োজনের আসতে পারেন নাই তাদের জন্য আয়োজনের কিছু ছবি এখানে।
জনগনের মতামতের ভিত্তিতে আয়োজনস্থল পরিবর্তন করা হয়েছে।
নির্ধারিত আয়োজনস্থল: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের খুজে না পেলে ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে;
যোগাযোগের নাম্বার আমার প্রফাইল এ দেওয়া আছে, এবং শরীফ ভাইয়েরটা টপিকের প্রথম পোস্টে দেওয়া আছে।
বি:দ্র: সিডি/ডিভিডি দেওয়ার কথা ছিলো, কিন্তু নতুন উবুন্টুতে কিছু টেকনিকেল সমস্যা থাকায় সিডি/ডিভিডি দেওয়া যাচ্ছে না। আপনি চাইলে আপনার পেনড্রাইভে iso সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে আপনি সিডি/ডিভিডি নিয়ে আসলে আমরা রাইট করে দেপয়ার চেষ্টা করব।
আগামী ২৬শে এপ্রিল ২০১২ইং উবুন্টুর পরবর্তী এলটিএস (লং টার্ম সাপোর্ট) সংস্করণ ১২.০৪ প্রিসাইস প্যাঙ্গোলিন রিলিজ হতে যাচ্ছে। এবারের উবুন্টু'র এই ১২.০৪ সংস্করণটি অন্যান্য সংস্করণ থেকে বিশেষভাবে আলাদা। কারন এবার থেকে প্রতিটি এলটিএস সংস্করণের সাথে থাকছে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হালনাগাদকরণ সেবা, যা পূর্বে ৫ বছর মেয়াদী ছিলো। আরো নতুন নতুন সুবিধাজনক বৈশিষ্ট্যাবলী তো থাকছেই।
উবুন্টু'র প্রতিটি সংস্করণ রিলিজ হবার পরপরই বিশ্বের প্রায় প্রতিটি উবুন্টু লোকো (লোকাল কমিউনিটি == স্থানীয় ব্যবহারকারী, ডেভেলপার, অনুবাদকগন) উবুন্টুর এই রিলিজকে কিঞ্চিৎ আনন্দ আয়োজনের মাধ্যমে পালন করে থাকে। যার নাম -- "উবুন্টু রিলিজ পার্টি"। এটি একটি গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বে একযোগে পালন করা হয়ে থাকে। তাই এই নতুন সংস্করণ রিলিজ হবার পর আমরাও বিশ্ববাসী সকলের সাথে এই আনন্দ উৎসবে মেতে উঠার আকাঙ্খা করছি।
ইনশাল্লাহ আগামী ৪ঠা মে ২০১২ ইং রোজ শুক্রবার, আমরা বাংলাদেশের উবুন্টু প্রেমীরাও, "উবুন্টু ১২.০৪" এর রিলিজ পার্টি আয়োজন করবো।
আয়োজনের বিস্তারিত
তারিখ: ৪ঠা মে ২০১২ ইং, শুক্রবার।
স্থান: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষ/ ফ্রেপড (FREPD) মিলনায়তন, পলাশী, ঢাকা।
সময়: বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৬:৩০।
=====
কী কী থাকছে আয়োজনে
=====
বাংলাদেশে ওপেন সোর্স এবং জিএনইউ/লিনাক্সের প্রসারের লক্ষ্যে দেশের সকল ওপেন সোর্স এবং লিনাক্সপ্রেমীদেরকে এই আয়োজনে সপরিবারে এবং সবান্ধবে অংশগ্রহন করার জন্য অনুরোধ করছি।
লক্ষ্যনীয়: বিশ্বের প্রায় সকল ওপেন সোর্স প্রজেক্ট আমাদের মতোন মানুষদের সার্বিক সহযোগিতার (শ্রম, অর্থ আর মেধা) মাধ্যমেই তৈরী। GNU/Linux এর সকল ডিস্ট্রো তথা "উবুন্টু"ও এর ব্যতিক্রম নয়। তাই এই আয়োজনের সকল খরচ আপনাকে, আমাকে সকলকে সম্মিলিতভাবেই বহন করতে হবে। আয়োজন নিয়ে আপনাদের যে কোন পরামর্শ এই পোষ্টের উত্তরে আমাদের জানান।
আশিকুর রহমান নূর (আশিকুর_নূর)
প্রধান সমন্বয়ক,
উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি উদযাপন পরিষদ
স্বেচ্ছাসেবক, এফওএসএস বাংলাদেশ
সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো
এবং
মোজিলা প্রতিনিধি (aka ReMo)
আরো যোগাযোগ:
শরীফ আহম্মেদ
স্বেচ্ছাসেবক ,
উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি উদযাপন পরিষদ
স্বেচ্ছাসেবক, এফওএসএস বাংলাদেশ
মুঠোফোন: +৮৮০১৯২২৮০২৭২৪
সকাল ১০ টায় বাংলাদেশের জাতীয় সংগীত এবং সফটওয়্যার মুক্তি দিবস এর গান দিয়ে আয়োজন শুরু করা হয়। এরপর সফটওয়্যার মুক্তি দিবস এর রিচার্ড স্টলম্যানের ভিডিও চিত্র বাংলায় অনুবাদ করে দেখান হয় (এফওএসএস বাংলাদেশ কর্তৃক বাংলায় অনুবাদকৃত)। এরপর আসল অনুষ্ঠান শুরু হয়। অংশগ্রহনকারীদের জন্য সারাদিন ব্যাপী ছিল ছিল সেমিনার এবং বিভিন্ন শেসন--
সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার আর লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলেছে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত ছিলো। দিনব্যাপী আয়োজনে আরো ছিলো ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী এবং সেমিনার। সেমিনারে লিনাক্স ইন্সটলেশন নিয়ে আলোচনা করেন এবং ডেমো দেন এফওএসএস বাংলাদেশের স্বেচ্ছাসেবক আশিকুর রহমান নূর, ইন্টারনেট কানেকশন সেটিংস বিষয়ে আলোচনা করেন এফওএসএস বাংলাদেশের মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার, গিম্প দিয়ে ফটো এডিটিং বিষয়ে আলোচনা এবং ডেমো দেন স্বেচ্ছাসেবক সোহানুর রহিম জোয়াদার। এরপর দুপুর দেড়টা থেকে মধ্যান্হ বিরতিতে দর্শকদের সাথে মত বিনিময় করা হয় এবং প্রচার করা হয় লিনাক্স ওএস নিয়ে জেটিএস ম্যুর এর বিশেষ চলচ্চিত্র ''রেভুল্যুশন ওএস''। বিকাল ৩টায় আবারো সেমিনার শুরু হয় এবং এবার লিব্রে অফিস এবং লিব্রে ক্যাড সফটওয়্যারের ব্যবহার নিয়ে আলোচনা এবং ডেমো দেন এফওএসএস বাংলাদেশের তথ্য ও গবেষণা সচিব ডঃ মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান শামীম। এরপর লিনাক্স মিন্ট ব্যবহার করে দৈনন্দিন কাজকর্মের উপযোগীতা বিষয়ে আলোচনা করেন এফওএসএস বাংলাদেশের সভাপতি জনাব জেড এম মেহেদী হাসান। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব এবং এ পর্ব চলে প্রায় ঘন্টব্যাপী।
এবারেই প্রথমবারের মতো আয়োজনে ছিলো ''লিনাক্স ইন্সটলেশন ও সাপোর্ট বুথ''। যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী প্রয়োজনীয় সেটিংসগুলো করে দিয়েছেন। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা ছিলো। আরও ছিল ওয়াইফাই জোন, iso সংগ্রহ করার বুথ এবং সিডি ডিভিডি সংগ্রহ করার বুথ।
মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে। আশির দশকের শুরুর দিকে রিচার্ড স্টলম্যান এই দর্শনকে বাস্তবায়নের জন্য গ্নু(GNU) প্রকল্প শুরু করেন। এজন্যেই তাঁকে এই আন্দোলনের প্রবক্তা হিসাবে গণ্য করা হয়। এই আন্দোলন কে তরাণ্বিত করতে ২০০৪ সাল থেকে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবারে পালন করা হচ্ছে "সফটওয়্যার মুক্তি দিবস"। ২০১১ সালে এই দিনটি হলো ১৭ই সেপ্টেম্বর। আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন - http://wiki.softwarefreedomday.org থেকে। সারা পৃথিবীতে কারা কারা এই দিনটি উদযাপন করছে তা দেখতে হলে এখানে ঘুরে আসুন http://wiki.softwarefreedomday.org/CategoryTeam2011।
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এ বছর সকল উন্মুক্ত সফটওয়্যারপ্রেমীকে সাথে নিয়ে পালন করতে যাচ্ছে "সফটওয়্যার মুক্তি দিবস - ২০১১"। আয়োজনটি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে।
আয়োজনের তারিখ ও সময়: ১৭ই শে সেপ্টেম্বর ২০১১ইং, শনিবার। সকাল ১০টা থেকে শুরু হবে আয়োজন।
আয়োজন স্থল: প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়, বনানী ক্যাম্পাস।
আয়োজনের বিস্তারিত সূচী (৮ঘন্টা ৩০মিনিটের দিনব্যাপী এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত):
১। সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করা হবে এবং সাথে কিছু স্বাগত বক্তব্য দেবেন আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার ও লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে।
৩। দিনব্যাপী এ আয়োজনে আরো থাকছে ''সফটওয়্যার মুক্তি আন্দোলন'' নিয়ে তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী।
৪। এছাড়াও আয়োজনস্থলে থাকবে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভে, পছন্দের মিডিয়াতে এবং সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা।
বিশেষ আকর্ষন:
প্রথমবারের মতন এবার থাকছে ``লিনাক্স ইন্সটলেশন বুথ''। যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী নিত্য প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। (অনলাইনে ফর্মপূরনকারীরা অগ্রাধিকার পাবেন।)
---
মো: আশিকুর রহমান (আশিকুর_নূর)
সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা, “সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১, বাংলাদেশ” উদযাপন পরিষদ
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ।
আয়োজনে আপনার যোগদান নিশ্চিত করতে এই ফর্মে আপনার তথ্য যুক্ত করে দিন।
সবাইকে ঈদ মোবারক।
১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক ছাত্র লিনুস টরভ্যাল্ডস ঘোষনা দেন উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল “লিনাক্স” রিলিজের। সেই থেকে আজ অবধি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম সারা বিশ্বের সার্ভারের জগৎটা দাপিয়েই বেড়াচ্ছে। কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো এখন আর শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়। এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব বাংলাদেশী কে জানাতে, বোঝাতে এবং ডেক্সটপ দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions Bangladesh) বা সংক্ষেপে এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) এবছরে লিনাক্সের ২০ তম জন্মবার্ষিকীতে “লিনাক্স ডে – ২০১১” উদযাপন করতে যাচ্ছে। আপনি যদি প্রযুক্তিপ্রেমী হোন এবং লিনাক্স সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তো চলে আসুন আমাদের এ আয়োজনে।
আয়োজনের তারিখ ও সময়: ২৫ শে আগস্ট, ২০১১ইং, বৃস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু হবে এ আয়োজন।
আয়োজন স্থল: ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসি (লবি ও গেমস রুম), ঢাকা বিশ্ববিদ্যালয়।
আয়োজনের বিস্তারিত সূচী:
১। সকাল ১০টায় ব্যানার-ফেস্টুন সহ পদযাত্রা/শোভাযাত্রা শাহবাগের পাবলিক লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে, রাজু ভাস্কর্য, শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পাখি চত্বরে এসে শেষ হবে।
২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী টিএসসির করিডোর আর লবিতে বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
৩। আরো থাকছে ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে আমাদের এবং দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের সেবামূলক কাজকর্মের ভিডিও চিত্র প্রদর্শনী, দিনব্যাপী।
৪। বিকাল ৪টা থেকে শুরু হবে আমন্ত্রিত অতিথি ও দশর্কদের মাঝে মত বিনিময় এবং আলোচনা অনুষ্ঠান।
৫। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা থাকবে।
আয়োজনে আপনার যোগদান নিশ্চিত করতে এই ফর্মে আপনার তথ্য যুক্ত করে দিন।
--
আশিকুর নূর
সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা
“লিনাক্স ডে - ২০১১” উদযাপন পরিষদ
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
আশিকুর_নূর wrote:@dr.shamim এরা অর্থনৈতিক ভাবে বিকারগ্রস্থ, এদের জন্য কি ঔষধ আছে আপনার ঝুলিতে?
সে ঔষধ তো ভাই আপনারাই দিতে পারেন। আশিক ভাই, এবার সরকারী প্রতিষ্ঠানে পেঙ্গুইন মেলার ব্যবস্থা করুন। তাতে কাজ হবে।
ওটা হচ্ছেই, মাওলানা ভাষানী প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে FOSS Bangladesh এর পক্ষ হতে ২ দিন পরে তিনদিনের ওয়ার্কশপ করান হল লিনাক্স মিন্ট দিয়ে। এরপর আরও আসবে ইনশাআল্লাহ।
সরকারী প্রতিষ্ঠানে আয়োজন করাটা একটু বেশি ঝামেলার।
@dr.shamim এরা অর্থনৈতিক ভাবে বিকারগ্রস্থ, এদের জন্য কি ঔষধ আছে আপনার ঝুলিতে?
বিল গেটসের জবাবের অপেক্ষায় মন্ত্রণালয়
এতদিন দেখেছি আমরা তৃতীয় বিশ্বের কাছে আর্থিক সাহায্য চেয়েছি। কিন্তু এখন এটা কি দেখছি, ডিজিটাল বাংলাদেশ গড়া হবে ভিক্ষা চেয়ে।
ওপন সোর্স দিলে বলে পণ্যের মান নিয়ে প্রশ্ন উঠবে? এসকল ননটেকি কথা বার্তা টেকি ক্ষেত্রে মানুষ কেন বলে তা জানি না।
পাইরেসির কালিমামুক্ত দেশ গড়ার লক্ষ্যে লিনাক্স ও ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ) এর আয়োজনে লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যার ও সেবাসমূহ নিয়ে জনসচেতনতামূলক আয়োজন "পেঙ্গুইন মেলা - ২০১১" অনুষ্ঠিত হবে আগামী ৭ ই আগস্ট ২০১১ইং, রবিবার, সকাল ১০:৩০টা থেকে দুপুর ০১:৩০টা পর্যন্ত, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র মিলনায়তন কক্ষে। আয়োজনে সহযোগীতা করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব।
উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আরো রয়েছে অংশগ্রহনকারী দর্শকদের সাথে মতামত বিনিময় ও সরাসরি আলোচনার সুযোগ। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি এবং লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহ করা যাবে। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে আগ্রহী যে কেউই অংশগ্রহণ করতে পারবেন।
====
অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" - ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আয়োজকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সহযোগীতায়ঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব,ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা।
তারিখ ও সময়ঃ ৭ই আগস্ট ২০১১, রোজ রবিবার। সকাল ১০:৩০মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট
আয়োজন স্থলঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি, ঢাকা।
===
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে যোগদানে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
দেখা হবে আপনাদের সাথে।
আশিকুর_নূর wrote:ফেসবুক, ভোট দিব কেমনে? আমার তো একাউন্টই নাই।
![]()
কেনো যেনো ব্যাপক মজা পাইলাম।
কেন ভাই, মজা পাবার কারন একটু বলবেন?
ফ্ল্যাশগট কি ডাউনলোড ম্যানেজার নাকি একটি এডঅন্স।
আরও কিছু আছে chmsee, chm view ইত্যাদি।
এর চেয়ে ফেসবুকে একটা question ক্রিয়েট করেন। ভালো সাড়া পাবেন আশা করি।
ফেসবুক, ভোট দিব কেমনে? আমার তো একাউন্টই নাই।
এরজন্য ক্রোম লাগবে। অবশ্য এখন ইনভাইটেশন আবার চালু করছে। কারও লাগলে মেইল দিয়েন।
অভ্র এ আনসি সাপোর্ট এসেছে কিছুদিন আগেই। কিন্তু কিছু বাগ রয়ে গেছে। এই আনসি সাপোর্টে বেশ কিছু বাগ রয়ে গেছে। প্রায় ৯-১০টি হরফে সমস্যা করে। এই বাগটি সল্ভ করাতে চাইলে একটি সহজ উপায় আছে।
জাস্ট এই ম্যাসেজটি রিটুইট করুন।
RT if you want #new #SutonnyMJ support in #Avro5 @omicronlab @potasiyam
অভ্র ডেভেলপাররা কথা দিয়েছেন যদি পর্যাপ্ত টুইট হয় তাহলে নতুন এই ফিচারটি তারা ইম্পলিমেন্ট করতে রাজি আছেন।
যদি বিজয়কে চিরদিনের জন্য পিসি থেকে রিমোভ করতে চান তাহলে এই ম্যাসেজটি দয়া করে রিটুইট করুন। So Keep Retweet
উইকিপিডিয়া বিশ্ব সংস্কৃতি ও ঐতিহ্যের একটি বাহক! আর এক্ষেত্রে বিশ্বের প্রথম ওয়েবসাইট হিসেবে ইউনেস্কোর [১] কাছ থেকে এই স্বীকৃতি লাভের উদ্দেশ্যে একটি পিটিশন [২] স্বাক্ষরে একত্রিত হয়েছেন বিশ্বের বিভিন্ন স্থানের উইকিপিডিয়ান, উইকিমিডিয়ান ও এর শুভানুধ্যায়ীগণ। উইকিমিডিয়া জার্মানি এসকল স্বাক্ষর সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট লঞ্চ করেছেন [৩]। কয়েক মিনিট সময় নিয়ে আপনাদেরকেও তাই এ পিটিশনটি স্বাক্ষর করার আবেদন জানাই।
পিটিশনটি স্বাক্ষরের জন্য পিটিশন পাতায় [৪] যান, ও নির্দিষ্ট অংশে আপনার নাম, শহর, দেশ ও ই-মেইল ঠিকানা লিখুন, এবং কোনো মন্তব্য করতে চাইলে তা মন্তব্য অংশে করতে পারেন। অতঃপর "সাইন দ্য পিটিশন" বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার পিটিশনটি জমা দিন। এরপর আপনার ই-মেইল ঠিকানায় একটি কনফার্মেশন ই-মেইল আসবে। সেখানে থাকা কনফার্মেশন লিংকটিতে ক্লিক করার মাধ্যমে আপনার পিটিশনটি যথাযথভাবে সংরক্ষিত ও প্রদর্শিত হবে। এখন পর্যন্ত এই পিটিশনে স্বাক্ষরকৃত সকলের তালিকাটিও আপনি চাইলে দেখতে পারেন [৫]।
এছাড়াও পিটিশনে স্বাক্ষর যেহেতু শুধু উইকিপিডিয়ানদের জন্য সীমাবদ্ধ নয়, তাই আপনি এটিকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার কাজেও অংশগ্রহণ করতে পারেন। শেয়ার করতে পারেন এ সংক্রান্ত ভিডিও, ছবি বা ব্যানার [৬]।
তানভির
--
Tanvir Rahman
http://bit.ly/wikitanvir
[১] http://www.unesco.org
[২] http://wikipedia.de/wke/Petition
[৩] http://wikipedia.de/wke/Main_Page?setlang=en
[৪] etition?setlang=en" target="_blank">https://wke.wikimedia.de/wke/Speciale … setlang=en
[৫] etitionList" target="_blank">http://wikipedia.de/wke/SpecialetitionList
[৬] http://wikipedia.de/wke/Spread_The_Word
উবুন্টুকে আরো উন্নত করতে কি কি বিষয়ের উপর জোর দেয়া প্রয়োজন তা নিরূপণ করার উদ্দেশ্যে
উবুন্টু আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে Ubuntu User Experience Survey
নামে একটি সমীক্ষা শুরু হয়েছে। এই সমীক্ষাটি বেশ কিছু ভাষায় অনুবাদ
হয়েছে/হচ্ছে এবং এই তালিকায় তৃতীয় ভাষা হিসেবে বাংলা অনুবাদ সম্পূর্ণ শেষ
হয়েছে। বাংলা অনূদিত সমীক্ষাটি পাওয়া যাবে এই ঠিকানায়: http://is.gd/0ObnRN
লক্ষ্যণীয়:
---------
এটি একটি আন্তর্জাতিক সমীক্ষা। এর সাথে আমাদের নিজেদের শুরু করা 'লিনাক্স জরিপ
২০১১ এর কোন সংযোগ নেই। এই দুটি ভিন্ন জরিপ।
লেখাটি সম্পূর্ণ কপি পেস্ট করলাম।
সূত্র: [Ubuntu-BD] উবুন্টু ব্যবহার অভিজ্ঞতা সমীক্ষা
আশিকুর_নূর wrote:কুক্ষাত বেসরকারী বিশ্ববিদ্যালয়ে
![]()
নামটা বলে ফেলেন!
না নাম বলব না।
সবাইকে ধন্যবাদ।
বলতে থাকুন লিনাক্স বিষয়ে । ধন্যবাদ আপনাকে
কোথায় বলব?
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by আশিকুর_নূর
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৬ seconds (৮২.০৯% PHP - ১৭.৯১% DB) with ৭ queries